Ajker Patrika

রাশিয়া ও বেলারুশে সব কার্যক্রম স্থগিত করেছে এয়ারবিএনবি

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১২: ৩৫
রাশিয়া ও বেলারুশে সব কার্যক্রম স্থগিত করেছে এয়ারবিএনবি

অনলাইনে ঘর ভাড়া দেওয়া-নেওয়ার সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারবিএনবি রাশিয়া ও বেলারুশে তাদের সব কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান চেস্কি এক টুইটার পোস্টের মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর বিশ্বের বহু প্রতিষ্ঠান রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ শুরু করে। এই দলে রয়েছে গুগল, ফেসবুক, মাস্টারকার্ড, আমাজন, সুইফটসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান। এই দলে সর্বশেষ যোগ দিল এয়ারবিএনবি।

গত ২৭ ফেব্রুয়ারি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার নিরাপত্তা নীতির প্রধান নাথানিয়েল গ্লিচার এক টুইট বার্তায় বলেন, মেটার যেকোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যমে বিজ্ঞাপন চালানো নিষিদ্ধ করা হয়েছে।

অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম আরটিসহ অন্য চ্যানেলগুলোর তাদের ওয়েবসাইট, অ্যাপ ও ইউটিউবের মাধ্যমে বিজ্ঞাপন থেকে আসা অর্থ গ্রহণের সুবিধা স্থগিত করেছে গুগল।

গত ১ মার্চ আর্থিক লেনদেনের আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক মাস্টারকার্ড তাদের ‘ট্রানজিকশন’ থেকে রাশিয়াকে নিষিদ্ধ করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রুশ হামলার কারণে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার অংশ হিসেবে মাস্টারকার্ড তাদের পেমেন্ট গেটওয়ে থেকে রাশিয়ার লেনদেন বন্ধ করে দিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত