Ajker Patrika

এবার দীর্ঘতম রোজা আইসল্যান্ডে, স্বল্পদৈর্ঘ্য দক্ষিণপ্রান্তে

এবার দীর্ঘতম রোজা আইসল্যান্ডে, স্বল্পদৈর্ঘ্য দক্ষিণপ্রান্তে

ত্যাগ ও সংযমের বার্তা নিয়ে হাজির হচ্ছে মাহে রমজান।  ইসলামের শরিয়াহ অনুযায়ী,  সূর্যোদয়ের আগেই খেয়ে নিতে হয় সেহরি। আর ইফতার করতে হয় সূর্যাস্তের পর। এর মাঝে নেই কোনো খাদ্য গ্রহণের সুযোগ। তবে ভৌগলিক অবস্থানের কারণে লম্বা সময় উপোস থাকার কারণে কারো কারো জন্য রোজা অপেক্ষাকৃত কঠিন হয়ে ওঠে।

বিশ্বের কোনো কোনো দেশে ধর্মপ্রাণ মুসলমানদের ইফতারের কয়েক ঘণ্টা পরই সেহরি খেতে হয়।  আবার এবার বিশ্বে মুসলমানদের সবচেয়ে বেশি ২০ ঘণ্টা রোজা পালন করতে হবে ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, উত্তর ইউরোপের দ্বীপরাষ্ট্র আইসল্যান্ডের রেইকাজিক শহরে বাস করা মুসলমানদের এবার প্রায় ২০ ঘণ্টা রোজা পালন করতে হবে। এছাড়া উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত একটি সুবৃহৎ দ্বীপ গ্রিনল্যান্ডের নুক শহরের মুসলিমদেরকেও এবার ২০ ঘণ্টা ধরে সিয়াম পালন করতে হবে।

এছাড়া এবার বিশ্বে সবচেয়ে কম সময় রোজা রাখতে হবে ১১ থেকে ১২ ঘণ্টা। এসব দেশের তালিকায় রয়েছে পৃথিবীর দক্ষিণ গোলার্ধের প্রান্তবর্তী দেশ দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, অস্ট্রেলিয়া, চিলি এবং নিউজিল্যান্ডের নাম।

উল্লেখ্য, বাংলাদেশে এবার ১৪ থেকে ১৫ ঘণ্টা রোজা রাখতে হবে। এছাড়া নরওয়ের কিছু অঞ্চলে ২০ এপ্রিল থেকে ২২ আগস্ট পর্যন্ত সূর্যাস্ত হবে না। এসব অঞ্চলের মানুষ মক্কা অথবা পার্শ্ববর্তী মুসলিম দেশগুলোর সঙ্গে সময় মিলিয়ে রোজা পালন করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত