Ajker Patrika

তুরস্কে দ্বিতীয় দফা ভূমিকম্প, নিহত বেড়ে ১৭০০ 

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ৫৭
তুরস্কে দ্বিতীয় দফা ভূমিকম্প, নিহত বেড়ে ১৭০০ 

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরই আরেকটি বড় ধরনের ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের কাহরামানমারাস প্রদেশের এলবিস্তান এলাকায়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৫। 

এদিকে বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ৭০০ ছাড়িয়েছে। আহত ৭ হাজারের বেশি। তুরস্কেই প্রাণ গেছে ১ হাজারের বেশি মানুষের। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সকালের ভূমিকম্পে তুরস্কে ১ হাজার ১৪ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৫ হাজারের বেশি। 

  তুরস্ক ও সিরিয়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৭০০ ছাড়িয়েছে

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক টুইটার পোস্টে বলেন, ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আমাদের সব নাগরিককে সমবেদনা জানাই। আশা করি আমরা দ্রুত এ বিপর্যয় কাটিয়ে উঠতে পারব।’ 

অন্যদিকে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ায় ভূমিকম্পে প্রাণ গেছে ৭৮৭ জনের। আহত হয়েছেন অন্তত ২ হাজার মানুষ। অনেকে এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানায় সংস্থাটি। 

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরই আরেকটি ভূমিকম্প হয়দুই দেশেই হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার ভবন। তুরস্কেই প্রায় তিন হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। 

ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ভোর ৪টা ১৭ মিনিটের দিকে সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রথম ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তুরস্কের গাজিয়ানটেপ শহরের ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরে। তখন বেশির ভাগ মানুষ ঘুমিয়েছিলেন। তাই হতাহতের সংখ্যা এত বেশি বলে ধারণা করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত