Ajker Patrika

ইহুদিবিদ্বেষী মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন পুতিন: ইসরায়েল

আপডেট : ০৬ মে ২০২২, ১১: ১২
ইহুদিবিদ্বেষী মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন পুতিন: ইসরায়েল

হিটলারের শরীরে ‘ইহুদি রক্ত’ ছিল—রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের এমন মন্তব্যের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

ইসরায়েলের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কাছে ক্ষমা চেয়েছেন। 

গত রোববার ইতালির একটি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় সের্গেই লাভরভ বলেছিলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইহুদি হওয়া সত্ত্বেও তিনি ইহুদিবিদ্বেষী। হিটলারের শরীরেও ‘‘ইহুদি রক্ত’’ ছিল। ইহুদিরাই সবচেয়ে বেশি ইহুদিবিদ্বেষী হয়।’ 

লাভরভের এমন মন্তব্যের পর ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। দেশটির প্রধানমন্ত্রী বেনেট বলেন, ‘এ ধরনের মিথ্যা কথার অর্থ হচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়ংকর অপরাধের জন্য ইহুদিদের দোষারোপ করা এবং ইহুদি নিপীড়কদের দায়মুক্ত করা।’ তিনি রাশিয়াকে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান। 

এরপর গতকাল বৃহস্পতিবার বেনেটের কার্যালয় জানাল, পুতিন ক্ষমা প্রার্থনা করেছেন এবং ইহুদি জনগণ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্মৃতির প্রতি তাঁর মনোভাব পরিষ্কার করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।’ 

তবে পুতিনের ক্ষমা চাওয়ার বিষয়টি অস্বীকার করেছে রাশিয়া। দেশটি বলেছে, পুতিন ক্ষমা চাননি। দুই রাষ্ট্রপ্রধান হলোকাস্ট নিয়ে আলোচনা করেছেন। সেখানে ক্ষমা চাওয়ার কোনো প্রসঙ্গ ছিল না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত