Ajker Patrika

রাশিয়ার কাছে মারিউপোলের নিয়ন্ত্রণ ছাড়ল ইউক্রেন

আপডেট : ১৭ মে ২০২২, ১৫: ৪৫
রাশিয়ার কাছে মারিউপোলের নিয়ন্ত্রণ ছাড়ল ইউক্রেন

কয়েক মাস সংঘাতের পর মারিউপোল শহরের নিয়ন্ত্রণ রাশিয়ার কাছে ছেড়ে দিয়েছে ইউক্রেন। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাঁদের শেষ শক্ত ঘাঁটি মারিউপোলের অবরুদ্ধ বন্দরে থাকা অবশিষ্ট সৈন্যদের সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে তাঁরা। মার্কিন গণমাধ্যম সিএনএন ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। 

ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফের বিবৃতিতে আরও বলা হয়েছে, শহরের আজভস্তাল স্টিল কারখানায় থাকা ইউনিট কমান্ডারদের ‘তাদের সেনাদের জীবন বাঁচাতে’ নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে মারিউপোলের আজভস্তাল স্টিল কারখানায় দুই মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ থাকা কয়েক শ ইউক্রেনীয় সেনাকে সরিয়ে নেওয়ার খবর নিশ্চিত করে ইউক্রেন। 

দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার জানান, মারাত্মক আহত অর্ধশতাধিক সেনাকে রুশ নিয়ন্ত্রিত নোভোয়াজোভস্ক শহরে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া ২১১ সেনাকে মানবিক করিডর ব্যবহার করে আরেক রুশ নিয়ন্ত্রিত শহর ওলেনিভকায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

ইউক্রেনে সামরিক অভিযানের শুরু থেকেই রুশ বাহিনীর কাছে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল মারিউপোল শহরইউক্রেনে সামরিক অভিযানের শুরু থেকেই রুশ বাহিনীর কাছে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল মারিউপোল শহর। ইউক্রেনের যেসব অঞ্চলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে রুশ বাহিনীর সবচেয়ে বেশি সংঘাত হয়েছে, তার মধ্যে আজভ সাগরের তীরবর্তী এই শহর ছিল উল্লেখযোগ্য। 

গত এপ্রিলেই মারিউপোল শহরের অধিকাংশ এলাকা দখলে নিয়ে এসেছিল রুশ বাহিনী। একমাত্র শহরটির প্রান্তে অবস্থিত আজভস্তাল স্টিল কারখানা বাদে। সাবেক সোভিয়েত আমলে প্রতিষ্ঠিত বৃহৎ এই কারখানা ছিল ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। শেষ পর্যন্ত মারিউপোলে ‘অভিযান’ সমাপ্ত ঘোষণা করল ইউক্রেনীয় বাহিনী। 

মারিউপোল সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত