গত ৬০ বছরেরও বেশি সময়ের মধ্যে এবার বিশ্বে ওয়াইনের উৎপাদন সবচেয়ে কম হয়েছে। বছরজুড়ে বিরূপ আবহাওয়ার কারণে এমনটি হয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব ভাইন অ্যান্ড ওয়াইন (ওআইভি)।
ওআইভি জানিয়েছে, আবহাওয়ার চরম অবস্থার জন্য বিশ্বজুড়ে আঙুরের চাষ মার খেয়েছে। কোথাও অনেক আগে তুষারপাত হয়েছে, কোথাও প্রবল বৃষ্টি, কোথাও হয়েছে খরা। তার প্রভাব পড়েছে আঙুরের উৎপাদনে। ১৯৬১ সালের পর থেকে ওয়াইনের উৎপাদন কখনো এতটা কম হয়নি।
ওই সংস্থা এক বিবৃতিতে বলেছে, দুই গোলার্ধে ওয়াইন প্রস্তুতকারক দেশগুলোতে এ বছর উৎপাদন অনেকটাই কম হয়েছে। অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিলে প্রত্যেক বছরই আঙুর উৎপাদন ১০ থেকে ৩০ শতাংশ কম-বেশি হচ্ছে। ইতালি, স্পেন ও গ্রিসে ভয়ংকর আবহাওয়ার প্রভাব আঙুর চাষে পড়েছে।
ওআইভি জানিয়েছে, ২০২৩ সালে ওয়াইন উৎপাদনের পরিমাণ প্রায় ২৪ কোটি ৪১ লাখ হেক্টোলিটার। ১৯৬১ সালে ২১ কোটি ৪০ লাখ হেক্টোলিটার ওয়াইন তৈরি হয়েছিল।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইতালিতে এ বছর ওয়াইন উৎপাদন ১২ শতাংশ কমে যাওয়ায় দেশটি শীর্ষ ওয়াইন উৎপাদনকারী দেশের খেতাব হারিয়েছে। গতবারের সমান ওয়াইন তৈরি করে সে জায়গাটি নিতে যাচ্ছে ফ্রান্স। ২০১৭ সালের পর থেকে এত কম উৎপাদন কখনো হয়নি ইতালিতে।
তিন নম্বর স্থানে থাকা স্পেন এবারও তার জায়গা অক্ষুণ্ন রেখেছে। তবে চলতি বছর দেশটিতে ওয়াইনের উৎপাদন কমবে ১৪ শতাংশ। এ ছাড়া ৫ বছরের গড় উৎপাদনের চেয়েও এ বছর স্পেনে ওয়াইনের উৎপাদন কমেছে ১৯ শতাংশ। জার্মানিতে অবশ্য গত বছরের তুলনায় উৎপাদন সামান্য বাড়বে।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া তুলনামূলকভাবে ঠান্ডা ছিল। শীতে বৃষ্টিও হয়েছে। তাই সেখানে উৎপাদন ১৪ শতাংশ বাড়বে।
তবে একটি আশার বাণীও শুনিয়েছে ওআইভি। সংস্থাটি জানিয়েছে, বিশ্বে যে অবস্থা বিরাজ করছে, তাতে ভোগ ও ক্রয়ের প্রবণতা এমনিতেও পড়তির দিকে। বিশ্বজুড়ে চাহিদাও কমেছে। কিছু অঞ্চলে মজুত করে রাখা হলেও উৎপাদন কম হওয়ায় কোনো সমস্যা হবে না, বাজারে সমতা বজায় থাকবে।
ফরাসি জাতীয় কৃষিবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট আইএনআরএই-এর গবেষক ইনাকি গার্সিয়া দে কর্তাজা-আতোরি বলেন, ওআইভি বিরূপ আবহাওয়ার কথা বললেও তারা এখনো ঘটনাটিকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত করেনি।
গত ৬০ বছরেরও বেশি সময়ের মধ্যে এবার বিশ্বে ওয়াইনের উৎপাদন সবচেয়ে কম হয়েছে। বছরজুড়ে বিরূপ আবহাওয়ার কারণে এমনটি হয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব ভাইন অ্যান্ড ওয়াইন (ওআইভি)।
ওআইভি জানিয়েছে, আবহাওয়ার চরম অবস্থার জন্য বিশ্বজুড়ে আঙুরের চাষ মার খেয়েছে। কোথাও অনেক আগে তুষারপাত হয়েছে, কোথাও প্রবল বৃষ্টি, কোথাও হয়েছে খরা। তার প্রভাব পড়েছে আঙুরের উৎপাদনে। ১৯৬১ সালের পর থেকে ওয়াইনের উৎপাদন কখনো এতটা কম হয়নি।
ওই সংস্থা এক বিবৃতিতে বলেছে, দুই গোলার্ধে ওয়াইন প্রস্তুতকারক দেশগুলোতে এ বছর উৎপাদন অনেকটাই কম হয়েছে। অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিলে প্রত্যেক বছরই আঙুর উৎপাদন ১০ থেকে ৩০ শতাংশ কম-বেশি হচ্ছে। ইতালি, স্পেন ও গ্রিসে ভয়ংকর আবহাওয়ার প্রভাব আঙুর চাষে পড়েছে।
ওআইভি জানিয়েছে, ২০২৩ সালে ওয়াইন উৎপাদনের পরিমাণ প্রায় ২৪ কোটি ৪১ লাখ হেক্টোলিটার। ১৯৬১ সালে ২১ কোটি ৪০ লাখ হেক্টোলিটার ওয়াইন তৈরি হয়েছিল।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইতালিতে এ বছর ওয়াইন উৎপাদন ১২ শতাংশ কমে যাওয়ায় দেশটি শীর্ষ ওয়াইন উৎপাদনকারী দেশের খেতাব হারিয়েছে। গতবারের সমান ওয়াইন তৈরি করে সে জায়গাটি নিতে যাচ্ছে ফ্রান্স। ২০১৭ সালের পর থেকে এত কম উৎপাদন কখনো হয়নি ইতালিতে।
তিন নম্বর স্থানে থাকা স্পেন এবারও তার জায়গা অক্ষুণ্ন রেখেছে। তবে চলতি বছর দেশটিতে ওয়াইনের উৎপাদন কমবে ১৪ শতাংশ। এ ছাড়া ৫ বছরের গড় উৎপাদনের চেয়েও এ বছর স্পেনে ওয়াইনের উৎপাদন কমেছে ১৯ শতাংশ। জার্মানিতে অবশ্য গত বছরের তুলনায় উৎপাদন সামান্য বাড়বে।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া তুলনামূলকভাবে ঠান্ডা ছিল। শীতে বৃষ্টিও হয়েছে। তাই সেখানে উৎপাদন ১৪ শতাংশ বাড়বে।
তবে একটি আশার বাণীও শুনিয়েছে ওআইভি। সংস্থাটি জানিয়েছে, বিশ্বে যে অবস্থা বিরাজ করছে, তাতে ভোগ ও ক্রয়ের প্রবণতা এমনিতেও পড়তির দিকে। বিশ্বজুড়ে চাহিদাও কমেছে। কিছু অঞ্চলে মজুত করে রাখা হলেও উৎপাদন কম হওয়ায় কোনো সমস্যা হবে না, বাজারে সমতা বজায় থাকবে।
ফরাসি জাতীয় কৃষিবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট আইএনআরএই-এর গবেষক ইনাকি গার্সিয়া দে কর্তাজা-আতোরি বলেন, ওআইভি বিরূপ আবহাওয়ার কথা বললেও তারা এখনো ঘটনাটিকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত করেনি।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
১ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
২ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে