এ বছর শান্তিতে নোবেল বিজয়ী রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়ালকে ক্রেমলিন থেকে পুরস্কার না নিতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘ সময় ধরে রাশিয়ায় নাগরিক অধিকার নিয়ে কাজ করা সংস্থাটির প্রধান ইয়ান রাচিনস্কি ওই অভিযোগ করেছেন।
রাচিনস্কি জানান, ক্রেমলিন কর্তৃপক্ষ নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করতে বলেছিল তাঁকে। তাদের সঙ্গে এবার যৌথভাবে বিজয়ী ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিস এবং বেলারুশের কারাবন্দী মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কিকে নোবেল পুরস্কার পাওয়ার ‘অনুপযুক্ত’ বলা হয়।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মেমোরিয়ালের প্রধান রাচিনস্কি বলেন, তাঁর প্রতিষ্ঠানকে পুরস্কার প্রত্যাখ্যান করার যে পরামর্শ দেওয়া হয়েছে, তা স্বাভাবিকভাবেই গ্রহণ করা হয়নি।
মেমোরিয়াল রাশিয়ায় মানবাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। গত বছরের শেষ দিকে এটি বন্ধের নির্দেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট। তবে রাচিনস্কি বলেছেন, মেমোরিয়ালের কার্যক্রম এখনো অপরিহার্যই রয়ে গেছে।
তিনি আরও বলেন, ‘বর্তমানে রাশিয়ায় কারও ব্যক্তিগত নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, অনেককে হত্যা করা হয়েছে ঠিক, কিন্তু আমরা জানি দেশের দায়মুক্তি কীভাবে হবে। আমাদের এই গহ্বর থেকে যেভাবে হোক বের হতে হবে।’
এদিকে শনিবার নরওয়ের অসলোর সিটি হলে এ বছরের নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার নেওয়ার সময় দেওয়া বক্তব্যে ইউক্রেন যুদ্ধের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘উন্মাদ ও অপরাধী’ উল্লেখ করে কঠোর সমালোচনা করেছেন রাচিনস্কি।
অন্যদিকে ইউক্রেনের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ওলেক্সান্দ্রা মাতভিচুক তাঁর বক্তব্যে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর ‘যুদ্ধাপরাধের’ বিচারের জন্য একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আহ্বান জানিয়েছেন তিনি। মাতভিচুক বলেন, ‘আমাদের একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং পুতিন, লুকাশেঙ্কো ও অন্য যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।’
এ বছর শান্তিতে নোবেল বিজয়ী রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়ালকে ক্রেমলিন থেকে পুরস্কার না নিতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘ সময় ধরে রাশিয়ায় নাগরিক অধিকার নিয়ে কাজ করা সংস্থাটির প্রধান ইয়ান রাচিনস্কি ওই অভিযোগ করেছেন।
রাচিনস্কি জানান, ক্রেমলিন কর্তৃপক্ষ নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করতে বলেছিল তাঁকে। তাদের সঙ্গে এবার যৌথভাবে বিজয়ী ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিস এবং বেলারুশের কারাবন্দী মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কিকে নোবেল পুরস্কার পাওয়ার ‘অনুপযুক্ত’ বলা হয়।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মেমোরিয়ালের প্রধান রাচিনস্কি বলেন, তাঁর প্রতিষ্ঠানকে পুরস্কার প্রত্যাখ্যান করার যে পরামর্শ দেওয়া হয়েছে, তা স্বাভাবিকভাবেই গ্রহণ করা হয়নি।
মেমোরিয়াল রাশিয়ায় মানবাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। গত বছরের শেষ দিকে এটি বন্ধের নির্দেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট। তবে রাচিনস্কি বলেছেন, মেমোরিয়ালের কার্যক্রম এখনো অপরিহার্যই রয়ে গেছে।
তিনি আরও বলেন, ‘বর্তমানে রাশিয়ায় কারও ব্যক্তিগত নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, অনেককে হত্যা করা হয়েছে ঠিক, কিন্তু আমরা জানি দেশের দায়মুক্তি কীভাবে হবে। আমাদের এই গহ্বর থেকে যেভাবে হোক বের হতে হবে।’
এদিকে শনিবার নরওয়ের অসলোর সিটি হলে এ বছরের নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার নেওয়ার সময় দেওয়া বক্তব্যে ইউক্রেন যুদ্ধের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘উন্মাদ ও অপরাধী’ উল্লেখ করে কঠোর সমালোচনা করেছেন রাচিনস্কি।
অন্যদিকে ইউক্রেনের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ওলেক্সান্দ্রা মাতভিচুক তাঁর বক্তব্যে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর ‘যুদ্ধাপরাধের’ বিচারের জন্য একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আহ্বান জানিয়েছেন তিনি। মাতভিচুক বলেন, ‘আমাদের একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং পুতিন, লুকাশেঙ্কো ও অন্য যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।’
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৩ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৩ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৪ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে