Ajker Patrika

যুক্তরাজ্যের তাপমাত্রা পৌঁছাতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াসে, জরুরি অবস্থা জারি

আপডেট : ১৮ জুলাই ২০২২, ০৮: ৩০
যুক্তরাজ্যের তাপমাত্রা পৌঁছাতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াসে, জরুরি অবস্থা জারি

যুক্তরাজ্যের তাপমাত্রা পৌঁছাতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াসে। এরই মধ্যে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্কটল্যান্ড ও ওয়ালসে জারি করা সতর্কতা আগামী মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয়েছে। 

রাজধানীতে যাত্রীদের প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন। 

আবহাওয়া দপ্তর তাদের ওয়েবসাইটে বলেছে, ‘সোমবার এবং তারপর আবার মঙ্গলবারও মাত্রাতিরিক্ত, সম্ভবত রেকর্ডভাঙা তাপমাত্রা দেখা যেতে পারে।’ 

উল্লেখ্য, যুক্তরাজ্যে এর আগে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে যুক্তরাজ্যের মতো আরও বেশ কয়েকটি দেশেই দাবদাহ চলছে। গত বৃহস্পতিবার পর্তুগালের মধ্য ও উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা জুলাই মাসের মধ্যে সর্বোচ্চ। গত শুক্রবার দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বৃহস্পতিবার স্পেনে ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। 

আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করেছেন আবহাওয়াবিদেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত