Ajker Patrika

হাঙ্গেরিতে টানা চতুর্থবারের মতো বিজয়ী ভিক্টর অরবান

হাঙ্গেরিতে টানা চতুর্থবারের মতো বিজয়ী ভিক্টর অরবান

হাঙ্গেরির সাধারণ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন দেশটির জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। গতকাল রোববারের এই ভোটে ভিক্টর অরবানের ফিদেজ পার্টি জয়ী হওয়ায় টানা চতুর্থবারের মতো ক্ষমতায় থাকছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ভোটের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, নির্বাচনে ৯৮ ভাগ ভোট পড়েছে। এর মধ্যে অরবানের ফিদেজ পার্টি ৫৩ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছে। আর পিটার মারকি-জে’র নেতৃত্বাধীন বিরোধী জোট ৩৫ শতাংশ ভোট পেয়েছে। 

জাতীয় নির্বাচন অফিস বলছে, অরবানের ফিদেজ পার্টি ১৩৫ আসনে জয়ী হবে, যা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ। আর বিরোধীরা পাবে ৫৬টি আসন। এ ছাড়া আওয়ার হোমল্যান্ড নামক একটি অতি-ডানপন্থী দলও ৭টি আসন জিতে পার্লামেন্টে প্রবেশ করবে। 

বিজয়ী অরবান বলেছেন, ‘আমরা হাঙ্গেরির সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করেছি। এত বড় জয় পেয়েছি যে, চাঁদ থেকেও তা দেখা যায়।’ 

ভিক্টর অরবান আরও বলেছেন, ‘এই বিজয় সকল প্রতিকূলতার বিরুদ্ধে।’ 

উল্লেখ্য, বিজয়ী অরবান রুশপন্থী। তাঁর সঙ্গে রাশিয়ার সুসম্পর্ক রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত