আজকের পত্রিকা ডেস্ক
ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছেন, ভারতের একটি চিকেন নেক থাকলেও বাংলাদেশের চিকেন নেক আছে দুটি। আজ রোববার এক্স মাধ্যমে এই প্রসঙ্গটির উল্লেখ করে একটি পোস্ট দিয়েছেন হিমন্ত। এর মাধ্যমে তিনি মূলত বাংলাদেশের ভৌগোলিক দুর্বলতার কথা উল্লেখ করেছেন।
হিমন্ত লিখেছেন, ‘যাঁরা ভারতের চিকেন নেক করিডর নিয়ে নিয়মিত হুমকি দেন, তাঁরা যেন এটাও মনে রাখেন—বাংলাদেশেরও দুটি চিকেন নেক রয়েছে এবং দুটিই আরও বেশি ঝুঁকিপূর্ণ।’
বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে হিমন্ত বিশ্বশর্মা উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম চিকেন নেক হলো ৮০ কিলোমিটার দীর্ঘ উত্তরাঞ্চলীয় একটি করিডর, যা ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু হয়ে দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত।
হিমন্ত হুঁশিয়ারি দেন, এই করিডর যদি কোনোভাবে বিঘ্নিত হয়, তাহলে রংপুর বিভাগ পুরোপুরিভাবে বাংলাদেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
হিমন্তের মতে, বাংলাদেশের অর্থনৈতিক রাজধানী চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দিতে সক্ষম দ্বিতীয় চিকেন নেকটি আরও সংকীর্ণ। মাত্র ২৮ কিলোমিটার দীর্ঘ এই করিডর ভারতের দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। হিমন্ত বলেন, এই করিডর ভারতের শিলিগুড়ি করিডরের চেয়েও ছোট এবং অনেক বেশি স্পর্শকাতর।
সবশেষে তিনি বলেন, ‘আমি শুধু ভৌগোলিক সত্য তুলে ধরছি, যা অনেকেই ভুলে যেতে পারেন। ভারতের শিলিগুড়ি করিডরের মতো আমাদের প্রতিবেশী দেশটিও দুটি সরু করিডর দিয়ে ঘেরা।’
To those who habitually threaten India on the “Chicken Neck Corridor”, should note these facts as well:
— Himanta Biswa Sarma (@himantabiswa) May 25, 2025
1️⃣ Bangladesh has two of its own “chicken necks”. Both are far more vulnerable
2️⃣ First is the 80 Km North Bangladesh Corridor- from Dakhin Dinajpur to South West Garo… pic.twitter.com/DzV3lUAOhR
উল্লেখ্য, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে এমন একটি সংকীর্ণ অঞ্চল, যা শিলিগুড়ি করিডর নামে পরিচিত। মাত্র ২২ কিলোমিটার চওড়া এই করিডরই ‘চিকেন নেক’ নামে পরিচিত। এটি ভারতের জন্য একটি কৌশলগত জীবনরেখা—যা অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরার সঙ্গে বাকি ভারতের সংযোগ রক্ষা করে। এই করিডরকে ঘিরে চীন ও বাংলাদেশের কৌশলগত যোগাযোগ বরাবরই ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
হিমন্ত বিশ্বশর্মা এই পোস্টের মাধ্যমে বাংলাদেশের ভূরাজনৈতিক দুর্বলতা তুলে ধরার পাশাপাশি ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ঘিরে সম্প্রতি যে উত্তেজনা ছড়ানো হচ্ছে, তার প্রতি কূটনৈতিক ও কৌশলগত জবাব দেওয়ার চেষ্টা করেছেন।
ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছেন, ভারতের একটি চিকেন নেক থাকলেও বাংলাদেশের চিকেন নেক আছে দুটি। আজ রোববার এক্স মাধ্যমে এই প্রসঙ্গটির উল্লেখ করে একটি পোস্ট দিয়েছেন হিমন্ত। এর মাধ্যমে তিনি মূলত বাংলাদেশের ভৌগোলিক দুর্বলতার কথা উল্লেখ করেছেন।
হিমন্ত লিখেছেন, ‘যাঁরা ভারতের চিকেন নেক করিডর নিয়ে নিয়মিত হুমকি দেন, তাঁরা যেন এটাও মনে রাখেন—বাংলাদেশেরও দুটি চিকেন নেক রয়েছে এবং দুটিই আরও বেশি ঝুঁকিপূর্ণ।’
বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে হিমন্ত বিশ্বশর্মা উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম চিকেন নেক হলো ৮০ কিলোমিটার দীর্ঘ উত্তরাঞ্চলীয় একটি করিডর, যা ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু হয়ে দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত।
হিমন্ত হুঁশিয়ারি দেন, এই করিডর যদি কোনোভাবে বিঘ্নিত হয়, তাহলে রংপুর বিভাগ পুরোপুরিভাবে বাংলাদেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
হিমন্তের মতে, বাংলাদেশের অর্থনৈতিক রাজধানী চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দিতে সক্ষম দ্বিতীয় চিকেন নেকটি আরও সংকীর্ণ। মাত্র ২৮ কিলোমিটার দীর্ঘ এই করিডর ভারতের দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। হিমন্ত বলেন, এই করিডর ভারতের শিলিগুড়ি করিডরের চেয়েও ছোট এবং অনেক বেশি স্পর্শকাতর।
সবশেষে তিনি বলেন, ‘আমি শুধু ভৌগোলিক সত্য তুলে ধরছি, যা অনেকেই ভুলে যেতে পারেন। ভারতের শিলিগুড়ি করিডরের মতো আমাদের প্রতিবেশী দেশটিও দুটি সরু করিডর দিয়ে ঘেরা।’
To those who habitually threaten India on the “Chicken Neck Corridor”, should note these facts as well:
— Himanta Biswa Sarma (@himantabiswa) May 25, 2025
1️⃣ Bangladesh has two of its own “chicken necks”. Both are far more vulnerable
2️⃣ First is the 80 Km North Bangladesh Corridor- from Dakhin Dinajpur to South West Garo… pic.twitter.com/DzV3lUAOhR
উল্লেখ্য, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে এমন একটি সংকীর্ণ অঞ্চল, যা শিলিগুড়ি করিডর নামে পরিচিত। মাত্র ২২ কিলোমিটার চওড়া এই করিডরই ‘চিকেন নেক’ নামে পরিচিত। এটি ভারতের জন্য একটি কৌশলগত জীবনরেখা—যা অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরার সঙ্গে বাকি ভারতের সংযোগ রক্ষা করে। এই করিডরকে ঘিরে চীন ও বাংলাদেশের কৌশলগত যোগাযোগ বরাবরই ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
হিমন্ত বিশ্বশর্মা এই পোস্টের মাধ্যমে বাংলাদেশের ভূরাজনৈতিক দুর্বলতা তুলে ধরার পাশাপাশি ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ঘিরে সম্প্রতি যে উত্তেজনা ছড়ানো হচ্ছে, তার প্রতি কূটনৈতিক ও কৌশলগত জবাব দেওয়ার চেষ্টা করেছেন।
রাতভর প্রবল বর্ষণে জলাবদ্ধ হয়ে পড়েছে কলকাতা। টানা পাঁচ থেকে ছয় ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টির ফলে পুরো মহানগরী ডুবে গেছে। শহরের রাস্তাঘাটে কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। এই জলাবদ্ধ অবস্থায় বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন চারজন।
২০ মিনিট আগেট্রাম্প প্রশাসন ইরানি কূটনীতিকদের যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কস্টকোসহ বিভিন্ন ‘হোলসেল ক্লাব স্টোর’ থেকে কেনাকাটা ও বিলাস পণ্য কেনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। গতকাল সোমবার এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। কেবল তাই নয়, তাদের চলাফেরাও সীমিত করে দেওয়া হয়েছে।
৩২ মিনিট আগেনানা নাটকীয়তার পর আবারও চালু হতে যাচ্ছে জনপ্রিয় মার্কিন কমেডিয়ান জিমি কিমেলের লেট নাইট শো জিমি কিমেল লাইভ। আজ মঙ্গলবার, ডিজনি মালিকানাধীন টিভি চ্যানেল এবিসিতে দেখা যাবে শোটি। গতকাল সোমবার ডিজনি এ ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
১ ঘণ্টা আগেফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছে। চিঠিতে তারা মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেছে, ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির নিশ্চয়তা দিতে। বিনিময়ে গাজায় আটক রাখা জিম্মিদের অর্ধেককে সঙ্গে সঙ্গে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে হামাস।
৩ ঘণ্টা আগে