Ajker Patrika

‘ভেঙে পড়ার দ্বারপ্রান্তে’ মারিউপোলের প্রতিরক্ষা ব্যবস্থা: ইউক্রেন

‘ভেঙে পড়ার দ্বারপ্রান্তে’ মারিউপোলের প্রতিরক্ষা ব্যবস্থা: ইউক্রেন

ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বন্দরনগরী মারিউপোলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। ওই অঞ্চলে আটকে থাকা সামরিক ও বেসামরিক লোকদের সরিয়ে নিতে রাশিয়ার প্রতি আলোচনার আহ্বান জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ এ কথা জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। 

রোববার ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টার পক্ষে থেকে এই আলোচনার আহ্বান জানানো হয়। এর আগে, মারিউপোলের আজভস্টাল স্টিল প্ল্যান্টে আশ্রয় নেওয়া লোকদের পাঠানো এক নতুন ভিডিও বার্তায় দেখা গেছে—সেখানকার নারীরা বলছেন, তাদের কাছে বেঁচে থাকার জন্য আর মাত্র কয়েক দিনের রসদ রয়েছে। 

আজভস্টাল স্টিল প্ল্যান্টটিই মারিউপোলের প্রতিরোধ ব্যবস্থার সর্বশেষ ঘাঁটি। সেখানে কয়েক শ ইউক্রেনীয় যোদ্ধা ও প্রায় ১ হাজার বেসামরিক লোক ভূগর্ভস্থ টানেলে লুকিয়ে আছে বলে অনুমান করা হয়। 

ওলেক্সি আরেস্টোভিচ বলেছেন, ‘মারিউপোলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে এবং আমরা রুশদের কাছে আজভস্টাল নিয়ে আজভস্টালের নিকটবর্তী এলাকায় একটি বিশেষ আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি।’ আরেস্টোভিচ পরে এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছিলেন—ইউক্রেন মারিউপোলে মানবিক করিডর স্থাপন ও প্ল্যান্টে থাকা যোদ্ধাদের বিনিময়ে রুশ যুদ্ধবন্দীদের বিনিময়ের প্রস্তাব দিয়েছে। তবে, রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত