Ajker Patrika

খাসোগির মামলা সৌদি আরবের কাছে হস্তান্তর করেছে তুরস্ক

খাসোগির মামলা সৌদি আরবের কাছে হস্তান্তর করেছে তুরস্ক

সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার ঘটনায় চলমান মামলা ইস্তাম্বুলের আদালতে স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে মামলাটি সৌদি আরবের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার এই মামলা হস্তান্তর করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এর আগে তুরস্কের প্রসিকিউটর আদালতকে বলেন, এ মামলায় আদালতের আদেশ বাস্তবায়ন করা সম্ভব নয়। কেননা, অভিযুক্তরা সবাই বিদেশি নাগরিক। এ কারণে তুরস্কের বিচার মন্ত্রণালয় মামলাটি সৌদি আরবে স্থানান্তরের আবেদন করে।

পরে তুরস্কের বিচার মন্ত্রণালয় জানায়, মামলাটি সৌদি আরবে স্থানান্তরের আবেদন অনুমোদিত হবে।

২০১৮ সালের ২ অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে গিয়ে খুন হয়েছিলেন ওয়াশিংটন পোস্টের কলাম লেখক জামাল খাসোগি। তুর্কি বাগ্‌দত্তাকে বিয়ে করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে গিয়েছিলেন তিনি। খাসোগি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তুরস্ক ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কে দূরত্ব দেখা দেয়। অনেকেই এ হত্যার পেছনে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততার কথা বলে থাকেন। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনেও এমন ইঙ্গিত করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত