ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মভূষণে ভূষিত হয়েছেন টেক জায়ান্ট গুগল ও এর মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক সুন্দর পিচাই তামিলনাড়ুর মাদুরাইয়ে জন্মগ্রহণ করেন। চলতি বছরের শুরুর দিকে এই পদকজয়ী সুন্দর পিচাইসহ ১৭ জনের নাম ঘোষণা করে ভারত সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, বাণিজ্য ও শিল্প বিভাগে সুন্দর পিচাইকে এই পদক দেওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে তাঁর পরিবারের সদস্যর সামনে তাঁর হাতে এই পদক তুলে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধু এই পদক তুলে দেন।
পদক পেয়ে বেশ উচ্ছ্বসিত সুন্দর পিচাই। পদ্মভূষণ পদক পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সুন্দর বলেন, ‘ভারত সব সময়ই আমার অস্তিত্বের একটি অংশ এবং আমি যেখানে যাই সেখানেই ভারতকে সঙ্গে করে নিয়ে যাই।’ তিনি আরও বলেন, ‘আমাকে এই বিশাল সম্মান দেওয়ায় ভারত সরকার এবং ভারতের জনগণের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। যে দেশ আমাকে তৈরি করেছে, সেই দেশ কর্তৃক এভাবে সম্মানিত হওয়া নিঃসন্দেহে দারুণ অর্জন।’
সুন্দর পিচাই তাঁর সাফল্যের পেছনে পরিবারের অবদানের কথা স্বীকার করে বলেন, ‘আমি সৌভাগ্যবান যে, আমি এমন এক পরিবারে বড় হয়েছি, যেখানে কোনো কিছু শেখা এবং জ্ঞানার্জনকে উৎসাহিত করা হয়। আমরা বাবা-মা আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং এ কারণেই আমি আমারে ভেতরের আকাঙ্ক্ষা খুঁজে বের করতে প্রচুর সময় পেয়েছি।’
ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মভূষণে ভূষিত হয়েছেন টেক জায়ান্ট গুগল ও এর মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক সুন্দর পিচাই তামিলনাড়ুর মাদুরাইয়ে জন্মগ্রহণ করেন। চলতি বছরের শুরুর দিকে এই পদকজয়ী সুন্দর পিচাইসহ ১৭ জনের নাম ঘোষণা করে ভারত সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, বাণিজ্য ও শিল্প বিভাগে সুন্দর পিচাইকে এই পদক দেওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে তাঁর পরিবারের সদস্যর সামনে তাঁর হাতে এই পদক তুলে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধু এই পদক তুলে দেন।
পদক পেয়ে বেশ উচ্ছ্বসিত সুন্দর পিচাই। পদ্মভূষণ পদক পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সুন্দর বলেন, ‘ভারত সব সময়ই আমার অস্তিত্বের একটি অংশ এবং আমি যেখানে যাই সেখানেই ভারতকে সঙ্গে করে নিয়ে যাই।’ তিনি আরও বলেন, ‘আমাকে এই বিশাল সম্মান দেওয়ায় ভারত সরকার এবং ভারতের জনগণের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। যে দেশ আমাকে তৈরি করেছে, সেই দেশ কর্তৃক এভাবে সম্মানিত হওয়া নিঃসন্দেহে দারুণ অর্জন।’
সুন্দর পিচাই তাঁর সাফল্যের পেছনে পরিবারের অবদানের কথা স্বীকার করে বলেন, ‘আমি সৌভাগ্যবান যে, আমি এমন এক পরিবারে বড় হয়েছি, যেখানে কোনো কিছু শেখা এবং জ্ঞানার্জনকে উৎসাহিত করা হয়। আমরা বাবা-মা আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং এ কারণেই আমি আমারে ভেতরের আকাঙ্ক্ষা খুঁজে বের করতে প্রচুর সময় পেয়েছি।’
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ (এনএসএবি) পুনর্গঠন করেছে ভারত সরকার। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান অলোক জোশীকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
১৯ মিনিট আগেআজ থেকে ৫০ বছর আগে, ১৯৭৫ সালের ৩০ এপ্রিল কমিউনিস্ট বাহিনীর হাতে দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগনের পতনের মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়েছিল। কিন্তু লাখ লাখ মানুষ আজও সেই যুদ্ধের রাসায়নিক উত্তরাধিকার, এজেন্ট অরেঞ্জের ভয়াবহ পরিণতির সঙ্গে প্রতিদিন লড়াই করছেন।
১ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
২ ঘণ্টা আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৭ ঘণ্টা আগে