ডেনমার্কে ৬ কোটি ৬০ লাখ বছরের পুরোনো একটি জীবাশ্ম বমি আবিষ্কৃত হয়েছে। ধারণা করা হচ্ছে, ডাইনোসর যুগের কোনো মাছ এই বমি করেছিল।
সোমবার বিবিসি জানিয়েছে, পূর্ব ডেনমার্কে অবস্থিত ইউনেসকোর তালিকাভুক্ত উপকূলীয় পাহাড় স্টিভন্স ক্লিন্টে এই আবিষ্কারটি করেন স্থানীয় জীবাশ্ম অনুসন্ধানকারী পিটার বেনিকে। ‘ফসিল গিক’ নামে পরিচিত বেনিকে সম্প্রতি চকে রূপান্তরিত হওয়া একটি ফসিলের মধ্যে কিছু অস্বাভাবিক অংশ দেখতে পেয়েছিলেন। পরে সেই অংশটি সামুদ্রিক স্টার ফিশ ও সি আরচিনের সঙ্গে সম্পর্কিত একটি জলজ প্রজাতির অংশ হিসেবে চিহ্নিত হয়।
বেনিকে জীবাশ্মটি ডেনমার্কের ইস্ট জিল্যান্ড মিউজিয়ামে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত করা হয়, এটি ক্রেটাসিয়াস যুগের শেষের দিককার (৬৬ মিলিয়ন বছর পুরোনো) জীবাশ্ম। ওই সময়টিতে টিরানোসরাস এবং ডিপ্লোডোকাস প্রজাতির ডাইনোসরও পৃথিবীতে বিচরণ করত।
মিউজিয়ামের প্যালিওন্টোলজিস্ট এবং কিউরেটর জেসপার মিলান এই আবিষ্কারকে ‘অত্যন্ত বিরল’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘এটি আমাদের প্রাচীন খাদ্য শৃঙ্খলা সম্পর্কে অনেক তথ্য দিচ্ছে। ৬৬ মিলিয়ন বছর আগে কে কাকে খাচ্ছিল, তা বোঝার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সূত্র।’
মিলান আরও ব্যাখ্যা করেন, সেই সময়টি মাছ এবং হাঙর স্টার ফিশ খেত। কিন্তু এটিকে হজম করা ছিল কঠিন। ফলে তারা খনিজ সমৃদ্ধ চক অংশগুলো বমি করে ফেলত।
মিলান বলেন, ‘এই আবিষ্কার আমাদের ক্রেটাসিয়াস সমুদ্রের দৈনন্দিন জীবন সম্পর্কে একটি অনন্য ধারণা দেয়—ডাইনোসরের সময়ে সমুদ্রের পরিবেশ কেমন ছিল তা বুঝতে সাহায্য করে।’
এই আবিষ্কার শুধু প্রাচীন বাস্তুতন্ত্র বোঝার জন্যই নয়, বরং বৈজ্ঞানিক গবেষণার জন্যও তাৎপর্যপূর্ণ। মিউজিয়ামটি প্রথমে স্থানীয় সংবাদমাধ্যমে খবরটি প্রকাশ করলেও এটি দ্রুত বিশ্বব্যাপী আগ্রহ সৃষ্টি করেছে। এ বিষয়ে জেসপার মিলান মজার ছলে বলেন, ‘এটি সম্ভবত বিশ্বের সবচেয়ে বিখ্যাত বমি!’
গবেষকেরা বলছেন, এই জীবাশ্ম বমি আমাদের অতীত পৃথিবীর গভীর ইতিহাস এবং প্রাকৃতিক বিবর্তনের একটি দুর্দান্ত জানালা খুলে দিয়েছে।
ডেনমার্কে ৬ কোটি ৬০ লাখ বছরের পুরোনো একটি জীবাশ্ম বমি আবিষ্কৃত হয়েছে। ধারণা করা হচ্ছে, ডাইনোসর যুগের কোনো মাছ এই বমি করেছিল।
সোমবার বিবিসি জানিয়েছে, পূর্ব ডেনমার্কে অবস্থিত ইউনেসকোর তালিকাভুক্ত উপকূলীয় পাহাড় স্টিভন্স ক্লিন্টে এই আবিষ্কারটি করেন স্থানীয় জীবাশ্ম অনুসন্ধানকারী পিটার বেনিকে। ‘ফসিল গিক’ নামে পরিচিত বেনিকে সম্প্রতি চকে রূপান্তরিত হওয়া একটি ফসিলের মধ্যে কিছু অস্বাভাবিক অংশ দেখতে পেয়েছিলেন। পরে সেই অংশটি সামুদ্রিক স্টার ফিশ ও সি আরচিনের সঙ্গে সম্পর্কিত একটি জলজ প্রজাতির অংশ হিসেবে চিহ্নিত হয়।
বেনিকে জীবাশ্মটি ডেনমার্কের ইস্ট জিল্যান্ড মিউজিয়ামে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত করা হয়, এটি ক্রেটাসিয়াস যুগের শেষের দিককার (৬৬ মিলিয়ন বছর পুরোনো) জীবাশ্ম। ওই সময়টিতে টিরানোসরাস এবং ডিপ্লোডোকাস প্রজাতির ডাইনোসরও পৃথিবীতে বিচরণ করত।
মিউজিয়ামের প্যালিওন্টোলজিস্ট এবং কিউরেটর জেসপার মিলান এই আবিষ্কারকে ‘অত্যন্ত বিরল’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘এটি আমাদের প্রাচীন খাদ্য শৃঙ্খলা সম্পর্কে অনেক তথ্য দিচ্ছে। ৬৬ মিলিয়ন বছর আগে কে কাকে খাচ্ছিল, তা বোঝার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সূত্র।’
মিলান আরও ব্যাখ্যা করেন, সেই সময়টি মাছ এবং হাঙর স্টার ফিশ খেত। কিন্তু এটিকে হজম করা ছিল কঠিন। ফলে তারা খনিজ সমৃদ্ধ চক অংশগুলো বমি করে ফেলত।
মিলান বলেন, ‘এই আবিষ্কার আমাদের ক্রেটাসিয়াস সমুদ্রের দৈনন্দিন জীবন সম্পর্কে একটি অনন্য ধারণা দেয়—ডাইনোসরের সময়ে সমুদ্রের পরিবেশ কেমন ছিল তা বুঝতে সাহায্য করে।’
এই আবিষ্কার শুধু প্রাচীন বাস্তুতন্ত্র বোঝার জন্যই নয়, বরং বৈজ্ঞানিক গবেষণার জন্যও তাৎপর্যপূর্ণ। মিউজিয়ামটি প্রথমে স্থানীয় সংবাদমাধ্যমে খবরটি প্রকাশ করলেও এটি দ্রুত বিশ্বব্যাপী আগ্রহ সৃষ্টি করেছে। এ বিষয়ে জেসপার মিলান মজার ছলে বলেন, ‘এটি সম্ভবত বিশ্বের সবচেয়ে বিখ্যাত বমি!’
গবেষকেরা বলছেন, এই জীবাশ্ম বমি আমাদের অতীত পৃথিবীর গভীর ইতিহাস এবং প্রাকৃতিক বিবর্তনের একটি দুর্দান্ত জানালা খুলে দিয়েছে।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৪ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৫ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৫ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
৬ ঘণ্টা আগে