অর্থনৈতিক সংকটে ভুগছে আর্জেন্টিনা। সংকট থেকে উত্তরণের উপায় নিয়ে ক্ষমতাসীন জোটে দেখা দিয়েছে বিভক্তি। এর মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী মার্টিন গুজম্যান। শনিবার টুইটারে শেয়ার করা সাত পৃষ্ঠার এক বিবৃতিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ চুক্তির নেতৃত্ব দিচ্ছিলেন মার্টিন গুজম্যান। ঠিক কী কারণে তিনি পদত্যাগ করেছেন সেটি স্পষ্ট করে না জানালেও প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে সম্বোধন করে অভ্যন্তরীণ বিভাজন দূর করতে বলেছেন। টুইটারে শেয়ার করা বিবৃতিতে তিনি উল্লেখ করেন, পরবর্তী মন্ত্রী যেন তাঁর মতো অসুবিধায় না পড়েন। তাঁর মতে, ক্ষমতাসীন জোটের মধ্যে একটি চুক্তিতে কাজ করা অপরিহার্য।
মার্টিন গুজম্যানের পদত্যাগের ফলে অনিশ্চয়তার মুখে পড়ল লাতিন আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ আর্জেন্টিনা। আর্জেন্টিনার মুদ্রা পেসো বর্তমানে ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। মুদ্রাস্ফীতি ৬০ শতাংশের ওপরে। ডিজেলের ঘাটতির জন্য বিক্ষোভ করছেন ট্রাকচালকেরা।
দেশটির প্রেসিডেন্ট কার্যালয় বলেছে, নতুন অর্থমন্ত্রী ঠিক করতে মন্ত্রিপরিষদের সদস্য ও মিত্রদের নিয়ে একটি জরুরি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।
আর্জেন্টিনার সাবেক অর্থসচিব মিগুয়েল কিগুয়েল রয়টার্সকে বলেন, ‘নতুন অর্থমন্ত্রী হিসেবে যিনি দায়িত্বে আসবেন, তাঁর জন্য কাজটা বেশ কঠিন হবে। মুদ্রাস্ফীতি এ বছর ৮০ শতাংশে পৌঁছাতে পারে।’
উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে মার্টিন গুজম্যান মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তিনি প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারের সঙ্গে দ্বন্দ্ব ছিল।
অর্থনৈতিক সংকটে ভুগছে আর্জেন্টিনা। সংকট থেকে উত্তরণের উপায় নিয়ে ক্ষমতাসীন জোটে দেখা দিয়েছে বিভক্তি। এর মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী মার্টিন গুজম্যান। শনিবার টুইটারে শেয়ার করা সাত পৃষ্ঠার এক বিবৃতিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ চুক্তির নেতৃত্ব দিচ্ছিলেন মার্টিন গুজম্যান। ঠিক কী কারণে তিনি পদত্যাগ করেছেন সেটি স্পষ্ট করে না জানালেও প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে সম্বোধন করে অভ্যন্তরীণ বিভাজন দূর করতে বলেছেন। টুইটারে শেয়ার করা বিবৃতিতে তিনি উল্লেখ করেন, পরবর্তী মন্ত্রী যেন তাঁর মতো অসুবিধায় না পড়েন। তাঁর মতে, ক্ষমতাসীন জোটের মধ্যে একটি চুক্তিতে কাজ করা অপরিহার্য।
মার্টিন গুজম্যানের পদত্যাগের ফলে অনিশ্চয়তার মুখে পড়ল লাতিন আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ আর্জেন্টিনা। আর্জেন্টিনার মুদ্রা পেসো বর্তমানে ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। মুদ্রাস্ফীতি ৬০ শতাংশের ওপরে। ডিজেলের ঘাটতির জন্য বিক্ষোভ করছেন ট্রাকচালকেরা।
দেশটির প্রেসিডেন্ট কার্যালয় বলেছে, নতুন অর্থমন্ত্রী ঠিক করতে মন্ত্রিপরিষদের সদস্য ও মিত্রদের নিয়ে একটি জরুরি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।
আর্জেন্টিনার সাবেক অর্থসচিব মিগুয়েল কিগুয়েল রয়টার্সকে বলেন, ‘নতুন অর্থমন্ত্রী হিসেবে যিনি দায়িত্বে আসবেন, তাঁর জন্য কাজটা বেশ কঠিন হবে। মুদ্রাস্ফীতি এ বছর ৮০ শতাংশে পৌঁছাতে পারে।’
উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে মার্টিন গুজম্যান মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তিনি প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারের সঙ্গে দ্বন্দ্ব ছিল।
ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদের আনুষ্ঠানিক নাম পোপ। সম্প্রতি পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করায় পোপের পদটি খালি হয়েছে। আর কিছু দিন আগে ডোনাল্ড ট্রাম্প হাস্যরসের মাধ্যমে জানিয়েছিলেন, পোপ হিসেবে তিনিই নিজের প্রথম পছন্দ। এবার তিনি পোপের পোশাক পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার
১৬ মিনিট আগেপাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করেছে ভারত। শুধু তাই নয়, পাকিস্তানের পণ্যের জন্য ট্রানজিট এবং তৃতীয় কোনো দেশের বন্দর ব্যবহার করে পাকিস্তানি পণ্য আমদানিও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী
২০ মিনিট আগেপাকিস্তান থেকে এবার সব ধরনের আমদানি বন্ধ করল ভারত। ২০১৯ সালে কাশ্মীরের পুলওয়ামা হামলার পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছিল। সম্প্রতি পেহেলগাম হামলার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার।
৩ ঘণ্টা আগেজার্মানির প্রধান বিরোধী দলকে ‘উগ্রপন্থী’ সংগঠন হিসেবে চিহ্নিত করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। এই সিদ্ধান্তের ফলে দলটির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানোর পথ প্রশস্ত হলো। ফলে এমন পদক্ষেপকে দলটিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
৬ ঘণ্টা আগে