Ajker Patrika

ইতালিতে জাতীয় নির্বাচনে ডানপন্থীদের জয়ের আভাস

ইতালিতে জাতীয় নির্বাচনে ডানপন্থীদের জয়ের আভাস

ইতালির পার্লামেন্ট নির্বাচনের ভোটে নিজেদের জয়ী বলে দাবি করেছেন কট্টর ডানপন্থী জোটের নেতা জর্জিয়া মেলোনি। নির্বাচনের পর বুথ ফেরত জরিপেও একই আভাস মিলেছে। স্থানীয় সময় আজ সোমবার বুথ ফেরত জরিপ থেকে দেখা গেছে, মেলোনির কট্টর ডানপন্থী দল ব্রাদার্স অব ইতালি পার্টি ২৬ শতাংশ ভোট পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপির পৃথক দুই প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিও মেলোনির দল ব্রাদার্স অব ইতালি পার্টি পরিষ্কারভাবে এগিয়ে থাকার দিকে যাচ্ছে। তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাবে না দলটি। সরকার গঠনের জন্য জোট গঠনের প্রয়োজন হতে পারে। অন্য দুটি ডানপন্থী দল মাত্তেও সালভিনিস লিগ ও ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বের্লুসকোনির ফোরজা ইতালিয়াকে নিয়ে জোট সরকার গঠন করতে পারে জর্জিয়া মেলোনির দল। 

ডানপন্থী দলগুলো জোট গঠন করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো ডানপন্থী প্রধানমন্ত্রী পাচ্ছে ইতালি। আর দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে পারেন জর্জিয়া মেলোনি। ইতালির ফ্যাসিবাদী নেতা মুসোলিনির অনুসারী বলে ধারণা করা হয় ৪৫ বছরের জর্জিয়া মেলোনিকে। তাঁর দলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ‘নব্য ফ্যাসিবাদ’–এর বীজ রয়েছে বলেও ধারণা বিশ্লেষকদের। তবে মেলোনি ইউক্রেন যুদ্ধের বিষয়ে পশ্চিমা মনোভাবকেই সমর্থন করবেন জানিয়েছেন। 

উল্লেখ্য, স্থানীয় সময় গতকাল রোববার ভোর পাঁচটায় ইতালিতে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। চলে রাত ১১টা পর্যন্ত। নির্বাচনে দেশটির ৫ কোটি ১০ লাখ ভোটার ভোট দিয়েছেন। যাদের মধ্যে ২৬ লাখ ভোটার এবারই প্রথম ভোট দিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত