Ajker Patrika

তুরস্কে ভূমিকম্পের ২৬০ ঘণ্টা পর দুজনকে উদ্ধার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ২৮
তুরস্কে ভূমিকম্পের ২৬০ ঘণ্টা পর দুজনকে উদ্ধার

ভয়াবহ ভূমিকম্পের ২৬০ ঘণ্টার বেশি সময় পর তুরস্কের আন্তাকিয়ায় দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। তাঁরা হলেন ২৬ বছরের মেহমেত আলী সাকিরোগলু ও ৩৪ বছর বয়সী মুস্তাফা আভিসি। দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
 
প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের ১০ দিনেরও বেশি সময় পর ধসে পড়া ভবনগুলো থেকে অন্তত চারজনকে জীবিত উদ্ধার করা হয়। এর মধ্যে ২৫৮ ঘণ্টা পর কাহরামানমারাসের ধ্বংসস্তূপ থেকে ২৯ বছর বয়সী নেসলান কিলিক নামের এক তরুণীকে বের করে আনে উদ্ধারকারী দল। 

চিকিৎসকেরা জানিয়েছেন, নেসলানের অবস্থা স্থিতিশীল এবং তিনি কথা বলছেন। তাঁর ভাই ইউসুফ ইয়ালসিনোজ বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ, আমার বোন বেঁচে আছে। আল্লাহ সবাইকে এমন আনন্দের মুহূর্ত দান করুন।’ 

তুরস্ক ও সিরিয়ায় গত সোমবারের ভূমিকম্পে প্রায় ৪৪ হাজার মানুষ নিহত হয়েছেনঅন্যদিকে একিঞ্চি এলাকাতে আরও আনন্দের বিষয় ছিল ধ্বংসস্তূপের নিচে প্রায় ২৬০ ঘণ্টা থাকার পর ১২ বছর বয়সী ওসমান হালেবিয়েকে নিরাপদে বের করে আনা। উদ্ধারকর্মীদের অক্লান্ত চেষ্টায় তুরস্কে এ পর্যন্ত আট হাজারের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে এগিয়ে আসায় সব দেশকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 

তুরস্ক ও সিরিয়ায় গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়। এতে দুই দেশের প্রায় ৪৪ হাজার মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে তুরস্কে প্রাণ গেছে ৩৮ হাজারের বেশি মানুষের। আর সিরিয়ায় ৫ হাজার ৮০০ মানুষের প্রাণ গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত