Ajker Patrika

সুইডেনে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩ জন আহত 

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ২০: ১৫
সুইডেনে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩ জন আহত 

সুইডেনে কোরআন পোড়ানোর অভিযোগে ঘটনায় সৃষ্ট দাঙ্গায় পুলিশের গুলিতে তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রোববার সুইডিশ শহর নরকপিংয়ে এই ঘটনা ঘটে। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।

সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন সহিংসতার নিন্দা জানিয়েছেন। 

সুইডিশ পুলিশ এক অনলাইন বিবৃতিতে জানিয়েছে, ‘তিনজন লোক আঘাতপ্রাপ্ত হয়েছেন। বর্তমানে তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আঘাতগুলো প্রাণঘাতী নয়। আহত এই তিনজনকে অপরাধ সংঘটনের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।’ 

পুলিশ আরও জানিয়েছে, রোববার সন্ধ্যায় নরকপিংয়ের পরিস্থিতি শান্ত ছিল। 

গত কয়েক দিন ধরেই পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বেশ বড় আকারের সংঘর্ষের ঘটনা ঘটছে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহতও হয়েছেন এবং একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার ডেনমার্কের উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা রাসমুস পলুডান  আয়োজিত একটি বিক্ষোভের পর সহিংসতা শুরু হয়। পলুডান  খ্রিষ্ট ধর্মের উৎসব ইস্টার সানডের সপ্তাহান্তে সুইডেন জুড়ে একাধিক বিক্ষোভের অনুমতি পেয়েছিলেন। তাঁর আয়োজিত বিক্ষোভে কোরআন পোড়ানোর ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। পলুডান একজন ড্যানিশ-সুইডিশ রাজনীতিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত