Ajker Patrika

নেদারল্যান্ডসের জাদুঘরে ৫ কোটি ইউরো মূল্যের চিত্রকর্ম নষ্ট করল শিশু

অনলাইন ডেস্ক
অনেক দামি একটি চিত্রকর্মের প্রায় অর্ধেক নষ্ট করে ফেলেছে এক শিশু। ছবি: সংগৃহীত
অনেক দামি একটি চিত্রকর্মের প্রায় অর্ধেক নষ্ট করে ফেলেছে এক শিশু। ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের রটারডামে একটি জাদুঘরে আমেরিকান শিল্পী মার্ক রথকোর আঁকা একটি চিত্রকর্ম নষ্ট করেছে এক শিশু। চিত্রকর্মটির বর্তমান মূল্য কয়েকটি কোটা পাউন্ড!

মিউজিয়াম বোইজমন্স ভ্যান বিউনিংগেনের একজন মুখপাত্র জানিয়েছেন, রথকোর ‘গ্রে, অরেঞ্জ অন মেরুন, নং ৮’ চিত্রকর্মটি পুনরুদ্ধারের জন্য পরবর্তী পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে।

গত সপ্তাহে ডাচ গণমাধ্যম অ্যালগেমিন ডাগব্লাডকে (এডি) জাদুঘরের এক মুখপাত্র জানান, ‘অসাবধানতাবশত’ এই ক্ষতি হয়েছে।

জাদুঘরের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, ক্ষতি হয়েছে ওপরের অংশে। চিত্রকর্মের নিচের অংশে বার্নিশবিহীন রঙের স্তরে ছোট আঁচড় দেখা যাচ্ছে।

সংবাদমাধ্যম এডি–র মতে, বিমূর্ত এই চিত্রকর্মটির আনুমানিক মূল্য ৫ কোটি ইউরো (৪ কোটি ২৫ লাখ পাউন্ড) পর্যন্ত হতে পারে।

জাদুঘরের মুখপাত্র বিবিসিকে বলেন, নেদারল্যান্ডস এবং বিদেশে সংরক্ষণ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে। আমরা বর্তমানে চিত্রকর্মটির পুনরুদ্ধারের জন্য পরবর্তী পদক্ষেপ নিয়ে গবেষণা করছি।

তিনি আরও যোগ করেন, আমরা আশা করছি, শিগগিরই চিত্রকর্মটি আবার প্রদর্শন করা সম্ভব হবে।

ফাইন আর্ট রেস্টোরেশন কোম্পানির সংরক্ষণ ব্যবস্থাপক সোফি ম্যাকঅ্যালোন বলেছেন, রথকোর ‘গ্রে, অরেঞ্জ অন মেরুন, নং ৮ ’–এর মতো ‘আধুনিক বার্নিশবিহীন" চিত্রকর্মগুলো বিশেষভাবে ক্ষতির ঝুঁকিতে থাকে। এ ধরনের চিত্রকর্মে সামান্যতম ক্ষতিও চোখে পড়ে।

রথকোর এই চিত্রকর্মটি জাদুঘরের প্রধান ভবনের পাশে জনসাধারণের জন্য উন্মুক্ত একটি স্টোরেজ ফ্যাসিলিটিতে প্রদর্শনীর জন্য ঝোলানো হয়েছিল।

২০১২ সালের অক্টোবরে লন্ডনের টেট মডার্ন গ্যালারিতে রথকোর ১৯৫৮ সালের কাজ ‘ব্ল্যাক অন মেরুন’ ইচ্ছাকৃতভাবে ভাঙচুর করেছিলেন ভ্লাদিমির উমানেক নামে এক ব্যক্তি। পরে তাঁকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তীতে তিনি অবশ্য ক্ষমাও চেয়েছিলেন।

বিচার চলাকালীন, প্রসিকিউটিং ব্যারিস্টার গ্রেগর ম্যাককিনলে বলেছিলেন, চিত্রকর্মটি ঠিকঠাক করতে প্রায় ২ লাখ পাউন্ড খরচ হবে। সংরক্ষণকারীদের চিত্রকর্মটি ঠিক করতে ১৮ মাস লেগেছিল!

অবশ্য এ ধরনের চিত্রকর্মের জন্য বিমা করা থাকে। ফলে ক্ষতিগ্রস্ত চিত্রকর্ম ঠিক করার খরচ সংশ্লিষ্ট বিমা কোম্পানিই দেয়।

এদিকে জাদুঘর কর্তৃপক্ষ ১৯৬০ সালের ওই চিত্রকর্মটির ক্ষতির জন্য কাকে দায়ী করবে সে বিষয়ে কোনো মন্তব্য করেনি। গ্যালারিটি ১৯৭০–এর দশকে চিত্রকর্মটি কিনেছিল বলে জানা গেছে।

মিউজিয়াম বোইজমন্স ভ্যান বিউনিংগেন এর আগে প্রদর্শিত শিল্পকর্মের ক্ষতি করার কারণে দর্শকদের কাছ থেকে টাকা আদায় করেছে। ২০১১ সালে জাদুঘর উইম টি. শিপার্সের ‘পিন্ডাকাসভ্লুর’ নামে একটি চিত্রকর্মে পা রাখা এক পর্যটককে সেটি সংস্কার করার পুরো অর্থ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

২০২৪ সালের নভেম্বরে, ওস্টারউইক শহরের এমপিভি আর্ট গ্যালারিতে ডাকাতির চেষ্টার সময় মার্কিন পপ শিল্পী অ্যান্ডি ওয়ারহোলের একাধিক স্ক্রিন প্রিন্ট ক্ষতিগ্রস্ত করেছিল একদল চোর।

অন্য একটি ঘটনায়, একটি ডাচ টাউন হল গত বছর সংস্কার কাজের সময় সাবেক ডাচ রানির অ্যান্ডি ওয়ারহোলের প্রিন্টসহ ৪৬টি শিল্পকর্ম দুর্ঘটনাক্রমে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে।

অবশ্য শিশুদের দ্বারা ক্ষতি হলে সে ক্ষেত্রে জাদুঘরগুলোর বিভিন্ন নীতি রয়েছে।

গত বছরের আগস্টে ইসরায়েলের হেক্ট মিউজিয়ামে চার বছর বয়সী এক বালক দুর্ঘটনাক্রমে ৩ হাজার ৫০০ বছরের পুরোনো একটি জার ভেঙে টুকরো টুকরো করে ফেলে।

তৎকালীন হেক্ট মিউজিয়ামের কর্মী লিহি লাজলো বিবিসিকে বলেছিলেন, জাদুঘর এই ঘটনাটিকে ‘গুরুত্বের সঙ্গে’ দেখবে না কারণ, ‘জারটি একটি ছোট শিশুর দ্বারা দুর্ঘটনাক্রমে ক্ষতিগ্রস্ত হয়েছে’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত