রাশিয়া-ইউক্রেন মধ্যকার চলমান সংকট সমাধানে সোমবার বেলারুশে তৃতীয় দফায় বৈঠকে বসেছিল দেশ দুটির প্রতিনিধিরা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, কিয়েভ-মস্কোর তৃতীয় দফা বৈঠকে সংঘাত কমানোর বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে।
বৈঠক শেষে ইউক্রেনের এক প্রতিনিধি বলেছেন, বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে। কিন্তু অন্যান্য বিষয়গুলোতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের বিষয়ে উল্লেখযোগ্য কোনো ফলাফল আসেনি।
রাশিয়ান প্রতিনিধিদলের প্রধান আলোচক ভ্লাদিমির মেডিনস্কি সাংবাদিকদের বলেন, ‘আলোচনা সহজ ছিল না। আগামীকাল থেকে মানবিক করিডরগুলো স্বাভাবিকভাবে কাজ করা শুরু করবে।’
খুব শিগগিরই চতুর্থ দফার বৈঠক অনুষ্ঠিত হবে বলে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন রুশ আলোচক লিওনিড স্লাটস্কি।
এর আগে দুই দফায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনায় বসেন। সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার।
ইউক্রেন সংকট নিরসনে ইউক্রেন, রাশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী বৃহস্পতিবার তুরস্কের দক্ষিণাঞ্চলের আন্টালিয়ায় এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তুরস্কের একটি কূটনৈতিক ফোরামের আলোচনার পর সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, ‘আমরা আগামী বৃহস্পতিবার আন্টালিয়াতে একটি ত্রিপক্ষীয় বৈঠকে বসব।’
এক টুইটে কাভুসোগলু বলেন, ‘রাষ্ট্রপতি এরদোয়ানের উদ্যোগ ও আমাদের নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার ফলাফলস্বরূপ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা আমাদের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছেন।’
রাশিয়া-ইউক্রেন মধ্যকার চলমান সংকট সমাধানে সোমবার বেলারুশে তৃতীয় দফায় বৈঠকে বসেছিল দেশ দুটির প্রতিনিধিরা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, কিয়েভ-মস্কোর তৃতীয় দফা বৈঠকে সংঘাত কমানোর বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে।
বৈঠক শেষে ইউক্রেনের এক প্রতিনিধি বলেছেন, বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে। কিন্তু অন্যান্য বিষয়গুলোতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের বিষয়ে উল্লেখযোগ্য কোনো ফলাফল আসেনি।
রাশিয়ান প্রতিনিধিদলের প্রধান আলোচক ভ্লাদিমির মেডিনস্কি সাংবাদিকদের বলেন, ‘আলোচনা সহজ ছিল না। আগামীকাল থেকে মানবিক করিডরগুলো স্বাভাবিকভাবে কাজ করা শুরু করবে।’
খুব শিগগিরই চতুর্থ দফার বৈঠক অনুষ্ঠিত হবে বলে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন রুশ আলোচক লিওনিড স্লাটস্কি।
এর আগে দুই দফায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনায় বসেন। সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার।
ইউক্রেন সংকট নিরসনে ইউক্রেন, রাশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী বৃহস্পতিবার তুরস্কের দক্ষিণাঞ্চলের আন্টালিয়ায় এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তুরস্কের একটি কূটনৈতিক ফোরামের আলোচনার পর সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, ‘আমরা আগামী বৃহস্পতিবার আন্টালিয়াতে একটি ত্রিপক্ষীয় বৈঠকে বসব।’
এক টুইটে কাভুসোগলু বলেন, ‘রাষ্ট্রপতি এরদোয়ানের উদ্যোগ ও আমাদের নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার ফলাফলস্বরূপ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা আমাদের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছেন।’
ভারতের ত্রিপুরা রাজ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশের অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্যকে আটক করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর এসেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অনুপ্রবেশের দায়ে ওই বিজিবি সদস্যকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
১ ঘণ্টা আগেকলম্বিয়ায় পৃথক দুই হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত মানুষ। কর্তৃপক্ষ এ হামলার জন্য বিপ্লবী সশস্ত্র গোষ্ঠী ফার্ক-এর ভিন্নমতাবলম্বী অংশ এবং কুখ্যাত মাদক কার্টেল গালফ ক্ল্যানকে দায়ী করেছে।
২ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোয়েন্দা সংস্থার ওপর আক্রমণ আরও তীব্র করেছেন। সম্প্রতি, সিআইএ-র একজন শীর্ষ কর্মকর্তাসহ মোট ৩৭ জন কর্মরত ও সাবেক কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ‘সংবিধানের প্রতি শপথ ভঙ্গের’ অভিযোগ আনা হয়েছে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে বিদেশি বংশোদ্ভূত চালকদের অর্ধেকেরও বেশি লাতিন আমেরিকা থেকে এসেছেন। আর সাম্প্রতিক বছরগুলোতে ভারত এবং পূর্ব ইউরোপীয় দেশগুলো, বিশেষ করে ইউক্রেন থেকে উল্লেখযোগ্য সংখ্যক চালক এসেছেন।
৪ ঘণ্টা আগে