আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের উদ্যোগে আয়োজিত বেল্ট অ্যান্ড রোড ফোরামের সম্মেলনে যোগ দিতে পারেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে ক্রেমলিনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনের শিশু জোরপূর্বক রাশিয়ায় পাচারের অভিযোগে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে চলতি বছরের মার্চের মাঝামাঝি সময়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই অভিযোগে রাশিয়ার শীর্ষ এক নারী কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
সূত্রটি জানিয়েছে, ক্রেমলিন আগামী অক্টোবরে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বেল্ট অ্যান্ড রোড ফোরামের বৈঠকে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পুতিন। সূত্রটি আরও জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং পুতিনকে বেল্ট অ্যান্ড রোড ফোরামের বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। পুতিনও এই আয়োজনে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন।
২০২২ সালের শুরু থেকেই চীন ও রাশিয়া পরস্পরের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠেছে। রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনে পাঠানোর ঠিক আগমুহূর্তে চীন সফর করেন পুতিন। সে সময় তিনি চীন ও রাশিয়ার বন্ধুত্বকে সীমাহীন বলে আখ্যা দেন।
এর পর থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক, সামরিকসহ সব খাতেই সহযোগিতা ক্রমেই বৃদ্ধি পেয়েছে। তারই ধারাবাহিকতায় রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলেও বেইজিং তার সমালোচনা করেনি বা রাশিয়ার পাশ থেকে সরেও আসেনি। বরং রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার নিন্দা করেছে।
উল্লেখ্য, এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট দক্ষিণ আফ্রিকায় হয়ে যাওয়া ব্রিকস জোটের সম্মেলনে যোগ দিতে চাইলেও পারেননি। আইসিসির রোম চুক্তিতে স্বাক্ষরকারী হওয়ায় আইসিসির আইন মানার বাধ্যবাধকতা ছিল দেশটির। পরে বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি এড়াতে সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নেন পুতিন। তবে চীন এখনো রোম চুক্তিতে স্বাক্ষর করেনি। তাই দেশটির জন্য গ্রেপ্তারি পরোয়ানা মানা বাধ্যতামূলক নয়।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের উদ্যোগে আয়োজিত বেল্ট অ্যান্ড রোড ফোরামের সম্মেলনে যোগ দিতে পারেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে ক্রেমলিনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনের শিশু জোরপূর্বক রাশিয়ায় পাচারের অভিযোগে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে চলতি বছরের মার্চের মাঝামাঝি সময়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই অভিযোগে রাশিয়ার শীর্ষ এক নারী কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
সূত্রটি জানিয়েছে, ক্রেমলিন আগামী অক্টোবরে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বেল্ট অ্যান্ড রোড ফোরামের বৈঠকে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পুতিন। সূত্রটি আরও জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং পুতিনকে বেল্ট অ্যান্ড রোড ফোরামের বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। পুতিনও এই আয়োজনে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন।
২০২২ সালের শুরু থেকেই চীন ও রাশিয়া পরস্পরের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠেছে। রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনে পাঠানোর ঠিক আগমুহূর্তে চীন সফর করেন পুতিন। সে সময় তিনি চীন ও রাশিয়ার বন্ধুত্বকে সীমাহীন বলে আখ্যা দেন।
এর পর থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক, সামরিকসহ সব খাতেই সহযোগিতা ক্রমেই বৃদ্ধি পেয়েছে। তারই ধারাবাহিকতায় রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলেও বেইজিং তার সমালোচনা করেনি বা রাশিয়ার পাশ থেকে সরেও আসেনি। বরং রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার নিন্দা করেছে।
উল্লেখ্য, এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট দক্ষিণ আফ্রিকায় হয়ে যাওয়া ব্রিকস জোটের সম্মেলনে যোগ দিতে চাইলেও পারেননি। আইসিসির রোম চুক্তিতে স্বাক্ষরকারী হওয়ায় আইসিসির আইন মানার বাধ্যবাধকতা ছিল দেশটির। পরে বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি এড়াতে সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নেন পুতিন। তবে চীন এখনো রোম চুক্তিতে স্বাক্ষর করেনি। তাই দেশটির জন্য গ্রেপ্তারি পরোয়ানা মানা বাধ্যতামূলক নয়।
পাকিস্তানের স্বাধীনতা দিবসে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ওয়াশিংটন পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ ও হাইড্রোকার্বন খাতে সহযোগিতায় আগ্রহী। বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা গুরুত্বপূর্ণ খনিজ, হাইড্রোকার্বনসহ নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলো খুঁজে দেখতে...
১ ঘণ্টা আগেকোকা-কোলা তাদের জনপ্রিয় কোমল পানীয় ‘অ্যাপলটাইজার’ বাজার থেকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। ধারণা করা হচ্ছে, বিপজ্জনক মাত্রার রাসায়নিক উপাদান থাকার আশঙ্কায় এমন নির্দেশনা দিয়েছে কোকা-কোলা। এ ছাড়া যুক্তরাজ্য ও ইউরোপের ক্রেতাদের এই পণ্য না খাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগেবিদেশি কোম্পানিগুলোকে বিরল খনিজ মজুত না করার নির্দেশ দিয়েছে চীন। বৈশ্বিক প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ এ খনিজের সরবরাহে প্রভাব বজায় রাখতে এবং সম্ভাব্য রপ্তানি সীমাবদ্ধতার মধ্যে বিদেশে মজুত রোধ করতে এ পদক্ষেপ নিয়েছে বেইজিং।
২ ঘণ্টা আগেভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক হুমায়ুনের সমাধিসৌধ চত্বরে একটি গম্বুজ ধসে পড়েছে। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে অনেকের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনার খবর পাওয়া যায়।
৩ ঘণ্টা আগে