ভারতের বারানসিতে আওরঙ্গজেবের আমলের জ্ঞানবাপী মসজিদ নিয়ে উত্তেজনা চলছে। হিন্দু-মুসলিম উত্তেজনা প্রশমনে দেশটির সুপ্রিম কোর্ট এরই মধ্যে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন।
কাকতালীয়ভাবে এই মসজিদ নিয়ে মামলার সঙ্গে অযোধ্যার বাবরি মসজিদের ঘটনার একটি যোগসূত্র রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জ্ঞানবাপী মসজিদ নিয়ে পাল্টাপাল্টি আবেদনের শুনানি করেছেন সুপ্রিম কোর্টের যে দুই বিচারপতি তাঁরা বাবরি মসজিদ মামলার সঙ্গেও যুক্ত ছিলেন।
বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমার সমন্বয়ে গঠিত বেঞ্চ জ্ঞানবাপী মসজিদ সম্পর্কিত পিটিশনের শুনানি করছেন। হিন্দুরা দাবি করছেন, বারানসির ওই মসজিদ কমপ্লেক্সের ভেতরে মন্দিরের কিছু অংশ রয়েছে। সেখানে ওজুখানার পাশের পুকুরে শিবলিঙ্গ পাওয়া গেছে বলেও দাবি করা হচ্ছে। মুসলিমরা বলছেন, সেটি আসলে ঝরনার একটি কাঠামো।
মসজিদের বাইরের দেয়ালে মূর্তিগুলোর পাশাপাশি ‘পুরোনো মন্দির কমপ্লেক্সের মধ্যে দৃশ্যমান এবং অদৃশ্য দেবতাদের’ সামনে প্রতিদিন প্রার্থনা করার অনুমতি চেয়ে স্থানীয় আদালতে আবেদন করেছিলেন পাঁচজন হিন্দু নারী।
বারানসির আদালত অজুখানা ‘সিল’ করে মসজিদ কমপ্লেক্সের ভেতর ভিডিও জরিপের নির্দেশ দেন। এই নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় আঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি।
বারানসি আদালতের নির্দেশন অনুযায়ী, তিনটি গম্বুজ, ভূগর্ভস্থ বেসমেন্ট এবং পুকুরসহ মসজিদ কমপ্লেক্সের ভিডিও জরিপ করা হয়। জরিপে শিবলিঙ্গের অস্তিত্ব পাওয়া গেছে বলে গণমাধ্যমে আসে। এই মূল্যায়ন চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে মসজিদ কমিটি। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, শিবলিঙ্গ (মুসলিমরা বলছেন ঝরনা) বলে যে কাঠামোটিকে দাবি করা হচ্ছে সেই অংশ ঘিরে রাখতে হবে। সেই সঙ্গে মুসলিমদের অবশ্যই মসজিদে বিনা বাধায় নামাজ পড়তে দিতে হবে।
মজার ব্যাপার হলো, ২০১৯ সালে অযোধ্যার বাবরি মসজিদ মামলার রায়ের পর সুপ্রিম কোর্টে এটিই প্রথম মন্দির-মসজিদ দ্বন্দ্ব নিয়ে মামলার শুনানি হচ্ছে এবং উভয় বিচারকেরই রাম মন্দির মামলার সঙ্গে সম্পর্ক রয়েছে।
বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেই পাঁচজন বিচারকের মধ্যে একজন যিনি ২০১৯ সালে ৪০ দিন ধরে অযোধ্যা মন্দির-মসজিদ মামলার শুনানি করেছিলেন। বাবরি মসজিদের স্থানটি রাম মন্দির নির্মাণের জন্য হস্তান্তর এবং একটি বিকল্প মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি দেওয়ার ঐতিহাসিক রায় দানকারী বিচারপতিদের মধ্যে তিনি অন্যতম।
অযোধ্যা মামলায় হিন্দু আবেদনকারীদের পক্ষে সিনিয়র আইনজীবী ছিলেন বর্তমান বিচারপতি পিএস নরসিমা। তিনি রাম মন্দির নিয়ে আদালতে আবেদনকারী রাজেন্দ্র সিংয়ের পক্ষে লড়েছিলেন। এ মামলার মূল আবেদনকারী ছিলেন গোপাল সিং বিশারদ।
গোপাল সিং বিশারদ ১৯৫০ সালে রাম মন্দির নিয়ে প্রথম আদালতে যান। তিনি আবেদন করেন, ভগবান রামের জন্মস্থানে তাঁকে বিনা বাধায় উপাসনা করার অনুমতি দেওয়া উচিত। তিনি ওই স্থানে পরবর্তীতে স্থাপিত রাম মূর্তি অপসারণের ওপর স্থগিতাদেশও চেয়েছিলেন।
পিএস নরসিমা বাবরি মসজিদ মামলার আবেদনকারীদের পক্ষে লড়েছিলেন। ২০২১ সালের ৩১ আগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ পান।
যোগ্যতার হিসাবে বিচারপতি চন্দ্রচূড় এবং বিচারপতি নরসিমা দুজনেই প্রধান বিচারপতি হওয়ার পথে। বিচারপতি চন্দ্রচূড় চলতি বছরের শেষ দিকে প্রধান বিচারপতি হবেন। দুই বছর মেয়াদে আদালতের শীর্ষ পদে আসবেন তিনি। আর ২০২৭ সালে প্রধান বিচারপতি হবেন বিচারপতি নরসিমা।
ভারতের বারানসিতে আওরঙ্গজেবের আমলের জ্ঞানবাপী মসজিদ নিয়ে উত্তেজনা চলছে। হিন্দু-মুসলিম উত্তেজনা প্রশমনে দেশটির সুপ্রিম কোর্ট এরই মধ্যে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন।
কাকতালীয়ভাবে এই মসজিদ নিয়ে মামলার সঙ্গে অযোধ্যার বাবরি মসজিদের ঘটনার একটি যোগসূত্র রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জ্ঞানবাপী মসজিদ নিয়ে পাল্টাপাল্টি আবেদনের শুনানি করেছেন সুপ্রিম কোর্টের যে দুই বিচারপতি তাঁরা বাবরি মসজিদ মামলার সঙ্গেও যুক্ত ছিলেন।
বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমার সমন্বয়ে গঠিত বেঞ্চ জ্ঞানবাপী মসজিদ সম্পর্কিত পিটিশনের শুনানি করছেন। হিন্দুরা দাবি করছেন, বারানসির ওই মসজিদ কমপ্লেক্সের ভেতরে মন্দিরের কিছু অংশ রয়েছে। সেখানে ওজুখানার পাশের পুকুরে শিবলিঙ্গ পাওয়া গেছে বলেও দাবি করা হচ্ছে। মুসলিমরা বলছেন, সেটি আসলে ঝরনার একটি কাঠামো।
মসজিদের বাইরের দেয়ালে মূর্তিগুলোর পাশাপাশি ‘পুরোনো মন্দির কমপ্লেক্সের মধ্যে দৃশ্যমান এবং অদৃশ্য দেবতাদের’ সামনে প্রতিদিন প্রার্থনা করার অনুমতি চেয়ে স্থানীয় আদালতে আবেদন করেছিলেন পাঁচজন হিন্দু নারী।
বারানসির আদালত অজুখানা ‘সিল’ করে মসজিদ কমপ্লেক্সের ভেতর ভিডিও জরিপের নির্দেশ দেন। এই নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় আঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি।
বারানসি আদালতের নির্দেশন অনুযায়ী, তিনটি গম্বুজ, ভূগর্ভস্থ বেসমেন্ট এবং পুকুরসহ মসজিদ কমপ্লেক্সের ভিডিও জরিপ করা হয়। জরিপে শিবলিঙ্গের অস্তিত্ব পাওয়া গেছে বলে গণমাধ্যমে আসে। এই মূল্যায়ন চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে মসজিদ কমিটি। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, শিবলিঙ্গ (মুসলিমরা বলছেন ঝরনা) বলে যে কাঠামোটিকে দাবি করা হচ্ছে সেই অংশ ঘিরে রাখতে হবে। সেই সঙ্গে মুসলিমদের অবশ্যই মসজিদে বিনা বাধায় নামাজ পড়তে দিতে হবে।
মজার ব্যাপার হলো, ২০১৯ সালে অযোধ্যার বাবরি মসজিদ মামলার রায়ের পর সুপ্রিম কোর্টে এটিই প্রথম মন্দির-মসজিদ দ্বন্দ্ব নিয়ে মামলার শুনানি হচ্ছে এবং উভয় বিচারকেরই রাম মন্দির মামলার সঙ্গে সম্পর্ক রয়েছে।
বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেই পাঁচজন বিচারকের মধ্যে একজন যিনি ২০১৯ সালে ৪০ দিন ধরে অযোধ্যা মন্দির-মসজিদ মামলার শুনানি করেছিলেন। বাবরি মসজিদের স্থানটি রাম মন্দির নির্মাণের জন্য হস্তান্তর এবং একটি বিকল্প মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি দেওয়ার ঐতিহাসিক রায় দানকারী বিচারপতিদের মধ্যে তিনি অন্যতম।
অযোধ্যা মামলায় হিন্দু আবেদনকারীদের পক্ষে সিনিয়র আইনজীবী ছিলেন বর্তমান বিচারপতি পিএস নরসিমা। তিনি রাম মন্দির নিয়ে আদালতে আবেদনকারী রাজেন্দ্র সিংয়ের পক্ষে লড়েছিলেন। এ মামলার মূল আবেদনকারী ছিলেন গোপাল সিং বিশারদ।
গোপাল সিং বিশারদ ১৯৫০ সালে রাম মন্দির নিয়ে প্রথম আদালতে যান। তিনি আবেদন করেন, ভগবান রামের জন্মস্থানে তাঁকে বিনা বাধায় উপাসনা করার অনুমতি দেওয়া উচিত। তিনি ওই স্থানে পরবর্তীতে স্থাপিত রাম মূর্তি অপসারণের ওপর স্থগিতাদেশও চেয়েছিলেন।
পিএস নরসিমা বাবরি মসজিদ মামলার আবেদনকারীদের পক্ষে লড়েছিলেন। ২০২১ সালের ৩১ আগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ পান।
যোগ্যতার হিসাবে বিচারপতি চন্দ্রচূড় এবং বিচারপতি নরসিমা দুজনেই প্রধান বিচারপতি হওয়ার পথে। বিচারপতি চন্দ্রচূড় চলতি বছরের শেষ দিকে প্রধান বিচারপতি হবেন। দুই বছর মেয়াদে আদালতের শীর্ষ পদে আসবেন তিনি। আর ২০২৭ সালে প্রধান বিচারপতি হবেন বিচারপতি নরসিমা।
ইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় শ্রমিক দেশটিতে গেছে। এমনটাই জানিয়েছে ভারত সরকার জানিয়েছে। গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যেই এ খবর প্রকাশ্যে এল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ার সময় ভারতের গুরুত্বপ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পিটসবার্গের কাছে ইউএস স্টিলের ক্লেয়ারটন কারখানায় এ বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
১ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য শান্তি স্থাপন ও মানবিক সহায়তা পৌঁছে দিতে মালয়েশিয়া, বাংলাদেশ ও আঞ্চলিক কয়েকটি দেশ যৌথভাবে একটি প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে। আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। খবর সিঙ্গাপুরভিত্তিক
১ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকারকে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে দেবে না স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গোষ্ঠীটি জানিয়েছে, মিয়ানমারের পশ্চিমাঞ্চলে অবস্থিত বাংলাদেশ সংলগ্ন এই রাজ্যটিতে নিজেদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় নির্বাচনের কোনো স্বীকৃতি তারা
২ ঘণ্টা আগে