Ajker Patrika

মোদির রাশিয়া সফর নিয়ে হিংসায় জ্বলছে পশ্চিমারা: ক্রেমলিন 

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১২: ৫৭
মোদির রাশিয়া সফর নিয়ে হিংসায় জ্বলছে পশ্চিমারা: ক্রেমলিন 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদে নির্বাচনের পর প্রথম সফরে যাচ্ছেন রাশিয়ায়। আর তাঁর এই সফরকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব হিংসায় জ্বলছে বলে উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আজ সোমবার অর্থাৎ ৮ জুলাই থেকে রাশিয়া সফর শুরু হচ্ছে মোদির। এই সফর শেষ হবে আগামীকাল মঙ্গলবার, অর্থাৎ ৯ জুলাই। এ বিষয়ে পেসকভ বলেছেন, পশ্চিমার হিংসাত্মক জ্বলুনি নিয়ে খুব নিবিড়ভাবে মোদির রাশিয়া সফর পর্যবেক্ষণ করছে। গতকাল রোববার পেসকভ বলেন, ‘তাঁরা (পশ্চিমারা) হিংসায় জ্বলছে...এর মানে তারা ঘনিষ্ঠভাবে এটি পর্যবেক্ষণ করছে। তাদের নিবিড় পর্যবেক্ষণের অর্থ হলো, তারা এটিকে খুব গুরুত্ব দেয়।’ 

মস্কোয় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের বৈঠকে পারস্পরিক গুরুত্বের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় আলোচনা হবে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা জানিয়েছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ঘটনাগুলো সম্ভবত তাঁদের আলোচনায় প্রাধান্য পাবে। 
 
এদিকে নরেন্দ্র মোদির রাশিয়া সফরের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন হলো, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ব্যাপকভাবে উন্নত হয়েছে। সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপকালে জয়শঙ্কর বলেন, প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করার একটি দুর্দান্ত সুযোগ এটি। 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এটি যেকোনো সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আলোচনার মাধ্যমে নিবিড় সিদ্ধান্ত নেওয়ার একটি উপায়...সবচেয়ে বড় পরিবর্তনগুলোর মধ্যে একটি হলো—রাশিয়ার সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক ব্যাপকভাবে বেড়েছে...শীর্ষ নেতৃস্থানীয় স্তরে এটি প্রধানমন্ত্রী মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের জন্য সামনাসামনি বসার একটি দুর্দান্ত সুযোগ।’ 

জয়শঙ্কর বলেন, ‘আমাদের দুটি দেশের একসঙ্গে কাজ করার শক্তিশালী ইতিহাস আছে। আমরা একটি বার্ষিক শীর্ষ সম্মেলনের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়েছি। গত বছর যখন আমি মস্কো গিয়েছিলাম, তখন প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি বার্তা নিয়ে গিয়েছিলাম যে, আমরা বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এটি দেরি না তাড়াতাড়ি করব...এটি নিয়মিত হতে থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত