নর্ড স্ট্রিম-১ দিয়ে ইউরোপ অঞ্চলে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাশিয়া। দেশটির সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বলছে, এই পাইপলাইনে কিছু সংস্কার কার্যক্রম চালাতে হবে। সে কারণেই মূলত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, আগামী তিন দিন নর্ড স্ট্রিম-১ নামের পাইপলাইনটিতে গ্যাসের সরবরাহ বন্ধ রাখা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম এ তথ্য নিশ্চিত করেছে।
অবশ্য এর আগে থেকেই এই পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমিয়ে এনেছিল রাশিয়া। এ ক্ষেত্রে ইউরোপের অভিযোগ, ইউক্রেনে আগ্রাসনের জবাবে রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের নানামাত্রিক নিষেধাজ্ঞা আরোপের কারণেই জ্বালানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে রাশিয়া বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে নর্ড স্ট্রিম-১ পাইপলাইন বিশ্বজুড়ে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। রাশিয়া-ইউক্রেন সংকট শুরুর পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কাছে এই পাইপলাইন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত জুলাই মাসে ১০ দিনের জন্য এই পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছিল রাশিয়া। ওই সময়ও গ্যাস সরবরাহ বন্ধের কারণ হিসেবে পাইপলাইন সংস্কারের বিষয়টিকেই তুলে ধরেছিল রাশিয়া।
নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের অধিকাংশেরই মালিকানা রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রমের। একক বৃহত্তম এই পাইপলাইন জার্মানি হয়ে রাশিয়া থেকে ইউরোপের জন্য গ্যাস বয়ে নিয়ে যায়। রাশিয়ার গ্যাসের ওপর অতিমাত্রায় নির্ভরশীল ইউরোপ। গত বছরও ইউরোপের মোট গ্যাস চাহিদার ৪০ শতাংশ এককভাবে পূরণ করেছিল রাশিয়া। তবে ইউক্রেনে যুদ্ধের কারণে সেই সরবরাহে বিপুলভাবে ভাটা পড়েছে। ফলে ইউরোপে শিল্পকারখানার উৎপাদন কমে গেছে, যার প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ব্যাপকভাবে বেড়েছে।
এর আগে কখনো এই পাইপলাইনে সংস্কারকাজের কথা তেমন একটা না শোনা গেলেও সম্প্রতি এই কারণ দেখিয়ে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে রাশিয়া। বিশ্লেষকদের মতে, এই পাইপলাইন এখন পশ্চিমের দেওয়া নিষেধাজ্ঞার বিপরীতে রাশিয়ার দর-কষাকষির অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। অন্যদিকে ইউরোপীয় নেতারা আশঙ্কা করছেন, এভাবে ‘কৃত্রিম’ সংকট তৈরি করে গ্যাসের মূল্য বাড়িয়ে নিতে পারে রাশিয়া, যা এরই মধ্যে ৪০০ শতাংশ বেড়েছে।
নর্ড স্ট্রিম-১ দিয়ে ইউরোপ অঞ্চলে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাশিয়া। দেশটির সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বলছে, এই পাইপলাইনে কিছু সংস্কার কার্যক্রম চালাতে হবে। সে কারণেই মূলত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, আগামী তিন দিন নর্ড স্ট্রিম-১ নামের পাইপলাইনটিতে গ্যাসের সরবরাহ বন্ধ রাখা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম এ তথ্য নিশ্চিত করেছে।
অবশ্য এর আগে থেকেই এই পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমিয়ে এনেছিল রাশিয়া। এ ক্ষেত্রে ইউরোপের অভিযোগ, ইউক্রেনে আগ্রাসনের জবাবে রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের নানামাত্রিক নিষেধাজ্ঞা আরোপের কারণেই জ্বালানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে রাশিয়া বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে নর্ড স্ট্রিম-১ পাইপলাইন বিশ্বজুড়ে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। রাশিয়া-ইউক্রেন সংকট শুরুর পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কাছে এই পাইপলাইন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত জুলাই মাসে ১০ দিনের জন্য এই পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছিল রাশিয়া। ওই সময়ও গ্যাস সরবরাহ বন্ধের কারণ হিসেবে পাইপলাইন সংস্কারের বিষয়টিকেই তুলে ধরেছিল রাশিয়া।
নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের অধিকাংশেরই মালিকানা রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রমের। একক বৃহত্তম এই পাইপলাইন জার্মানি হয়ে রাশিয়া থেকে ইউরোপের জন্য গ্যাস বয়ে নিয়ে যায়। রাশিয়ার গ্যাসের ওপর অতিমাত্রায় নির্ভরশীল ইউরোপ। গত বছরও ইউরোপের মোট গ্যাস চাহিদার ৪০ শতাংশ এককভাবে পূরণ করেছিল রাশিয়া। তবে ইউক্রেনে যুদ্ধের কারণে সেই সরবরাহে বিপুলভাবে ভাটা পড়েছে। ফলে ইউরোপে শিল্পকারখানার উৎপাদন কমে গেছে, যার প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ব্যাপকভাবে বেড়েছে।
এর আগে কখনো এই পাইপলাইনে সংস্কারকাজের কথা তেমন একটা না শোনা গেলেও সম্প্রতি এই কারণ দেখিয়ে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে রাশিয়া। বিশ্লেষকদের মতে, এই পাইপলাইন এখন পশ্চিমের দেওয়া নিষেধাজ্ঞার বিপরীতে রাশিয়ার দর-কষাকষির অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। অন্যদিকে ইউরোপীয় নেতারা আশঙ্কা করছেন, এভাবে ‘কৃত্রিম’ সংকট তৈরি করে গ্যাসের মূল্য বাড়িয়ে নিতে পারে রাশিয়া, যা এরই মধ্যে ৪০০ শতাংশ বেড়েছে।
নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে মনোরম সমুদ্রতীরবর্তী ছোট্ট শহর পিহা। পর্যটন, সার্ফিং আর কালো বালুর সৈকতের জন্য পরিচিত এই অঞ্চলে ডালপালা মেলছে এখন এক ভৌতিক প্রশ্ন। গত তিন দশকে এই এলাকা থেকেই নিখোঁজ হয়ে গেছেন অন্তত ছয়জন মানুষ!
৭ ঘণ্টা আগেইউক্রেনের কাছে আকাশ থেকে নিক্ষেপযোগ্য ৩ হাজার ৩৫০টি ইআরএএম ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনে পৌঁছাতে পারে এসব অস্ত্র।
৮ ঘণ্টা আগেমিয়ানমারের পশ্চিম সীমান্তে রাখাইন রাজ্য এখন এক নাটকীয় মোড়ের সামনে দাঁড়িয়ে রয়েছে। আরাকান আর্মি (এএ) বর্তমানে এ রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টির নিয়ন্ত্রণ নিয়েছে এবং পুরো রাজ্য মুক্ত করার ঘোষণা দিয়েছে।
৯ ঘণ্টা আগেভারতের রাজনীতিতে বিরোধী শিবিরের সবচেয়ে বড় মুখ রাহুল গান্ধী। বর্তমানে তিনি বিহারজুড়ে ‘ভোটার অধিকার যাত্রা’ কর্মসূচি নিয়ে জনতার মধ্যে ঘুরছেন। কিন্তু আজ রোববার পূর্ণিয়ায় ঘটে গেল এমন এক ঘটনা, যা তাঁর নিরাপত্তা ঘিরে গভীর প্রশ্ন তুলেছে।
১০ ঘণ্টা আগে