ইউরোপের দেশ সুইজারল্যান্ডে গলে যাওয়া একটি হিমবাহ থেকে মিলেছে ৩৭ বছর আগে নিখোঁজ হওয়া এক পর্যটকের দেহাবশেষ। দেশটির ম্যাটারহর্ন পর্বতমালার নিকটবর্তী একটি গলন্ত হিমবাহ থেকে ওই জার্মান পর্যটকের দেহাবশেষ উদ্ধার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জার্মান ওই পর্যটকের দেহাবশেষ আবিষ্কার একটি বিষয় আবারও সামনে এনেছে যে, ইউরোপের আলপাইন গ্লেসিয়ার বা হিমবাহ আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি দ্রুত গলছে। এবং বিজ্ঞানীরা হিমবাহের এই দ্রুত গলনের পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবকেই দায়ী করছেন।
চলতি মাসের শুরুর দিকে সুইজারল্যান্ডের জারমাত পৌরসভার ঠিক ওপরে অবস্থিত থিওডুল হিমবাহ থেকে ওই জার্মান পর্যটকের দেহাবশেষ উদ্ধার করা হয়। তিনি ১৯৮৬ সালের কোনো এক সময় এই হিমবাহে স্কি করতে এসে নিখোঁজ হয়েছিলেন। একদল পর্যটক প্রথমে তাঁর হাইকিং বুট (পর্বতারোহণের জন্য নির্ধারিত বিশেষ জুতা) দেখতে পান। পরে জুতার কাছে গিয়ে তাঁরা ওই পর্যটকের দেহাবশেষও দেখতে পান।
আজ থেকে ৩৭ বছর আগে নিখোঁজ হওয়া সেই জার্মান পর্যটকের খোঁজে সেই সময় বিরাট আকারের উদ্ধার অভিযান চালানো হয়েছিল। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয় এবং তিনি সেই থেকে ৩৭ বছর নিখোঁজ ছিলেন। সুইস পুলিশ ওই ব্যক্তির নাম জানাতে পারেনি তবে তাঁরা জানিয়েছে, যখন ওই ব্যক্তি নিখোঁজ হন তখন তাঁর বয়স ছিল ৩৮ বছর।
থিওডুল হিমবাহটি আল্পসের দীর্ঘ এলাকাজুড়ে অবস্থিত। গত কয়েক বছরে এটি অনেকটাই আয়তন হারিয়েছে।
ইউরোপের দেশ সুইজারল্যান্ডে গলে যাওয়া একটি হিমবাহ থেকে মিলেছে ৩৭ বছর আগে নিখোঁজ হওয়া এক পর্যটকের দেহাবশেষ। দেশটির ম্যাটারহর্ন পর্বতমালার নিকটবর্তী একটি গলন্ত হিমবাহ থেকে ওই জার্মান পর্যটকের দেহাবশেষ উদ্ধার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জার্মান ওই পর্যটকের দেহাবশেষ আবিষ্কার একটি বিষয় আবারও সামনে এনেছে যে, ইউরোপের আলপাইন গ্লেসিয়ার বা হিমবাহ আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি দ্রুত গলছে। এবং বিজ্ঞানীরা হিমবাহের এই দ্রুত গলনের পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবকেই দায়ী করছেন।
চলতি মাসের শুরুর দিকে সুইজারল্যান্ডের জারমাত পৌরসভার ঠিক ওপরে অবস্থিত থিওডুল হিমবাহ থেকে ওই জার্মান পর্যটকের দেহাবশেষ উদ্ধার করা হয়। তিনি ১৯৮৬ সালের কোনো এক সময় এই হিমবাহে স্কি করতে এসে নিখোঁজ হয়েছিলেন। একদল পর্যটক প্রথমে তাঁর হাইকিং বুট (পর্বতারোহণের জন্য নির্ধারিত বিশেষ জুতা) দেখতে পান। পরে জুতার কাছে গিয়ে তাঁরা ওই পর্যটকের দেহাবশেষও দেখতে পান।
আজ থেকে ৩৭ বছর আগে নিখোঁজ হওয়া সেই জার্মান পর্যটকের খোঁজে সেই সময় বিরাট আকারের উদ্ধার অভিযান চালানো হয়েছিল। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয় এবং তিনি সেই থেকে ৩৭ বছর নিখোঁজ ছিলেন। সুইস পুলিশ ওই ব্যক্তির নাম জানাতে পারেনি তবে তাঁরা জানিয়েছে, যখন ওই ব্যক্তি নিখোঁজ হন তখন তাঁর বয়স ছিল ৩৮ বছর।
থিওডুল হিমবাহটি আল্পসের দীর্ঘ এলাকাজুড়ে অবস্থিত। গত কয়েক বছরে এটি অনেকটাই আয়তন হারিয়েছে।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
১ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
২ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে