Ajker Patrika

শান্তি চুক্তি বিষয়ে রাশিয়ার সঙ্গে আংশিক ঐকমত্যে ইউক্রেন

শান্তি চুক্তি বিষয়ে রাশিয়ার সঙ্গে আংশিক ঐকমত্যে ইউক্রেন

রাশিয়া জানিয়েছে ইউক্রেনের সঙ্গে তারা আংশিক ঐকমত্যে পৌঁছেছে। সম্ভাব্য শান্তি চুক্তির কিছু বিষয়ে ইউক্রেন সম্মত হয়ে আলোচনা চালিয়ে নিতে সম্মত হওয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের অবসানের আশা জাগিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ঐকমত্যের বিষয়ে মন্তব্য করতে গিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাশিয়ার সংবাদমাধ্যম আরবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘নিরপেক্ষ অবস্থা বজায় রেখে এখন গুরুত্বের সঙ্গে নিরাপত্তার নিশ্চয়তাসহ আলোচনা করা হচ্ছে।’ ল্যাভরভ বলেন, উভয় দেশের প্রতিনিধি দলের মধ্যে আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে—পূর্ব ইউক্রেনের জনগণের নিরাপত্তা, ইউক্রেনের নিরস্ত্রীকরণ এবং ইউক্রেনে রুশভাষী জনগণের অধিকার। 

ল্যাভরভ বলেছেন, ‘এই বিষয়টি নিয়ে একটি নির্দিষ্ট “পদ্ধতি” মেনে আলোচনা করা হচ্ছে। আমার দৃষ্টিতে আমরা একটি চুক্তির কাছাকাছি রয়েছি।’ এ দিকে রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে ল্যাভরভ আরও বলেছেন, ‘আলোচনা বেশ কিছু কারণে কঠিন তবে আপসের বিষয়েও আমাদের আশা রয়েছে।’ 

রয়টার্সের ওই প্রতিবেদন অনুসারে ল্যাভরভ আরও বলেছেন, ‘মানবিক ইস্যুতে, শত্রুতার পরিবর্তে রাজনৈতিকভাবে মীমাংসার বিষয়ে আলোচনা চলছে।’ 

ল্যাভরভ আরও জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফেব্রুয়ারি মাসেই একটি সম্ভাব্য বিকল্প হিসেবে—ন্যাটোর সম্প্রসারণ ছাড়াই ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের কথা বলেছিলেন। কিন্তু ইউক্রেন রাশিয়ার কথা বিশ্বাস করেনি। 

এ দিকে, ইউক্রেনও শান্তি আলোচনার বিষয়ে ইতিবাচক বিবৃতি দিয়েছে। তারা বলেছে—তারা যুদ্ধ শেষ করতে আলোচনায় ইচ্ছুক তবে দেশটি কোনো ধরনের আত্মসমর্পণ বা রুশ আল্টিমেটাম মানবে না বলেও জানিয়েছে। গ্রহণ করবে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত