অনলাইন ডেস্ক
প্রয়োজনে পাকিস্তানের আরও ভেতরে ঢুকে হামলা চালানোর হুমকি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, আবার যদি পেহেলগাম হামলার মতো বর্বর ঘটনা ঘটে, তবে সন্ত্রাসী সংগঠন ও তাদের নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পাকিস্তানের গভীরে ঢুকে হামলা চালাবে ভারত। ইউরোপ সফররত জয়শঙ্কর সোমবার পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।
সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘তারা যদি এমন বর্বরতা চালাতে থাকে, তাহলে অবশ্যই প্রতিশোধ নেওয়া হবে। আর সেই প্রতিশোধ হবে সন্ত্রাসী সংগঠন ও তাদের নেতৃত্বের বিরুদ্ধে। আমরা তখন দেখব না, তারা কোথায় আছে—যদি তারা পাকিস্তানের গভীরে থাকে, আমরা সেখানেও যাব।’
গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে কাশ্মীর ইস্যু। ওই হামলায় ২৫ পর্যটক ও একজন স্থানীয় গাইড নিহত হন। একটি সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করলেও পরে তারা অস্বীকার করে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে; ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে। এর পর থেকে দেশ দুটি একের পর এক পদক্ষেপ নিতে শুরু করে। প্রথমে এটি কূটনৈতিক পর্যায়ে থাকলেও দ্রুত সামরিক সংঘাতের দিকে মোড় নেয়।
পেহেলগাম হামলার জেরে ৬-৭ মে রাতে অপারেশন সিঁদুর নামে একটি অভিযান পরিচালনা করে ভারত। পরদিন ৭ মে রাতে ভারতের হামলার জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। ভারতের দাবি, এই অভিযানে তারা পাকিস্তান ও পাকিস্তান-অধ্যুষিত আজাদ কাশ্মীরের ভেতরে ৯টি সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে হামলা চালায়, যার মধ্যে লস্কর-ই-তাইয়েবার সদর দপ্তরও ছিল।
ভারত-পাকিস্তান সীমান্তে চলমান চার দিনের সংঘাত যখন ভয়াবহ মোড় নিচ্ছিল, তখন আকস্মিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০ মে ঘোষণা দেন, পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতির পরই উভয় পক্ষের মধ্যে সংঘাত বন্ধ হয়।
তবে জয়শঙ্কর বলেন, সংঘর্ষ বন্ধ হলেও মূল সমস্যা রয়ে গেছে। তাঁর ভাষায়, পাকিস্তান এমন একটি দেশ, যারা রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদকে ব্যবহার করে। তিনি অভিযোগ করেন, পাকিস্তান প্রকাশ্যেই হাজার হাজার সন্ত্রাসীকে প্রশিক্ষণ দিচ্ছে এবং তাদের ভারতমুখী করছে। ভারত কখনোই এটা মেনে নেবে না।
জয়শঙ্কর দাবি করেন, ভারতের রাফাল যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের আটটি প্রধান বিমানঘাঁটি অকার্যকর হয়ে পড়েছিল। এ কারণে পাকিস্তান যুদ্ধবিরতির প্রস্তাব দিতে বাধ্য হয়। তিনি বলেন, ‘১০ মে সকালে আমরা পাকিস্তানের আটটি প্রধান বিমানঘাঁটিতে হামলা চালাই, তারপরই যুদ্ধ থেমে যায়। গুগল ইমেজেও সেসব বিধ্বস্ত রানওয়ে ও হ্যাঙ্গারের ছবি পাওয়া যাবে।’
পেহেলগাম হামলার পর ৩৩টি দেশে সাতটি বহুদলীয় প্রতিনিধিদল পাঠিয়েছে ভারত, যাতে বিশ্বের কাছে পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নিজদের অবস্থান তুলে ধরা যায়। এদিকে ইউরোপ সফরের অংশ হিসেবে জয়শঙ্কর ইউরোপীয় ইউনিয়ন, বেলজিয়াম ও ফ্রান্সের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। এ সময় তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ‘জিরো টলারেন্স নীতি’র কথাও পুনর্ব্যক্ত করবেন বলে জানা গেছে।
প্রয়োজনে পাকিস্তানের আরও ভেতরে ঢুকে হামলা চালানোর হুমকি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, আবার যদি পেহেলগাম হামলার মতো বর্বর ঘটনা ঘটে, তবে সন্ত্রাসী সংগঠন ও তাদের নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পাকিস্তানের গভীরে ঢুকে হামলা চালাবে ভারত। ইউরোপ সফররত জয়শঙ্কর সোমবার পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।
সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘তারা যদি এমন বর্বরতা চালাতে থাকে, তাহলে অবশ্যই প্রতিশোধ নেওয়া হবে। আর সেই প্রতিশোধ হবে সন্ত্রাসী সংগঠন ও তাদের নেতৃত্বের বিরুদ্ধে। আমরা তখন দেখব না, তারা কোথায় আছে—যদি তারা পাকিস্তানের গভীরে থাকে, আমরা সেখানেও যাব।’
গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে কাশ্মীর ইস্যু। ওই হামলায় ২৫ পর্যটক ও একজন স্থানীয় গাইড নিহত হন। একটি সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করলেও পরে তারা অস্বীকার করে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে; ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে। এর পর থেকে দেশ দুটি একের পর এক পদক্ষেপ নিতে শুরু করে। প্রথমে এটি কূটনৈতিক পর্যায়ে থাকলেও দ্রুত সামরিক সংঘাতের দিকে মোড় নেয়।
পেহেলগাম হামলার জেরে ৬-৭ মে রাতে অপারেশন সিঁদুর নামে একটি অভিযান পরিচালনা করে ভারত। পরদিন ৭ মে রাতে ভারতের হামলার জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। ভারতের দাবি, এই অভিযানে তারা পাকিস্তান ও পাকিস্তান-অধ্যুষিত আজাদ কাশ্মীরের ভেতরে ৯টি সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে হামলা চালায়, যার মধ্যে লস্কর-ই-তাইয়েবার সদর দপ্তরও ছিল।
ভারত-পাকিস্তান সীমান্তে চলমান চার দিনের সংঘাত যখন ভয়াবহ মোড় নিচ্ছিল, তখন আকস্মিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০ মে ঘোষণা দেন, পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতির পরই উভয় পক্ষের মধ্যে সংঘাত বন্ধ হয়।
তবে জয়শঙ্কর বলেন, সংঘর্ষ বন্ধ হলেও মূল সমস্যা রয়ে গেছে। তাঁর ভাষায়, পাকিস্তান এমন একটি দেশ, যারা রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদকে ব্যবহার করে। তিনি অভিযোগ করেন, পাকিস্তান প্রকাশ্যেই হাজার হাজার সন্ত্রাসীকে প্রশিক্ষণ দিচ্ছে এবং তাদের ভারতমুখী করছে। ভারত কখনোই এটা মেনে নেবে না।
জয়শঙ্কর দাবি করেন, ভারতের রাফাল যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের আটটি প্রধান বিমানঘাঁটি অকার্যকর হয়ে পড়েছিল। এ কারণে পাকিস্তান যুদ্ধবিরতির প্রস্তাব দিতে বাধ্য হয়। তিনি বলেন, ‘১০ মে সকালে আমরা পাকিস্তানের আটটি প্রধান বিমানঘাঁটিতে হামলা চালাই, তারপরই যুদ্ধ থেমে যায়। গুগল ইমেজেও সেসব বিধ্বস্ত রানওয়ে ও হ্যাঙ্গারের ছবি পাওয়া যাবে।’
পেহেলগাম হামলার পর ৩৩টি দেশে সাতটি বহুদলীয় প্রতিনিধিদল পাঠিয়েছে ভারত, যাতে বিশ্বের কাছে পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নিজদের অবস্থান তুলে ধরা যায়। এদিকে ইউরোপ সফরের অংশ হিসেবে জয়শঙ্কর ইউরোপীয় ইউনিয়ন, বেলজিয়াম ও ফ্রান্সের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। এ সময় তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ‘জিরো টলারেন্স নীতি’র কথাও পুনর্ব্যক্ত করবেন বলে জানা গেছে।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাঁকে আটক করা হয়।
৬ মিনিট আগেছিন্নমূল মানুষদের ওয়াশিংটন ডিসি থেকে ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরের অপরাধ দমন করার অঙ্গীকার পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। গতকাল রোববার এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা আপনাদের থাকার জায়গা দেব, তবে রাজধানী থেকে অনেক দূরে।’
৩৩ মিনিট আগেআফগানিস্তানে জাতিসংঘের নারী কর্মীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোববার আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। ওই প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর মে মাসে...
৪০ মিনিট আগেভারতে রাখি বন্ধন উদ্যাপনের পর বোনকে হত্যা করেছে অরবিন্দ নামের এক যুবক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বোনের প্রেমের সম্পর্ক মানতে না পেরে তাকে হত্যা করেছে ২৫ বছর বয়সী ওই যুবক। উত্তর প্রদেশের ঝাঁসি জেলার গারউথা এলাকায় এই ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে