বাসায় দুটি ‘মানি স্পাইডার’ খ্যাত মাকড়সা দেখে লটারির টিকিট কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন এক দাদিমা। শেষ পর্যন্ত লটারিও জিতে গেছেন। আগামী ৩০ বছর পর্যন্ত প্রতি মাসেই ১০ হাজার পাউন্ড করে পাবেন। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রতি মাসে পৌনে ১৪ লাখ টাকা করে পাবেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের সারে কাউন্টির ডরকিনে বাস করেন ৭০ বছর বয়সী লটারি বিজয়ী ডরিস স্ট্যানব্রিজ। লটারি বিজয়ের পর ৬৬ বছর বয়সী স্বামী কেইথকে নিয়ে এখন অবসরজীবন যাপনের চিন্তা করছেন তিনি।
ডরিস বলেন, ‘আমি আরও কয়েক বছর কাজ চালিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু এখন আগামী কয়েক মাসের মধ্যেই কাজ থেকে অবসর নিতে যাচ্ছি।’
মাকড়সা দেখে লটারির টিকিট কেনার বিষয়ে ডরিস বলেন, ‘যখন আমার হাতের মধ্যে একটি সুড়সুড়ি অনুভব করি, সেই মুহূর্তটিতে আমি রান্নাঘরের বাইরে ছিলাম। চেয়ে দেখি, হাতের মধ্যে হামাগুড়ি দিচ্ছে একটি মানি স্পাইডার।’
তিনি আরও বলেন, ‘আমি এটিকে আটক করে সংরক্ষণাগারে গিয়ে দেখি আরেকটি মানি স্পাইডার।’
পরপর দুটি মাকড়সা দেখে নিজের কন্যাকে ডরিস বলেছিলেন, ‘আমার একটি লটারির টিকিট কেনা উচিত।’
ডরিস জানান, নিজের ৭০তম জন্মদিনের পার্টি থাকায় লটারির ড্রয়ের কথা তিনি ভুলে গিয়েছিলেন। পরে ই-মেইল চেক করতে গিয়ে তিনি দেখতে পান ন্যাশনাল লটারি থেকে পাঠানো এক বার্তায় তাঁকে বলা হয়েছে, ‘অভিনন্দন, আপনি বিজয়ী হয়েছেন।’
লটারি জয় করলেও নিজের জরাজীর্ণ বাসস্থানেই থাকার পরিকল্পনা করেছে ডরিসের পরিবার। ডরিস বলেন, ‘আমরা সব সময় এখানে থাকতেই পছন্দ করি। আমরা সবেমাত্র রান্নাঘর এবং সংরক্ষণাগার সম্পন্ন করেছি। এখনো বাড়ির বাকি অংশ জরাজীর্ণ দেখাচ্ছে। বাড়িটি পরিপাটি করার পাশাপাশি এবার দোতলায় একটা নতুন বাথরুম করতে চাই।’
বাসায় দুটি ‘মানি স্পাইডার’ খ্যাত মাকড়সা দেখে লটারির টিকিট কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন এক দাদিমা। শেষ পর্যন্ত লটারিও জিতে গেছেন। আগামী ৩০ বছর পর্যন্ত প্রতি মাসেই ১০ হাজার পাউন্ড করে পাবেন। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রতি মাসে পৌনে ১৪ লাখ টাকা করে পাবেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের সারে কাউন্টির ডরকিনে বাস করেন ৭০ বছর বয়সী লটারি বিজয়ী ডরিস স্ট্যানব্রিজ। লটারি বিজয়ের পর ৬৬ বছর বয়সী স্বামী কেইথকে নিয়ে এখন অবসরজীবন যাপনের চিন্তা করছেন তিনি।
ডরিস বলেন, ‘আমি আরও কয়েক বছর কাজ চালিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু এখন আগামী কয়েক মাসের মধ্যেই কাজ থেকে অবসর নিতে যাচ্ছি।’
মাকড়সা দেখে লটারির টিকিট কেনার বিষয়ে ডরিস বলেন, ‘যখন আমার হাতের মধ্যে একটি সুড়সুড়ি অনুভব করি, সেই মুহূর্তটিতে আমি রান্নাঘরের বাইরে ছিলাম। চেয়ে দেখি, হাতের মধ্যে হামাগুড়ি দিচ্ছে একটি মানি স্পাইডার।’
তিনি আরও বলেন, ‘আমি এটিকে আটক করে সংরক্ষণাগারে গিয়ে দেখি আরেকটি মানি স্পাইডার।’
পরপর দুটি মাকড়সা দেখে নিজের কন্যাকে ডরিস বলেছিলেন, ‘আমার একটি লটারির টিকিট কেনা উচিত।’
ডরিস জানান, নিজের ৭০তম জন্মদিনের পার্টি থাকায় লটারির ড্রয়ের কথা তিনি ভুলে গিয়েছিলেন। পরে ই-মেইল চেক করতে গিয়ে তিনি দেখতে পান ন্যাশনাল লটারি থেকে পাঠানো এক বার্তায় তাঁকে বলা হয়েছে, ‘অভিনন্দন, আপনি বিজয়ী হয়েছেন।’
লটারি জয় করলেও নিজের জরাজীর্ণ বাসস্থানেই থাকার পরিকল্পনা করেছে ডরিসের পরিবার। ডরিস বলেন, ‘আমরা সব সময় এখানে থাকতেই পছন্দ করি। আমরা সবেমাত্র রান্নাঘর এবং সংরক্ষণাগার সম্পন্ন করেছি। এখনো বাড়ির বাকি অংশ জরাজীর্ণ দেখাচ্ছে। বাড়িটি পরিপাটি করার পাশাপাশি এবার দোতলায় একটা নতুন বাথরুম করতে চাই।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৭ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৭ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৮ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
১১ ঘণ্টা আগে