রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চল দনবাসে ব্যাপক হামলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার শুরু হওয়া এই হামলাকে ইউক্রেনের কর্মকর্তারা যুদ্ধের দ্বিতীয় পর্ব হিসেবে অভিহিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘রাশিয়া সেখানে যতই সৈন্য পাঠাক না কেন, আমরা যুদ্ধ চালিয়ে যাব। আমরা নিজেদের রক্ষা করব।’ ইউক্রেনের সেনাপ্রধান অ্যান্ড্রি ইয়ারমাক ইউক্রেনীয়দের আশ্বস্ত করে বলেছেন, ‘দ্বিতীয় পর্বে শুরু হওয়া যুদ্ধ আমরা ঠেকিয়ে দিতে পারব। আমাদের সেনাবাহিনীর শক্তির ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।’
ইউক্রেনের স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, দোনেৎস্ক, মারিংকা, স্লাভিয়ানস্ক ও ক্রামতোর্স্কে ব্যাপক গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। এ ছাড়া ইউক্রেনের উত্তর-পূর্বে খারকিভ, দক্ষিণে মাইকোলাইভ এবং দক্ষিণ-পূর্বে জাপোরিঝিয়াতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিমান হামলার সাইরেনের শব্দও শোনা গেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
রয়টার্স জানিয়েছে, এসব হামলার খবরের সত্যতা তাৎক্ষণিকভাবে তারা যাচাই করতে পারেনি।
ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি ড্যানিলভ বলেছেন, ‘রুশ বাহিনী দোনেৎস্ক, লুহানস্ক ও খারকিভ অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর প্রতিরোধব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা করছে।’ তিনি আরও বলেন, ‘রুশ বাহিনী কিয়েভ দখলের চেষ্টার পর এখন দনবাস দখলের চেষ্টা করছে। এই আক্রমণ প্রত্যাশিতই ছিল। তারা দনবাস আক্রমণের জন্য দীর্ঘ প্রস্তুতি নিয়েছে।’
কৌশলগত কারণে দনবাস খুব গুরুত্বপূর্ণ অঞ্চল। এটি কয়লা, ইস্পাতসহ ইউক্রেনের বেশির ভাগ শিল্পসম্পদের আবাসস্থল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতারাতি ইউক্রেনের শত শত সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চল দনবাসে ব্যাপক হামলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার শুরু হওয়া এই হামলাকে ইউক্রেনের কর্মকর্তারা যুদ্ধের দ্বিতীয় পর্ব হিসেবে অভিহিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘রাশিয়া সেখানে যতই সৈন্য পাঠাক না কেন, আমরা যুদ্ধ চালিয়ে যাব। আমরা নিজেদের রক্ষা করব।’ ইউক্রেনের সেনাপ্রধান অ্যান্ড্রি ইয়ারমাক ইউক্রেনীয়দের আশ্বস্ত করে বলেছেন, ‘দ্বিতীয় পর্বে শুরু হওয়া যুদ্ধ আমরা ঠেকিয়ে দিতে পারব। আমাদের সেনাবাহিনীর শক্তির ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।’
ইউক্রেনের স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, দোনেৎস্ক, মারিংকা, স্লাভিয়ানস্ক ও ক্রামতোর্স্কে ব্যাপক গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। এ ছাড়া ইউক্রেনের উত্তর-পূর্বে খারকিভ, দক্ষিণে মাইকোলাইভ এবং দক্ষিণ-পূর্বে জাপোরিঝিয়াতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিমান হামলার সাইরেনের শব্দও শোনা গেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
রয়টার্স জানিয়েছে, এসব হামলার খবরের সত্যতা তাৎক্ষণিকভাবে তারা যাচাই করতে পারেনি।
ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি ড্যানিলভ বলেছেন, ‘রুশ বাহিনী দোনেৎস্ক, লুহানস্ক ও খারকিভ অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর প্রতিরোধব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা করছে।’ তিনি আরও বলেন, ‘রুশ বাহিনী কিয়েভ দখলের চেষ্টার পর এখন দনবাস দখলের চেষ্টা করছে। এই আক্রমণ প্রত্যাশিতই ছিল। তারা দনবাস আক্রমণের জন্য দীর্ঘ প্রস্তুতি নিয়েছে।’
কৌশলগত কারণে দনবাস খুব গুরুত্বপূর্ণ অঞ্চল। এটি কয়লা, ইস্পাতসহ ইউক্রেনের বেশির ভাগ শিল্পসম্পদের আবাসস্থল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতারাতি ইউক্রেনের শত শত সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
ওড়িশার ভুবনেশ্বরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে মুর্শিদাবাদের আটজন শ্রমিক নৃশংস হামলার শিকার হয়েছেন। ঘটনা ঘটেছে গত ২৪ আগস্ট গভীর রাতে। শ্রমিকেরা মহাবীরনগরের একটি প্রজেক্টে সারা দিনের কাজ শেষে ঘুমিয়ে ছিলেন। স্থানীয় কিছু দুষ্কৃতকারী তাঁদের ওপর চড়াও হয়ে লাঠি, বাঁশ ও লোহার রড দিয়ে আক্রমণ চালায়...
৩২ মিনিট আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বেশির ভাগ শুল্ককে ‘অবৈধ’ বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। এই রায় ট্রাম্পের বৈদেশিক নীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেভারতের কর্ণাটক রাজ্যে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। কালাবুরগি জেলার মেলাকুন্ডা গ্রামে নিজের মেয়েকে হত্যা করেছেন এক বাবা। কারণ, মেয়েটি ভিন্ন জাতের এক তরুণের সঙ্গে ের সম্পর্কে জড়িয়ে পড়েছিল।
২ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশ রাজ্যের সাম্ভল জেলায় গত বছরের নভেম্বরে সংঘটিত সহিংসতার তদন্ত কমিশনের প্রতিবেদন ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। গতকাল শুক্রবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রতিবেদনটি প্রকাশ করে দাবি করেন...
২ ঘণ্টা আগে