ফৌজদারি কার্যবিধির সন্ত্রাসী আইনের সংজ্ঞা সংশোধন করেছে প্রতিবেশি দেশ ভারত। দেশটির অর্থনৈতিক নিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ জাল মুদ্রা ছড়ানোকেও সংশোধিত আইনের আওতায় আনা হয়েছে। গত মঙ্গলবার এই আইন পাস করা হয়। খবর এনডিটিভির।
সংশোধিত আইনে আরও রয়েছে, অপহরণ, কাউকে শারিরীকভাবে আহত করা বা কোনো সরকারি কর্মকর্তাকে হত্যা। এগুলো ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) প্রস্তাবিত খসড়ায় রয়েছে, যা বর্তমান ফৌজদারি আইন প্রতিস্থাপনকারী তিনটি বিলের মধ্যে একটি।
গত আগস্টে সংসদে প্রথম বিএনএস সহ অন্য দুটি বিল—ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়াম পেশ করা হয়। যাচাই-বাছাইয়ের জন্য একটি কমিটির কাছেও পাঠানো হয়। কমিটির সুপারিশ যুক্ত করতে চলতি সপ্তাহের শুরুতে বিলগুলো প্রত্যাহার করা হয়।
তিনটিরই সংশোধিত সংস্করণ মঙ্গলবার সন্ধ্যায় লোকসভায় পেশ করা হয়।
বিএনএসের ১১৩ ধারা অনুসারে, ভারতের আর্থিক স্থিতিশীলতা নষ্ট করে যারা জাল রুপি তৈরি, চোরাচালান বা প্রচলনের মাধ্যমে হুমকি দেয় বা হুমকি দিতে পারে—তাঁরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
কেউ সন্ত্রাসী কাজের জড়িত প্রমাণিত বা দোষী সাব্যস্ত হলে তাঁর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। যারা এমন কর্মকাণ্ডের ষড়যন্ত্র করে, প্ররোচনা দেয়, প্ররোচিত করার চেষ্টা করে বা জেনেশুনে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করে তাঁদের পাঁচ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
নারীর প্রতি নিষ্ঠুরতার সংজ্ঞায় মানসিক স্বাস্থ্যের ক্ষতির কারণও সংশোধন করা হয়েছে। এই সংশোধন খানিকটা বিএনএসের আগের ৮৫ ধারার পুনরাবৃত্তি। এই ধারা অনুযায়ী, স্ত্রীকে নির্যাতনের ঘটনা প্রমাণ হলে স্বামী বা তাঁর পরিবারের সদস্যদের তিন বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
বিএনএসে আগে অবশ্য নারীর প্রতি ‘নিষ্ঠুর আচরণের’ বিষয়টি সংজ্ঞায়িত ছিল না। তবে এবার এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সংশোধনী অনুযায়ী, নারীর শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ক্ষতির বিষয়ও সমগুরুত্ত্বের।
কমিটি বিএনএসের আওতায় পরকীয়াকে বহাল রাখা জন্য সুপারিশ করেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট ২০১৮ সালে এ সুপারিশ বাতিল করে দিয়ে বলেছিল, এটি নারীদের প্রতি বৈষম্যমূলক, লিঙ্গের সেকেলে ধারণাকে জিইয়ে রাখে এবং নারীর মর্যাদাকে হ্রাস করে।
একই বছর আদালত সম্মতিপ্রাপ্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে সমকামীতাকে অপরাধের তালিকা থেকে বাদ দেয়।
ফৌজদারি কার্যবিধির সন্ত্রাসী আইনের সংজ্ঞা সংশোধন করেছে প্রতিবেশি দেশ ভারত। দেশটির অর্থনৈতিক নিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ জাল মুদ্রা ছড়ানোকেও সংশোধিত আইনের আওতায় আনা হয়েছে। গত মঙ্গলবার এই আইন পাস করা হয়। খবর এনডিটিভির।
সংশোধিত আইনে আরও রয়েছে, অপহরণ, কাউকে শারিরীকভাবে আহত করা বা কোনো সরকারি কর্মকর্তাকে হত্যা। এগুলো ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) প্রস্তাবিত খসড়ায় রয়েছে, যা বর্তমান ফৌজদারি আইন প্রতিস্থাপনকারী তিনটি বিলের মধ্যে একটি।
গত আগস্টে সংসদে প্রথম বিএনএস সহ অন্য দুটি বিল—ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়াম পেশ করা হয়। যাচাই-বাছাইয়ের জন্য একটি কমিটির কাছেও পাঠানো হয়। কমিটির সুপারিশ যুক্ত করতে চলতি সপ্তাহের শুরুতে বিলগুলো প্রত্যাহার করা হয়।
তিনটিরই সংশোধিত সংস্করণ মঙ্গলবার সন্ধ্যায় লোকসভায় পেশ করা হয়।
বিএনএসের ১১৩ ধারা অনুসারে, ভারতের আর্থিক স্থিতিশীলতা নষ্ট করে যারা জাল রুপি তৈরি, চোরাচালান বা প্রচলনের মাধ্যমে হুমকি দেয় বা হুমকি দিতে পারে—তাঁরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
কেউ সন্ত্রাসী কাজের জড়িত প্রমাণিত বা দোষী সাব্যস্ত হলে তাঁর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। যারা এমন কর্মকাণ্ডের ষড়যন্ত্র করে, প্ররোচনা দেয়, প্ররোচিত করার চেষ্টা করে বা জেনেশুনে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করে তাঁদের পাঁচ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
নারীর প্রতি নিষ্ঠুরতার সংজ্ঞায় মানসিক স্বাস্থ্যের ক্ষতির কারণও সংশোধন করা হয়েছে। এই সংশোধন খানিকটা বিএনএসের আগের ৮৫ ধারার পুনরাবৃত্তি। এই ধারা অনুযায়ী, স্ত্রীকে নির্যাতনের ঘটনা প্রমাণ হলে স্বামী বা তাঁর পরিবারের সদস্যদের তিন বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
বিএনএসে আগে অবশ্য নারীর প্রতি ‘নিষ্ঠুর আচরণের’ বিষয়টি সংজ্ঞায়িত ছিল না। তবে এবার এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সংশোধনী অনুযায়ী, নারীর শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ক্ষতির বিষয়ও সমগুরুত্ত্বের।
কমিটি বিএনএসের আওতায় পরকীয়াকে বহাল রাখা জন্য সুপারিশ করেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট ২০১৮ সালে এ সুপারিশ বাতিল করে দিয়ে বলেছিল, এটি নারীদের প্রতি বৈষম্যমূলক, লিঙ্গের সেকেলে ধারণাকে জিইয়ে রাখে এবং নারীর মর্যাদাকে হ্রাস করে।
একই বছর আদালত সম্মতিপ্রাপ্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে সমকামীতাকে অপরাধের তালিকা থেকে বাদ দেয়।
এদিন রাখিবন্ধন উপলক্ষে ভারতের গুরুগ্রামভিত্তিক ১২ বছরের পুরোনো কুইক-কমার্স কোম্পানি ব্লিংকিট, যা শহুরে মধ্যবিত্তের কেনাকাটার ধরন বদলে দিয়েছে, সেখানে কার্ল মার্ক্স ও ফ্রেডরিক এঙ্গেলস রচিত ‘দ্য কমিউনিস্ট মেনিফেস্টো’ সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্রের প্রথম খণ্ডের সঙ্গে ‘গিফট ফর সিস্টার্স’ বা ‘বোনদের...
৭ ঘণ্টা আগেইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে গত কয়েক মাসে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির বিচার বিভাগ আজ শনিবার এ তথ্য জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এদের প্রতি কোনো দয়া দেখানো হবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
৮ ঘণ্টা আগেইউক্রেন এক বিন্দু পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শনিবার ভোরে তিনি বলেছেন, ইউক্রেনীয়রা তাদের জমি দখলদারদের হাতে তুলে দেবে না। এক ইঞ্চিও না।
৯ ঘণ্টা আগেগত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একাধিক পোস্ট করে স্বামীর প্রতি সহানুভূতি দেখানোর আহ্বান জানান আবির। তাঁর স্বামীর সাজা ঘোষণার কয়েক দিন পর এই পোস্ট করেন তিনি। পাকিস্তানে বসবাসরত আবিরের ইনস্টাগ্রাম ও টিকটক মিলিয়ে অনুসারী রয়েছে ৫ লাখের বেশি।
১০ ঘণ্টা আগে