Ajker Patrika

ইউক্রেনের স্কুলে বোমা ফেলল রুশ বাহিনী, নিহত ২

আপডেট : ০৮ মে ২০২২, ১৩: ১০
ইউক্রেনের স্কুলে বোমা ফেলল রুশ বাহিনী, নিহত ২

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের একটি স্কুলে শক্তিশালী বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে অনেকে। স্কুলটিকে একটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল, যেখানে ৯০ জন মানুষ লুকিয়ে ছিল। লুহানস্কের সামরিক প্রশাসকের টেলিগ্রাম পোস্টের বরাত দিয়ে এসব জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এবং ইউক্রেনের গণমাধ্যম প্রাভদা ও কিয়েভ ইনডিপেনডেন্ট। 

লুহানস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সের্হি হাইদাই সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেছেন, রুশ বাহিনীর গোলার আঘাত থেকে বাঁচতে প্রাণভয়ে লুহানস্কের বিলোহোরিভকা গ্রামের অন্তত ৯০ জন ওই গ্রামের একটি স্কুল ভবনে আশ্রয় নিয়েছিল। সেখানে গতকাল শনিবার রুশ বাহিনী বোমা ফেলেছে। এর আগের দিন রুশ সেনারা গ্রামটির একটি ক্লাবঘরে হামলা চালিয়েছিল। 

স্কুল ভবনের ধ্বংসস্তূপ থেকে ইতিমধ্যে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। উদ্ধার কার্যক্রম এখনো চলছে। হাইদাই আরও বলেন, ‘বিলোহোরিভকা গ্রামটি লিসিচানস্কের কাছে অবস্থিত। এখানে প্রায় এক সপ্তাহ ধরে যুদ্ধ করছে রাশিয়া ও ইউক্রেনের সেনারা।’ 

তবে এ হামলার সত্যতা আল-জাজিরা যাচাই করতে পারেনি। 

গতকাল রুশ বাহিনী লুহানস্কের প্রিভিলিয়া শহরেও গোলাবর্ষণ করেছে। এতে দুই শিশু নিহত হয়েছে এবং আরও দুই শিশুসহ এক নারী আহত হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত