Ajker Patrika

ইউক্রেনে অর্থ ও সামরিক সহায়তা বাড়াবে ইইউ

ইউক্রেনে অর্থ ও সামরিক সহায়তা বাড়াবে ইইউ

ইউক্রেনকে সহায়তা দিতে অর্থ ও সমরাস্ত্র সরবরাহ বাড়াবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার জার্মান অর্থমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের বৈঠকের আগে এ কথা বলেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেয়ারবক বলেন, ‘আমরা সমরাস্ত্র ক্রয়ের জন্য ব্যয়ের পরিমাণ বাড়িয়ে এক বিলিয়ন ইউরো করব এটি স্পষ্ট করার জন্য যে—আমরা ইউক্রেনের পক্ষে পূর্ণ সংহতির সঙ্গে দাঁড়িয়েছি, ইউক্রেনের বেসামরিক জনগণের সুরক্ষার জন্য দাঁড়িয়েছি।’ 

ইউরোপের নিরাপত্তা ইস্যুতে বিস্তারিত কোনো মন্তব্য না করে অ্যানালেনা বেয়ারবক বলেন জার্মানি নিশ্চিত করবে যে—যত দ্রুত সম্ভব জার্মান উৎপাদকদের কাছ থেকে (ইউক্রেনে) অস্ত্র বিক্রি করা হবে। ইউক্রেনের আরও অস্ত্রের প্রয়োজন।’ 

বেয়ারবক আরও বলেন, ‘আমরা এমন একটি যুদ্ধে রয়েছি যা আমাদের জন্য জীবন-মরণ প্রশ্ন। তাই কোন অস্ত্র কোথায় সরবরাহ করা হবে সে বিষয়ে সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আমরা অনুভব করছি যে রাশিয়ার সরকার পারমাণবিক অস্ত্রের পাশাপাশি ন্যাটোর বিরুদ্ধে বৈরী মনোভাবও বাড়িয়ে চলেছে।’ 

ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই অন্য দেশে ছড়িয়ে পড়া যুদ্ধ প্রতিরোধ করতে হবে উল্লেখ করে বেয়ারবক বলেন, ‘ইউক্রেনের নাগরিকদের প্রতি আমাদের দায়িত্ব আছে কিন্তু আমাদের দায়বদ্ধতা রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোভুক্ত দেশগুলোর ৪৫ কোটি নাগরিকের প্রতিও। আমরা যদি দায়িত্ব নিতে না পারি তবে অন্যান্য দেশে আরও যুদ্ধের ঘটনা ঘটবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত