অনলাইন ডেস্ক
প্যারিসের সিন নদীতে এক শতাব্দীরও বেশি সময় ধরে অপরিশোধিত নর্দমার পানি এসে মিশত। ফলে ই-কোলাই জীবাণুর আধার হয়ে উঠেছিল এটি। সাঁতার কাটাই যেত না।
তবে এখন নদীটির এই পয়োবর্জ্য সমস্যা আর নেই।
যে নদী এত বছর সাঁতার কাটার অনুপযোগী ছিল, সেই নদীতেই গত শনিবার প্যারিসবাসীরা ভিড় করে সাঁতার কাটতে।
ফ্রান্সের এই রাজধানী শহরের কর্তৃপক্ষ ১৯২৩ সালের পর প্রথমবারের মতো এদিন জনসাধারণের জন্য নদীটিকে সাঁতারের উপযোগী করে খুলে দেয়।
গত বছর প্যারিস অলিম্পিকের সময় সিন নদীকে সাঁতারের ইভেন্টের জন্য ব্যবহার করা হয়। তার আগেই নদীজুড়ে চালানো হয় ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, যাতে ব্যয় হয় ১০০ কোটি ডলারের বেশি।
এর পরেই সম্প্রতি সিন সাধারণ মানুষের সাঁতারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
কেন দূষিত ছিল সিন
রোমান্টিক নদী হিসেবে পরিচিত প্যারিসের সিন নদী। বহু চিত্রকর্ম, সেপিয়া রঙের আলোকচিত্র এবং প্রেমের গানে উঠে এসেছে এর নাম। প্যারিসে প্রেমে পড়ার আদর্শ স্থান বললে অনেকের মনে আসে সিন নদীর তীর।
তা সত্ত্বেও এক শতাব্দীরও বেশি সময় ধরে সিন ছিল চরমভাবে দূষিত। এতটাই দূষিত যে অধিকাংশ মাছ এর পানিতে টিকে থাকতে পারত না। ১৯২৩ সালে এই নদীতে সাঁতার কাটা নিষিদ্ধও করা হয়।
নদীর এহেন দুরবস্থার জন্য দায়ী ছিল প্যারিসের প্রাচীন পয়োনিষ্কাশন ব্যবস্থা। বৃষ্টির পানি আর বর্জ্যপানি বলতে গেলে একই পাইপ দিয়ে বইত তখন। ভারী বৃষ্টিতে এই পাইপগুলো দ্রুত পূর্ণ হয়ে উপচে পড়ত। ফলে অপরিশোধিত নর্দমার পানি প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টে না গিয়ে সরাসরি সিন নদীতে গিয়ে পড়ত।
এর প্রতিক্রিয়ায় নদীতে ই-কোলাই ব্যাকটেরিয়ার মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যায়।
এই ব্যাকটেরিয়া সাধারণত মানুষ ও অন্যান্য প্রাণীর মল-মূত্রে পাওয়া যায় এবং এর কিছু প্রজাতি মারাত্মক অসুস্থতা সৃষ্টি করতে পারে। যেমন—গ্যাস্ট্রোইনটেস্টিনাল ইনফেকশন (পরিপাকতন্ত্রের সংক্রমণ) ও ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (মূত্রনালিতে সংক্রমণ)।
নদীতে এই ই-কোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি দীর্ঘদিন ধরে মাত্রাতিরিক্ত পরিমাণে থাকায় তা মানুষ ও জলজ প্রাণীর জন্য অনিরাপদ হয়ে ওঠে।
কোটি ডলারের পরিচ্ছন্নতা অভিযান
২০১৬ সালে প্যারিস ২০২৪ সালের অলিম্পিকের আয়োজক হিসেবে নির্বাচিত হয়। এরপরই শুরু হয় সিন নদীকে পুনরুজ্জীবিত করার মিশন। সিনকে দূষণমুক্ত করতে শহর কর্তৃপক্ষের খরচ হয় ১০০ কোটি ডলারের বেশি।
সিন নদীকে পরিচ্ছন্ন করতে দক্ষিণ-পূর্ব প্যারিসে একটি বিশাল ভূগর্ভস্থ বৃষ্টির পানি সংরক্ষণাগার তৈরি করা হয়।
এই জলাধারটি ২০টি অলিম্পিক সাইজের সুইমিং পুলের সমপরিমাণ পানি ধারণ করতে সক্ষম। এর উদ্দেশ্য ভারী বৃষ্টির সময় অতিরিক্ত পানি ধরে রাখা, যাতে প্যারিসের পয়োনিষ্কাশন ব্যবস্থা অতিরিক্ত চাপে না পড়ে এবং অপরিশোধিত নর্দমার পানি সিন নদীতে চলে না যায়।
এ ছাড়া হাজার হাজার বাড়িকে নতুন করে নর্দমা সংযোগের আওতায় আনা হয় এবং আধুনিকায়ন করা হয় পানি পরিশোধন ব্যবস্থাও।
গত বছর অতিবৃষ্টির কারণে কয়েকটি অলিম্পিক প্রশিক্ষণ সেশন ও পুরুষদের ট্রায়াথলন ইভেন্টে বিঘ্ন ঘটে। তারপরও সিন নদীতেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর গত শনিবার প্রথমবারের মতো জনসাধারণের জন্য নদীটি খুলে দেওয়া হয়।
শহর কর্তৃপক্ষ জানিয়েছে, সাঁতারের মৌসুমে নির্ধারিত এলাকায় প্রতিদিন পানির গুণমান পরীক্ষা করা হবে। আপাতত প্যারিসের সিন নদীর তীর ঘেঁষে তিনটি স্থান নির্ধারিত করা হয়েছে, যেখানে প্রতিদিন গ্রীষ্মকালে এক হাজারের বেশি মানুষ সাঁতার কাটতে পারবে।
প্যারিসের সিন নদীতে এক শতাব্দীরও বেশি সময় ধরে অপরিশোধিত নর্দমার পানি এসে মিশত। ফলে ই-কোলাই জীবাণুর আধার হয়ে উঠেছিল এটি। সাঁতার কাটাই যেত না।
তবে এখন নদীটির এই পয়োবর্জ্য সমস্যা আর নেই।
যে নদী এত বছর সাঁতার কাটার অনুপযোগী ছিল, সেই নদীতেই গত শনিবার প্যারিসবাসীরা ভিড় করে সাঁতার কাটতে।
ফ্রান্সের এই রাজধানী শহরের কর্তৃপক্ষ ১৯২৩ সালের পর প্রথমবারের মতো এদিন জনসাধারণের জন্য নদীটিকে সাঁতারের উপযোগী করে খুলে দেয়।
গত বছর প্যারিস অলিম্পিকের সময় সিন নদীকে সাঁতারের ইভেন্টের জন্য ব্যবহার করা হয়। তার আগেই নদীজুড়ে চালানো হয় ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, যাতে ব্যয় হয় ১০০ কোটি ডলারের বেশি।
এর পরেই সম্প্রতি সিন সাধারণ মানুষের সাঁতারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
কেন দূষিত ছিল সিন
রোমান্টিক নদী হিসেবে পরিচিত প্যারিসের সিন নদী। বহু চিত্রকর্ম, সেপিয়া রঙের আলোকচিত্র এবং প্রেমের গানে উঠে এসেছে এর নাম। প্যারিসে প্রেমে পড়ার আদর্শ স্থান বললে অনেকের মনে আসে সিন নদীর তীর।
তা সত্ত্বেও এক শতাব্দীরও বেশি সময় ধরে সিন ছিল চরমভাবে দূষিত। এতটাই দূষিত যে অধিকাংশ মাছ এর পানিতে টিকে থাকতে পারত না। ১৯২৩ সালে এই নদীতে সাঁতার কাটা নিষিদ্ধও করা হয়।
নদীর এহেন দুরবস্থার জন্য দায়ী ছিল প্যারিসের প্রাচীন পয়োনিষ্কাশন ব্যবস্থা। বৃষ্টির পানি আর বর্জ্যপানি বলতে গেলে একই পাইপ দিয়ে বইত তখন। ভারী বৃষ্টিতে এই পাইপগুলো দ্রুত পূর্ণ হয়ে উপচে পড়ত। ফলে অপরিশোধিত নর্দমার পানি প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টে না গিয়ে সরাসরি সিন নদীতে গিয়ে পড়ত।
এর প্রতিক্রিয়ায় নদীতে ই-কোলাই ব্যাকটেরিয়ার মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যায়।
এই ব্যাকটেরিয়া সাধারণত মানুষ ও অন্যান্য প্রাণীর মল-মূত্রে পাওয়া যায় এবং এর কিছু প্রজাতি মারাত্মক অসুস্থতা সৃষ্টি করতে পারে। যেমন—গ্যাস্ট্রোইনটেস্টিনাল ইনফেকশন (পরিপাকতন্ত্রের সংক্রমণ) ও ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (মূত্রনালিতে সংক্রমণ)।
নদীতে এই ই-কোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি দীর্ঘদিন ধরে মাত্রাতিরিক্ত পরিমাণে থাকায় তা মানুষ ও জলজ প্রাণীর জন্য অনিরাপদ হয়ে ওঠে।
কোটি ডলারের পরিচ্ছন্নতা অভিযান
২০১৬ সালে প্যারিস ২০২৪ সালের অলিম্পিকের আয়োজক হিসেবে নির্বাচিত হয়। এরপরই শুরু হয় সিন নদীকে পুনরুজ্জীবিত করার মিশন। সিনকে দূষণমুক্ত করতে শহর কর্তৃপক্ষের খরচ হয় ১০০ কোটি ডলারের বেশি।
সিন নদীকে পরিচ্ছন্ন করতে দক্ষিণ-পূর্ব প্যারিসে একটি বিশাল ভূগর্ভস্থ বৃষ্টির পানি সংরক্ষণাগার তৈরি করা হয়।
এই জলাধারটি ২০টি অলিম্পিক সাইজের সুইমিং পুলের সমপরিমাণ পানি ধারণ করতে সক্ষম। এর উদ্দেশ্য ভারী বৃষ্টির সময় অতিরিক্ত পানি ধরে রাখা, যাতে প্যারিসের পয়োনিষ্কাশন ব্যবস্থা অতিরিক্ত চাপে না পড়ে এবং অপরিশোধিত নর্দমার পানি সিন নদীতে চলে না যায়।
এ ছাড়া হাজার হাজার বাড়িকে নতুন করে নর্দমা সংযোগের আওতায় আনা হয় এবং আধুনিকায়ন করা হয় পানি পরিশোধন ব্যবস্থাও।
গত বছর অতিবৃষ্টির কারণে কয়েকটি অলিম্পিক প্রশিক্ষণ সেশন ও পুরুষদের ট্রায়াথলন ইভেন্টে বিঘ্ন ঘটে। তারপরও সিন নদীতেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর গত শনিবার প্রথমবারের মতো জনসাধারণের জন্য নদীটি খুলে দেওয়া হয়।
শহর কর্তৃপক্ষ জানিয়েছে, সাঁতারের মৌসুমে নির্ধারিত এলাকায় প্রতিদিন পানির গুণমান পরীক্ষা করা হবে। আপাতত প্যারিসের সিন নদীর তীর ঘেঁষে তিনটি স্থান নির্ধারিত করা হয়েছে, যেখানে প্রতিদিন গ্রীষ্মকালে এক হাজারের বেশি মানুষ সাঁতার কাটতে পারবে।
অস্ট্রেলিয়ার গ্রামীণ শহর মোরওয়েলের আদালতে ৯ সপ্তাহ ধরে চলেছে এক অভূতপূর্ব বিচার। এখানে অভিযুক্ত ছিলেন ৪৯ বছর বয়সী এরিন প্যাটারসন। ২০২৩ সালের ২৯ জুলাই তাঁর বাড়িতে মধ্যাহ্নভোজে আমন্ত্রিত পাঁচজনের মধ্যে তিনজন মারা যান এবং একজন মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন।
২৩ মিনিট আগেন্যাটোর সম্প্রসারণবাদী মনোভাব নিয়ে আবারও সরব হয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, ন্যাটো যে সম্প্রসারণবাদী মনোভাব প্রদর্শন করছে তা মোটে ঠিক নয়। তিনি প্রশ্ন রেখেছেন, ‘ন্যাটো কার হাত থেকে নিজেদের রক্ষা করছে? কে তাদের আক্রমণ করছে?’
৩১ মিনিট আগেসন্ত্রাসবাদ দমনে বর্তমানে ব্রিটেনের উন্নত সক্ষমতা থাকা সত্ত্বেও, ২০০৫ সালের চেয়ে বর্তমান হুমকিগুলো অনেক বেশি জটিল। কারণে এখন ইন্টারনেটে বিচিত্র সহিংস কনটেন্ট থেকে অনুপ্রাণিত হয়েও হামলার ঘটনা ঘটছে। অনেক হামলার পেছনে কোনো নির্দিষ্ট লক্ষ্য বা আদর্শ থাকে না। ফলে এসব হুমকি আগেভাগে চিহ্নিত করা কঠিন হয়ে...
৩৫ মিনিট আগেব্রিটিশ পার্লামেন্টে ফিলিস্তিনপন্থী অ্যাকটিভিস্ট সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’—কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর আওতায় এরই মধ্যে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পার্লামেন্টের তথ্য অনুযায়ী, গত বুধবার হাউস অব কমন্সে বিতর্কিত এই প্রস্তাবের পক্ষে ভোট দেন ৩৮৫ জন এমপি, আর বিপক্ষে ভোট দেন ২
৪০ মিনিট আগে