Ajker Patrika

কিয়েভ-সুমিতে রাশিয়ার আক্রমণে নিহত ৬: ইউক্রেন

কিয়েভ-সুমিতে রাশিয়ার আক্রমণে নিহত ৬: ইউক্রেন

ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং পূর্বাঞ্চলীয় শহর সুমিতে রাশিয়ার কামিকাজ ড্রোন হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। ইউক্রেনের কর্মকর্তারা স্থানীয় সময় আজ সোমবার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপ-প্রধান পরিচালক কিরিলো তিমোশেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘এখন পর্যন্ত আবাসিক ভবনে রাশিয়ার কামিকাজ ড্রোন হামলা চালানোর ফলে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এরই মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ চলমান।’ 

অপরদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সুমিতেও রাশিয়ার হামলায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সুমির গভর্নর হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। গভর্নর দিমিত্রো ঝিভৎস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আজ (সোমবার) সকাল ৫টা ২০ মিনিটে রাশিয়ার বেশ কয়েকটি রকেট আমাদের বেসামরিক অবকাঠামোয় আঘাত করে। এই হামলায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৯ জন।’ তিনি জানান, এখনো ধ্বংসস্তূপের নিচে অনেকেই রয়ে গেছেন। 

এদিকে, স্থানীয় সময় আজ সোমবার সকালে কিয়েভে অন্তত ২৮টি কামিকাজ ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছেন কিয়েভের গভর্নর ভিতালি ক্লিৎস্কো। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে নিজস্ব চ্যানেলে ক্লিৎস্কো লিখেছেন, ‘আজ সকালে কিয়েভের দিকে ২৮টি ড্রোন উড়ে আসে। আমাদের সশস্ত্র বাহিনী এবং আকাশ প্রতিরক্ষাবাহিনীকে ধন্যবাদ। তাঁরা অধিকাংশই উড়ন্ত শত্রুদের ধ্বংস করেছে।’ 

উল্লেখ্য, আজ সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ থেকে ৬টা ৫৮ মিনিটের মধ্যে কিয়েভের শেভচেনকিভস্কি উপশহরে তিনটি ড্রোন বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া বিস্ফোরণের ঠিক আগ মুহূর্তে এয়ার সাইরেন দিয়ে হামলার আগাম সতর্কবার্তা দেওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে। এর আগে গত ১৩ অক্টোবর ইরানের তৈরি ‘কামিকাজ ড্রোন’ দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়েছিল রাশিয়া। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত