যুক্তরাজ্যে গত মাসে নিখোঁজ হওয়া ভারতীয় শিক্ষার্থীর মিলল লন্ডনের টেমস নদীতে। গত সেপ্টেম্বরে ২৩ বছর বয়সী মিতকুমার পাতিল উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যে পাড়ি জমান। গত ১৭ নভেম্বর তিনি নিখোঁজ হন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ২১ নভেম্বর পূর্ব লন্ডনের ক্যানারি ওয়ার্ফ এলাকার কাছে টেমস নদীতে মেট্রোপলিটন পুলিশ মিতকুমারের মৃতদেহ খুঁজে পায়। পরবর্তীতে প্যারামেডিকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মেট্রোপলিটন পুলিশ বলছে, এই মৃত্যুকে ঘিরে কোনো সন্দেহ তাঁরা করছে না।
এ ঘটনায় মিতকুমারে আত্মীয় পার্থ পাতিল ‘গো ফান্ড মি’ ওয়েবসাইটে তহবিল সংগ্রহের আয়োজন করেন। গত এক সপ্তাহে এতে প্রায় ৪ হাজার ৫০০ পাউন্ড জমা হয়। ওয়েবসাইটে বলা হয়, ‘মিতকুমার পাতিল একজন ২৩ বছর বয়সী তরুণ। তিনি ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে এসেছিলেন।’
এতে আরও বলা হয়, ‘তিনি একটি সাধারণ কৃষক পরিবার থেকে এসেছিলেন এবং গ্রামেই তাঁর বেড়ে ওঠা। সে ২০২৩ সালের ১৭ নভেম্বর থেকে নিখোঁজ হয়ে যায়। গত ২১ নভেম্বর ক্যানারি ওয়ার্ফে পানিতে পুলিশ তাঁর মৃতদেহ খুঁজে পায়। আমরা ভারতে তাঁর পরিবারকে সহায়তা করতে এবং লাশ দেশে পাঠানোর জন্য তহবিল সংগ্রহ করছি।’
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইভিনিং স্ট্যান্ডার্ড অনুসারে, গত ২০ নভেম্বর মিতকুমারের শেফিল্ড হাল্লাম বিশ্ববিদ্যালয়ে পড়তে শেফিল্ডে চলে যাওয়ার কথা ছিল। সেখানে আমাজনে একটি খণ্ডকালীন চাকরিও পেয়েছিলেন তিনি।
লন্ডনে থাকাকালীন হাঁটতে বের হয়ে আর ফিরে না না আসায় তাঁর আত্মীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েন। থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দেন তাঁরা। তাঁরা দেখতে পান, মিতকুমার ঘরে চাবিটি রেখেই বেরিয়ে গেছেন।
যুক্তরাজ্যে গত মাসে নিখোঁজ হওয়া ভারতীয় শিক্ষার্থীর মিলল লন্ডনের টেমস নদীতে। গত সেপ্টেম্বরে ২৩ বছর বয়সী মিতকুমার পাতিল উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যে পাড়ি জমান। গত ১৭ নভেম্বর তিনি নিখোঁজ হন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ২১ নভেম্বর পূর্ব লন্ডনের ক্যানারি ওয়ার্ফ এলাকার কাছে টেমস নদীতে মেট্রোপলিটন পুলিশ মিতকুমারের মৃতদেহ খুঁজে পায়। পরবর্তীতে প্যারামেডিকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মেট্রোপলিটন পুলিশ বলছে, এই মৃত্যুকে ঘিরে কোনো সন্দেহ তাঁরা করছে না।
এ ঘটনায় মিতকুমারে আত্মীয় পার্থ পাতিল ‘গো ফান্ড মি’ ওয়েবসাইটে তহবিল সংগ্রহের আয়োজন করেন। গত এক সপ্তাহে এতে প্রায় ৪ হাজার ৫০০ পাউন্ড জমা হয়। ওয়েবসাইটে বলা হয়, ‘মিতকুমার পাতিল একজন ২৩ বছর বয়সী তরুণ। তিনি ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে এসেছিলেন।’
এতে আরও বলা হয়, ‘তিনি একটি সাধারণ কৃষক পরিবার থেকে এসেছিলেন এবং গ্রামেই তাঁর বেড়ে ওঠা। সে ২০২৩ সালের ১৭ নভেম্বর থেকে নিখোঁজ হয়ে যায়। গত ২১ নভেম্বর ক্যানারি ওয়ার্ফে পানিতে পুলিশ তাঁর মৃতদেহ খুঁজে পায়। আমরা ভারতে তাঁর পরিবারকে সহায়তা করতে এবং লাশ দেশে পাঠানোর জন্য তহবিল সংগ্রহ করছি।’
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইভিনিং স্ট্যান্ডার্ড অনুসারে, গত ২০ নভেম্বর মিতকুমারের শেফিল্ড হাল্লাম বিশ্ববিদ্যালয়ে পড়তে শেফিল্ডে চলে যাওয়ার কথা ছিল। সেখানে আমাজনে একটি খণ্ডকালীন চাকরিও পেয়েছিলেন তিনি।
লন্ডনে থাকাকালীন হাঁটতে বের হয়ে আর ফিরে না না আসায় তাঁর আত্মীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েন। থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দেন তাঁরা। তাঁরা দেখতে পান, মিতকুমার ঘরে চাবিটি রেখেই বেরিয়ে গেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
২ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
২ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৪ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৬ ঘণ্টা আগে