যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল মার্ক মিলির সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন রাশিয়ার সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জেরাসিমভ। তাঁর ইউক্রেনের সেনাবাহিনী কর্তক নিজ দেশেই তেজস্ক্রিয়তা সম্পন্ন ‘ডার্টি বোমা’ ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। স্থানীয় সময় আজ সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ‘আলোচনায় ইউক্রেনের সেনাবাহিনী কর্তৃক “ডার্টি বোমা” ব্যবহার নিয়ে কথা বলেছেন দুই জেনারেল।’ তবে তাদের আলোচনার বিষয়ে বিস্তারিত জানায়নি রুশ বা মার্কিন প্রতিরক্ষা বিভাগ।
এর আগে, ইউক্রেন ইস্যুতে বিরল এক টেলিফোন আলাপে যুক্ত হয়েছিলেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীরা। গত শুক্রবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন পরস্পর আলোচনা করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয় দেশই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ দুই শীর্ষ কর্মকর্তা কী কী আলোচনা করেছেন, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি কোনো পক্ষ থেকেই। উভয় পক্ষই জানিয়েছে, তাঁরা ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করেছেন।
দুই মন্ত্রীর আলোচনার পর মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে, শোইগুর সঙ্গে আলোচনার সময় লয়েড অস্টিন ইউক্রেন যুদ্ধ চলমান থাকায় উভয় দেশের মধ্যে যোগাযোগব্যবস্থা চালু রাখার বিষয়ে জোর দিয়েছেন। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছ, ইউক্রেন যুদ্ধের বর্তমান অবস্থা এবং বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে চলমান প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল মার্ক মিলির সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন রাশিয়ার সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জেরাসিমভ। তাঁর ইউক্রেনের সেনাবাহিনী কর্তক নিজ দেশেই তেজস্ক্রিয়তা সম্পন্ন ‘ডার্টি বোমা’ ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। স্থানীয় সময় আজ সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ‘আলোচনায় ইউক্রেনের সেনাবাহিনী কর্তৃক “ডার্টি বোমা” ব্যবহার নিয়ে কথা বলেছেন দুই জেনারেল।’ তবে তাদের আলোচনার বিষয়ে বিস্তারিত জানায়নি রুশ বা মার্কিন প্রতিরক্ষা বিভাগ।
এর আগে, ইউক্রেন ইস্যুতে বিরল এক টেলিফোন আলাপে যুক্ত হয়েছিলেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীরা। গত শুক্রবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন পরস্পর আলোচনা করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয় দেশই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ দুই শীর্ষ কর্মকর্তা কী কী আলোচনা করেছেন, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি কোনো পক্ষ থেকেই। উভয় পক্ষই জানিয়েছে, তাঁরা ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করেছেন।
দুই মন্ত্রীর আলোচনার পর মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে, শোইগুর সঙ্গে আলোচনার সময় লয়েড অস্টিন ইউক্রেন যুদ্ধ চলমান থাকায় উভয় দেশের মধ্যে যোগাযোগব্যবস্থা চালু রাখার বিষয়ে জোর দিয়েছেন। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছ, ইউক্রেন যুদ্ধের বর্তমান অবস্থা এবং বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে চলমান প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয়েছে।
আহত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, শুধু বাংলায় কথা বলার কারণে তাঁদের লক্ষ্যবস্তু করা হয়। হামলার পর রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর।
১ ঘণ্টা আগেইউক্রেনে আবারও বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় একজন নিহত হয়েছে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গতকাল রাতভর ইউক্রেনের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, কমপক্ষে ৬১৪টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়
১ ঘণ্টা আগেতিব্বতে বিরল সফর করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। অঞ্চলটিতে চীনা শাসন প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে এ সফর করলেন তিনি। কাতারি সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার আঞ্চলিক রাজধানী লাসায় পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানাতে প্রায় ২০ হাজার কর্মকর্তা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন
২ ঘণ্টা আগেশানুকে নিয়মিতই শারীরিক নির্যাতন ও বডি শেমিং করতেন শিবম। শানু বলেন, ‘আমার গড়পড়তা উচ্চতা এবং গায়ের রং ফরসা থাকা সত্ত্বেও আমাকে কুৎসিত বলে অপমান করতেন। তিনি ইউটিউব ও ইনস্টাগ্রামে নারীদের অশ্লীল ভিডিও দেখতেন এবং বলতেন, আমি নাকি তার জীবন নষ্ট করছি।
২ ঘণ্টা আগে