Ajker Patrika

ইউক্রেনের হামলায় রাশিয়ার শীর্ষ সামরিক নেতা নিহত

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৫: ৩০
ইউক্রেনের হামলায় রাশিয়ার শীর্ষ সামরিক নেতা নিহত

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের নবম দিনে রাশিয়ার শীর্ষ সামরিক নেতা জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি নিহত হয়েছেন। বার্তা সংস্থা এপি ও ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, আন্দ্রেই সুখভেতস্কি ছিলেন রাশিয়ার সপ্তম এয়ারবর্ন ডিভিশনের কমান্ডিং জেনারেল এবং ৪১তম সম্মিলিত আর্মস আর্মির একজন ডেপুটি কমান্ডার। রাশিয়া-ইউক্রেন সংঘাতে এখন পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে আন্দ্রেই সবচেয়ে উচ্চপদস্থদের একজন ও প্রবীণ ব্যক্তিত্ব।

এপি জানায়, দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলের স্থানীয় কর্মকর্তাদের একটি সংগঠন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা স্পষ্ট করেনি সংগঠনটি।

অন্যদিকে দ্য ইনডিপেনডেন্ট একটি সামরিক সূত্রের বরাত দিয়ে লিখেছে, মেজর জেনারেল সুখভেতস্কি একজন স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন। 

ইনডিপেনডেন্টের ওই প্রতিবেদনের আরও বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ জনগণকে যুদ্ধের অগ্রগতি জানাতে আজ এক বক্তৃতা দেন। সেই বক্তৃতায় তিনি একজন জেনারেল নিহত হওয়ার কথা উল্লেখ করেছেন। তবে জেনারেলের নাম বলেননি। 

কমব্যাট ব্রাদারহুড রাশিয়ান ভেটেরান্স গ্রুপের একজন উপপ্রধান সের্গেই চিপিলেভ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এটা অত্যন্ত দুঃখজনক সংবাদ যে আমাদের বন্ধু মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি যুদ্ধ চলাকালে ইউক্রেনের ভূখণ্ডে নিহত হয়েছেন। আমরা তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। 

৪৭ বছর বয়সী সুখভেতস্কি সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন। তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে নভোরোসিস্কে। 

এদিকে রুশ সংবাদপত্র প্রাভদা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে লিখেছে, সুখভেতস্কি ১৯৯৫ সালে রিয়াজান হায়ার এয়ারবর্ন কমান্ড স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন। তিনি একজন প্লাটুন কমান্ডার হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত