Ajker Patrika

করোনার ঝুঁকিতে ইউরোপ, সতর্ক করল ডব্লিউএইচও

আপডেট : ০২ জুলাই ২০২১, ১১: ৩৯
করোনার ঝুঁকিতে ইউরোপ, সতর্ক করল ডব্লিউএইচও

দুই মাস ইউরোপে করোনা সংক্রমণ কমতির দিকে থাকলেও গত এক সপ্তাহে সেটি ফের বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহে ইউরোপে করোনার সংক্রমণ ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে করোনার নতুন ঢেউয়ে সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক হান্স ক্লুজের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মন্থর ভ্যাকসিন রোলআউট, ভাইরাসের নতুন ধরন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত না হওয়ার কারণে ঝুঁকি আরও বেড়েছে। করোনাভাইরাসের ডেলটা ধরনের কারণে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের রোগ নিয়ন্ত্রণ সংস্থা ইসিডিসির ধারণা, আগস্টের শেষের দিকে সংক্রমণের ৯০ শতাংশ ডেলটা ধরনের কারণে হতে পারে। রাশিয়ায় টানা তৃতীয় দিনের মতো করোনায় মৃত্যুর রেকর্ডের ঘটনা ঘটেছে। যার বেশির ভাগই ডেলটা ধরনের।

ইউরো-২০২০ ‘সুপার-স্প্রেডার’ হিসেবে কাজ করছে। এরই মধ্যে লন্ডন এবং সেন্ট পিটার্সবার্গ থেকে ফিরে আসা শত শত সমর্থক করোনা শনাক্ত হয়েছেন।

স্কটল্যান্ডের স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোতে ইংল্যান্ড–স্কটল্যান্ড ম্যাচ দেখতে আসা ১ হাজার ৯৯১ জন স্কটিশ সমর্থক করোনা পজিটিভ হয়েছেন।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করে জার্মান মন্ত্রী হোর্স্ট সিহোফের বলেছেন, এটা পরিষ্কার, সমর্থকদের আলিঙ্গন ভাইরাস ছড়িয়ে পড়তে সাহায্য করবে।

আয়োজক শহরগুলোকে দর্শকদের গতিবিধি পর্যবেক্ষণে আরও বেশি করে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র জরুরি কর্মকর্তা ক্যাথরিন স্মলউড। তিনি বলেন, ‘স্টেডিয়ামের চারপাশে নজর রাখতে হবে। খেলার পরে কী হচ্ছে? তাঁরা (দর্শকেরা) কি জনবহুল পাব এবং বারে যাচ্ছেন? ছোট ছোট ব্যাপারগুলোই ভাইরাসের বিস্তার বাড়িয়ে দিচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত