Ajker Patrika

মাকিভকা: ক্ষেপণাস্ত্র হামলার জন্য সৈন্যদের মোবাইল ফোন ব্যবহারকে দায়ী করছে মস্কো

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১১: ০৩
মাকিভকা: ক্ষেপণাস্ত্র হামলার জন্য সৈন্যদের মোবাইল ফোন ব্যবহারকে দায়ী করছে মস্কো

ইউক্রেনের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮৯ জন রুশ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র হামলার কারণ হিসেবে সেনাদের মোবাইল ফোন ব্যবহারকে দায়ী করা হচ্ছে। 

স্থানীয় সময় বুধবার (৪ জানুয়ারি) ভোরে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অভিযান চলাকালে সৈন্যদের মোবাইল ফোন ব্যবহার নিষেধ ছিল। আর মোবাইল ফোন ব্যবহারের কারণে শত্রুপক্ষের জন্য অবস্থান শনাক্ত করা সহজ হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে উল্লেখ করে বলা হয়, তদন্তে দোষী সাব্যস্তদের বিচারের আওতায় নিয়ে আসা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, গেল থার্টি ফার্স্টের মধ্যরাতে দোনেৎস্ক অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত অংশের মাকিভকা শহরে সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। এতে প্রায় ৪০০ রুশ সেনা হত্যার দাবি করেছিল ইউক্রেনীয় বাহিনী। যদিও রাশিয়া প্রথমে ৬৩ জন সেনা নিহতের দাবি করেছিল। এরপর বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৮৯ জন রুশ সেনা নিহত হয়েছে। 

ইউক্রেন যুদ্ধ শুরুর পর এক দিনে রাশিয়ার সর্বোচ্চসংখ্যক সেনা নিহতের ঘটনা এটি। মস্কো জানায়, নতুন বছর শুরুর পর মুহূর্তেই ‘যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেট সিস্টেম’ থেকে ছয়টি রকেট ছোড়ে ইউক্রেনীয় বাহিনী, যার মধ্যে দুটি রকেট ভূপাতিত করা হয়। 

অভিযান চলাকালে রুশ সেনাদের মোবাইল ফোন ব্যবহার নিষেধ ছিলএদিকে ইউক্রেনেও নতুন বছর শুরু হয়েছে রুশ বাহিনীর হামলার মধ্য দিয়ে। ইংরেজি নববর্ষ উদ্‌যাপন শুরুর আধা ঘণ্টা পরেই বেশ কয়েকবার রাজধানী কিয়েভে হামলা চালানো হয়। তবে প্রাথমিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। এর আগে থার্টি ফার্স্টের দিনেও কিয়েভসহ অন্যান্য শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এদিন হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত