Ajker Patrika

বুচার গণকবর খনন শুরু করেছে ইউক্রেন 

বুচার গণকবর খনন শুরু করেছে ইউক্রেন 

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বুচা শহরের একটি গণকবর খনন শুরু করেছে ইউক্রেনের তদন্ত দল। গতকাল শুক্রবার এটি খনন শুরু হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এর আগে ইউক্রেন পুলিশ জানিয়েছিল, বুচা শহর হত্যাকাণ্ড চালানোর জন্য রুশ বাহিনীর বিরুদ্ধ যুদ্ধ অপরাধের মামলা করা হবে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়, গণকবরটি একটি সোনার গম্বুজযুক্ত গির্জার পেছনে কাদার মধ্যে ছিল। এটি ইউক্রেনীয়রা তাদের প্রতিবেশীদের কবর দেওয়ার জন্য ব্যবহার করেছিল। ইউক্রেন সরকারের দাবি, রুশ বাহিনী ২৬ ফেব্রুয়ারি ওই শহরে আসার পরে বেসামরিক জনগণকে হত্যা করা শুরু করে। 

কিয়েভের আঞ্চলিক পুলিশ প্রধান অ্যান্ড্রি নিবিতভ বলেন, কবরটিতে ৪০টি মরদেহ পাওয়া গেছে। এদের মধ্যে ২ জন সেনা সদস্য ছিলেন। 

তিনি জানান, মৃতদেহগুলোতে বন্দুকের গুলির ক্ষত রয়েছে। তা থেকে মনে হচ্ছে তাদেরকে সেনারা সরাসরি গুলি করেছে। 

 অ্যান্ড্রি নিবিটভ বলেন, এই ঘটনাগুলোকে আমি যুদ্ধাপরাধ হিসেবে সংজ্ঞায়িত করতে পারি। আন্তর্জাতিক আইনে যেকোনো ধরনের সামরিক সংঘাতের সময় বেসামরিক নাগরিকদের হত্যাকে যুদ্ধাপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। আদালতের তদন্তের জন্য এই দেহগুলো বের করা হবে, তাদের ফরেনসিক মেডিকেল পরীক্ষা এবং ময়নাতদন্ত করা হবে। 

 ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী শহর বুচা। ইউক্রেন-রাশিয়া সংকটে কয়েকদিন ধরে ঘুরেফিরে এ শহরটির নামই বারবার উঠে আসছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর কয়েক দিনের মধ্যেই এখানে পৌঁছে যায় রুশ বাহিনী। পাঁচ সপ্তাহ তুমুল লড়াইয়ের পর বুচা ছাড়ে রাশিয়ান সেনারা। এর কয়েক দিন পরই তাদের বিরুদ্ধে বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ আনে ইউক্রেন। তবে ক্রেমলিন এই অভিযোগ অস্বীকার করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত