আজকের পত্রিকা ডেস্ক
সাম্প্রতিক সময়ে বিক্ষিপ্ত কিছু হামলার পর এবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিশেষ বাহিনী। তাদের দাবি, হতাহত ব্যক্তিদের মধ্যে রুশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছেন। গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে এমন দাবি করা হয়েছে। খবর এএফপি ও বিবিসির।
পশ্চিমা দেশগুলোর অব্যাহত সামরিক সহায়তা পেয়ে আগের চেয়ে শক্তিশালী ইউক্রেন। অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে গত জুন থেকে রুশ বাহিনীর বিরুদ্ধে জোরদার পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেন। এর পর থেকে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপকে লক্ষ্য করে আসছে ইউক্রেনীয় বাহিনী। তবে সাম্প্রতিক সময়ে সেখানকার সামরিক স্থাপনায় হামলা বেড়েছে। গত শুক্রবার ইউক্রেনের বিশেষ অভিযান পরিচালনাকারী বাহিনী রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়া উপদ্বীপে দেশটির কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরে হামলা চালায়।
বিবৃতিতে বলা হয়, হামলার সময় রাশিয়ার নৌবহরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক চলছিল। হামলায় ওই বহরের জ্যেষ্ঠ নেতৃত্বসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
তবে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের ওপর চালানো ওই হামলায় সুনির্দিষ্ট করে কতজন নিহত হয়েছে, তার বিস্তারিত তথ্য-প্রমাণ দেয়নি ইউক্রেন। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শুক্রবারের ক্ষেপণাস্ত্র হামলায় এক রুশ সেনা নিহত হয়েছেন।
রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়াকে নিজ ভূখণ্ডের সঙ্গে একীভূত করে নেয়। এই উপদ্বীপের সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তর অবস্থিত।
দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
এদিকে রাশিয়ার চলমান ‘সামরিক অভিযান’ মোকাবিলায় সহায়তার অংশ হিসেবে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। নতুন এসব ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ৩০০ কিলোমিটার পর্যন্ত। গতকাল বিবিসির আরেক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সহায়তার অংশ হিসেবে ইউক্রেন কিছু এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পাবে, যার রেঞ্জ ৩০০ কিলোমিটার (১৯০ মাইল)। ইউক্রেন এ ধরনের ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার অনেক ভেতরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনকে উন্নত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা এমন সময়ে সামনে এল, যখন রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবাহিনীর সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন।
এই হামলা চালাতে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আর এই ক্ষেপণাস্ত্র ব্রিটেন ও ফ্রান্স কিয়েভকে সরবরাহ করেছিল। ক্ষেপণাস্ত্রগুলোর রেঞ্জ ১৫০ মাইলের কিছু বেশি।
এর আগে স্থানীয় সময় গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হয়। সেখানেই ক্ষেপণাস্ত্রের কথা জানান বাইডেন। এমনকি তিনি এও জানান, দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র কয়েক সপ্তাহের মধ্যেই পাঠানো হবে।
সাম্প্রতিক সময়ে বিক্ষিপ্ত কিছু হামলার পর এবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিশেষ বাহিনী। তাদের দাবি, হতাহত ব্যক্তিদের মধ্যে রুশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছেন। গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে এমন দাবি করা হয়েছে। খবর এএফপি ও বিবিসির।
পশ্চিমা দেশগুলোর অব্যাহত সামরিক সহায়তা পেয়ে আগের চেয়ে শক্তিশালী ইউক্রেন। অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে গত জুন থেকে রুশ বাহিনীর বিরুদ্ধে জোরদার পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেন। এর পর থেকে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপকে লক্ষ্য করে আসছে ইউক্রেনীয় বাহিনী। তবে সাম্প্রতিক সময়ে সেখানকার সামরিক স্থাপনায় হামলা বেড়েছে। গত শুক্রবার ইউক্রেনের বিশেষ অভিযান পরিচালনাকারী বাহিনী রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়া উপদ্বীপে দেশটির কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরে হামলা চালায়।
বিবৃতিতে বলা হয়, হামলার সময় রাশিয়ার নৌবহরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক চলছিল। হামলায় ওই বহরের জ্যেষ্ঠ নেতৃত্বসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
তবে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের ওপর চালানো ওই হামলায় সুনির্দিষ্ট করে কতজন নিহত হয়েছে, তার বিস্তারিত তথ্য-প্রমাণ দেয়নি ইউক্রেন। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শুক্রবারের ক্ষেপণাস্ত্র হামলায় এক রুশ সেনা নিহত হয়েছেন।
রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়াকে নিজ ভূখণ্ডের সঙ্গে একীভূত করে নেয়। এই উপদ্বীপের সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তর অবস্থিত।
দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
এদিকে রাশিয়ার চলমান ‘সামরিক অভিযান’ মোকাবিলায় সহায়তার অংশ হিসেবে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। নতুন এসব ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ৩০০ কিলোমিটার পর্যন্ত। গতকাল বিবিসির আরেক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সহায়তার অংশ হিসেবে ইউক্রেন কিছু এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পাবে, যার রেঞ্জ ৩০০ কিলোমিটার (১৯০ মাইল)। ইউক্রেন এ ধরনের ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার অনেক ভেতরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনকে উন্নত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা এমন সময়ে সামনে এল, যখন রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবাহিনীর সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন।
এই হামলা চালাতে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আর এই ক্ষেপণাস্ত্র ব্রিটেন ও ফ্রান্স কিয়েভকে সরবরাহ করেছিল। ক্ষেপণাস্ত্রগুলোর রেঞ্জ ১৫০ মাইলের কিছু বেশি।
এর আগে স্থানীয় সময় গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হয়। সেখানেই ক্ষেপণাস্ত্রের কথা জানান বাইডেন। এমনকি তিনি এও জানান, দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র কয়েক সপ্তাহের মধ্যেই পাঠানো হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৪ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৪ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৫ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগে