Ajker Patrika

ভয়াবহ বন্যার কবলে ভারতের হিমাচল, রাজ্যজুড়ে সতর্কতা জারি

অনলাইন ডেস্ক
ভয়াবহ বন্যার কবলে ভারতের হিমাচল
ভয়াবহ বন্যার কবলে ভারতের হিমাচল

ভয়াবহ বন্যার কবলে ভারতের হিমাচল প্রদেশ। কয়েক দিনের ভারী বৃষ্টিতে তৈরি হয়েছে এ বন্যা পরিস্থিতি। সবশেষ পাওয়া খবর পর্যন্ত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৯ জন। তবে, এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রবল বন্যায় প্লাবিত হয়েছে বাড়ি-ঘর, রাস্তাঘাট, হাসপাতালসহ বহু স্থাপনা। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু অবকাঠামো, ভেঙে গেছে রাস্তাঘাট। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা। ফলে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। ভারী বর্ষণে কিছু কিছু এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে বন্ধ কিতারপুর-মানালি জাতীয় সড়ক। যার প্রভাব পড়েছে যান চলাচলে। পরিস্থিতি এতই ভয়াবহ যে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

এদিকে, রাজ্যের বিপাশা নদীর জলস্তরও বিপৎসীমার ওপর দিয়ে বইছে বলে জানা গেছে। ফলে, পান্ডোহ এবং লারজি বাঁধ থেকে জল ছাড়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লারজি ও দাহর জলবিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন আপাতত বন্ধ রাখা হয়েছে।

খুব শিগগিরই বন্যা পরিস্থিতির উন্নতি হবে না বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত কমার কোনো সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। নিচু জায়গার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিকূল আবহাওয়া ও ভাঙা রাস্তাঘাট উপেক্ষা করেই চলছে উদ্ধার তৎপরতা। প্রশাসন এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী ‘যুদ্ধকালীন তৎপরতায়’ উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কিছু সংবাদমাধ্যম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

দুদকের আতশ কাচের নিচে ছয় সাবেক মুখ্য সচিব

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

গায়ের জোরে পদ্মা সেতুর দুর্নীতি মামলা বসিয়ে দেওয়া হয়: দুদক চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত