Ajker Patrika

মোদির জন্মদিনে আড়াই কোটি টিকা দেওয়ার বিশ্ব রেকর্ড ভারতের

মোদির জন্মদিনে আড়াই কোটি টিকা দেওয়ার বিশ্ব রেকর্ড ভারতের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন উপলক্ষে শুক্রবার একদিনে ভারতজুড়ে আড়াই কোটির বেশি ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। এর মাধ্যমে একদিনে টিকা দেওয়ার বিশ্ব রেকর্ড গড়েছে দেশটি। স্থানীয় সময় রাত ১১টা ৫৮ মিনিটে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া একটি টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। 

টুইট বার্তায় ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটি একটি ঐতিহাসিক সংখ্যা।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি টুইট বার্তায় বলেন, প্রতিটি ভারতীয় আজকের রেকর্ড টিকা সংখ্যার জন্য গর্বিত হবে। 
একদিনে টিকা দেওয়ার বিশ্ব রেকর্ডটি ছিল এত দিন চীনের দখলে। গত জুনে চীন একদিন দুই কোটি ৪৭ লাখ টিকা দিয়েছিল। 

এই বিশ্ব রেকর্ডের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও ভারতকে অভিনন্দন জানানো হয়েছে। মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা ও সমর্পণ অভিযান’ নামে ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ২০ দিনব্যাপী একটি কর্মসূচি হাতে নেয় বিজেপি। এ জন্য প্রায় ৮ লাখ স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, ২০০১ সালের ৭ অক্টোবর প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে গণ টিকা কর্মসূচির প্রথম ৮৫ দিনে ১০ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। পরের ৪৫ দিনের মধ্যে ২০ কোটি ও পরের ২৯ দিনের মধ্যে ৩০ কোটি টিকা পেয়েছেন ভারতের বাসিন্দারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত