অনলাইন ডেস্ক
শান্তিচুক্তিতে স্বাক্ষর করতে কঙ্গো ও রুয়ান্ডার ওপর যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ বাড়ছে। মার্কিন পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে চুক্তিটি হোয়াইট হাউসে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। শুধু শান্তিচুক্তিই নয়, এর সঙ্গে যুক্ত হবে পৃথক খনিজসম্পদ বিষয়ক চুক্তিও, যার ফলে কঙ্গো ও রুয়ান্ডায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর বিপুল পরিমাণ বিনিয়োগ নিশ্চিত করতে চায় ট্রাম্প প্রশাসন।
ট্রাম্প প্রশাসন বলছে, এই উদ্যোগের মূল লক্ষ্য—আফ্রিকার খনিজসমৃদ্ধ এই অঞ্চলটিতে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা এবং এটিকে আন্তর্জাতিক বিনিয়োগের জন্য আরও স্থিতিশীল ও আকর্ষণীয় করে তোলা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফ্রিকা বিষয়ক উপদেষ্টা মাসাদ বুলোস বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘যেদিন আমরা শান্তিচুক্তি স্বাক্ষর করব, সেদিনই কঙ্গোর সঙ্গে খনিজসম্পদ চুক্তিও সই হবে। একই সঙ্গে রুয়ান্ডার সঙ্গেও হবে আরেকটি চুক্তি, যদিও কঙ্গোর তুলনায় কিছুটা ছোট পরিসরে হবে সেটি।’
এই শান্তিচুক্তির উদ্যোগ এমন এক সময়ে এসেছে, যখন এম ২৩ বিদ্রোহীরা কঙ্গোর পূর্বাঞ্চলে ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে। অগ্রগতিও করছে অনেক। এটি এক দীর্ঘস্থায়ী সংঘাতের সাম্প্রতিক রূপ। বিদ্রোহী গোষ্ঠীটি রুয়ান্ডা-সমর্থিত বলে অভিযোগ রয়েছে। তবে রুয়ান্ডা বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছে।
ওয়াশিংটনে গত সপ্তাহে শুরু হওয়া শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে আজ শুক্রবার কঙ্গো ও রুয়ান্ডার নিজ নিজ শান্তিচুক্তির খসড়া জমা দেওয়ার কথা। এরপর আগামী মে মাসের মাঝামাঝি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বসে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা করবেন।
তবে শান্তিচুক্তির আগে যুক্তরাষ্ট্রের অন্যতম শর্ত হলো—দুই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও খনিজ সম্পদে আলাদা বিনিয়োগ চুক্তি। এই চুক্তিগুলোর আওতায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা কোম্পানিগুলো কঙ্গো ও রুয়ান্ডার খনি খাত, খনিজ পরিশোধন, অবকাঠামো নির্মাণ এবং খনিজ রপ্তানি ব্যবস্থায় বিপুল বিনিয়োগ করবে।
বুলোস বলেন, ‘কঙ্গোর সঙ্গে চুক্তির পরিসর অনেক বড়, কারণ দেশটি আয়তনে ও খনিজসম্পদে অনেক সমৃদ্ধ। তবে রুয়ান্ডারও খনিজ পরিশোধন ও ব্যবসায়িক পরিসরে অনেক সম্ভাবনা রয়েছে।’
তবে বিনিয়োগ আর শান্তিচুক্তি বাস্তবায়নের আগে আরও একটি বড় শর্ত রয়েছে—তা হলো নিরাপত্তা ইস্যু। যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে বলেছে, রুয়ান্ডাকে কঙ্গোর ভূখণ্ড থেকে তার সৈন্য প্রত্যাহার করতে হবে এবং এম ২৩ বিদ্রোহীদের সহায়তা বন্ধ করতে হবে। একইভাবে কঙ্গোকেও রুয়ান্ডার বিরুদ্ধে সক্রিয় বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী, বিশেষ করে ডেমোক্রেটিক ফোর্সেস ফর দ্য লিবারেশন অব রুয়ান্ডার মতো গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এই পুরো প্রক্রিয়াটি যাতে সুষ্ঠুভাবে এগোয়, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র, কাতার, ফ্রান্স এবং আফ্রিকান ইউনিয়নের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে একটি তদারকি কমিটি করেছে। এই কমিটি উভয় দেশের শান্তি আলোচনার অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং নির্ধারিত সময়ের মধ্যে শান্তিচুক্তি ও বিনিয়োগ চুক্তিগুলো বাস্তবায়নের দিকে এগিয়ে নেবে।
শান্তিচুক্তিতে স্বাক্ষর করতে কঙ্গো ও রুয়ান্ডার ওপর যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ বাড়ছে। মার্কিন পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে চুক্তিটি হোয়াইট হাউসে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। শুধু শান্তিচুক্তিই নয়, এর সঙ্গে যুক্ত হবে পৃথক খনিজসম্পদ বিষয়ক চুক্তিও, যার ফলে কঙ্গো ও রুয়ান্ডায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর বিপুল পরিমাণ বিনিয়োগ নিশ্চিত করতে চায় ট্রাম্প প্রশাসন।
ট্রাম্প প্রশাসন বলছে, এই উদ্যোগের মূল লক্ষ্য—আফ্রিকার খনিজসমৃদ্ধ এই অঞ্চলটিতে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা এবং এটিকে আন্তর্জাতিক বিনিয়োগের জন্য আরও স্থিতিশীল ও আকর্ষণীয় করে তোলা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফ্রিকা বিষয়ক উপদেষ্টা মাসাদ বুলোস বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘যেদিন আমরা শান্তিচুক্তি স্বাক্ষর করব, সেদিনই কঙ্গোর সঙ্গে খনিজসম্পদ চুক্তিও সই হবে। একই সঙ্গে রুয়ান্ডার সঙ্গেও হবে আরেকটি চুক্তি, যদিও কঙ্গোর তুলনায় কিছুটা ছোট পরিসরে হবে সেটি।’
এই শান্তিচুক্তির উদ্যোগ এমন এক সময়ে এসেছে, যখন এম ২৩ বিদ্রোহীরা কঙ্গোর পূর্বাঞ্চলে ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে। অগ্রগতিও করছে অনেক। এটি এক দীর্ঘস্থায়ী সংঘাতের সাম্প্রতিক রূপ। বিদ্রোহী গোষ্ঠীটি রুয়ান্ডা-সমর্থিত বলে অভিযোগ রয়েছে। তবে রুয়ান্ডা বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছে।
ওয়াশিংটনে গত সপ্তাহে শুরু হওয়া শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে আজ শুক্রবার কঙ্গো ও রুয়ান্ডার নিজ নিজ শান্তিচুক্তির খসড়া জমা দেওয়ার কথা। এরপর আগামী মে মাসের মাঝামাঝি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বসে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা করবেন।
তবে শান্তিচুক্তির আগে যুক্তরাষ্ট্রের অন্যতম শর্ত হলো—দুই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও খনিজ সম্পদে আলাদা বিনিয়োগ চুক্তি। এই চুক্তিগুলোর আওতায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা কোম্পানিগুলো কঙ্গো ও রুয়ান্ডার খনি খাত, খনিজ পরিশোধন, অবকাঠামো নির্মাণ এবং খনিজ রপ্তানি ব্যবস্থায় বিপুল বিনিয়োগ করবে।
বুলোস বলেন, ‘কঙ্গোর সঙ্গে চুক্তির পরিসর অনেক বড়, কারণ দেশটি আয়তনে ও খনিজসম্পদে অনেক সমৃদ্ধ। তবে রুয়ান্ডারও খনিজ পরিশোধন ও ব্যবসায়িক পরিসরে অনেক সম্ভাবনা রয়েছে।’
তবে বিনিয়োগ আর শান্তিচুক্তি বাস্তবায়নের আগে আরও একটি বড় শর্ত রয়েছে—তা হলো নিরাপত্তা ইস্যু। যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে বলেছে, রুয়ান্ডাকে কঙ্গোর ভূখণ্ড থেকে তার সৈন্য প্রত্যাহার করতে হবে এবং এম ২৩ বিদ্রোহীদের সহায়তা বন্ধ করতে হবে। একইভাবে কঙ্গোকেও রুয়ান্ডার বিরুদ্ধে সক্রিয় বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী, বিশেষ করে ডেমোক্রেটিক ফোর্সেস ফর দ্য লিবারেশন অব রুয়ান্ডার মতো গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এই পুরো প্রক্রিয়াটি যাতে সুষ্ঠুভাবে এগোয়, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র, কাতার, ফ্রান্স এবং আফ্রিকান ইউনিয়নের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে একটি তদারকি কমিটি করেছে। এই কমিটি উভয় দেশের শান্তি আলোচনার অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং নির্ধারিত সময়ের মধ্যে শান্তিচুক্তি ও বিনিয়োগ চুক্তিগুলো বাস্তবায়নের দিকে এগিয়ে নেবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের সাবেক ট্রাক মেকানিক টিম ফ্রিড ১৮ বছর ধরে নিজ শরীরে কোবরা, মাম্বা, রেটলস্ন্যাকসহ ১৬ প্রজাতির প্রাণঘাতী সাপের বিষ প্রয়োগ করে এক ব্যতিক্রমী রোগ প্রতিরোধক্ষমতা গড়ে তুলেছেন। এর ফলে বিজ্ঞানীরা এখন তৈরি করতে পেরেছেন ইতিহাসের সবচেয়ে বিস্তৃত ও কার্যকর অ্যান্টিভেনম। এটি ভবিষ্
৭ ঘণ্টা আগে২০২০ সালে রাজকীয় দায়িত্ব ত্যাগ করে বিদেশে বসবাস শুরু করার পর হ্যারির নিরাপত্তা কমিয়ে আনা হয়েছিল। তখন থেকেই তিনি যুক্তরাজ্যে তাঁর জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থাকে ‘নিম্ন মানের’ এবং ‘অসম আচরণ’ বলে দাবি করে আসছিলেন। কিন্তু আদালত তাঁর সেই যুক্তি প্রত্যাখ্যান করেছে।
৭ ঘণ্টা আগেগাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে রওনা হওয়া ‘ফ্রিডম ফ্লোটিলা’ জোটের একটি জাহাজ আন্তর্জাতিক পানিসীমায় ড্রোন হামলার শিকার হয়েছে। আজ শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, মাল্টার উপকূল থেকে ১৪ নটিক্যাল মাইল (প্রায় ২৫ কিলোমিটার) দূরে অবস্থান করা ওই জাহাজে দুটি ড্রোন হামলা চালানো হয়।
৮ ঘণ্টা আগেমিয়ানমারের ইয়াঙ্গুনে নয়নাভিরাম ইনয়া লেকের ধারে অবস্থিত নোবেলজয়ী নেত্রী অং সান সু চির ঐতিহাসিক উপনিবেশ আমলের বাসভবনটি। বাড়িটি বিক্রি করার জন্য টানা চতুর্থবারের মতো নিলামে তোলা হলেও কোনো ক্রেতা পাওয়া যায়নি।
৯ ঘণ্টা আগে