Ajker Patrika

পুতিনের মিত্রের বাড়িতে ইউক্রেনের নিখোঁজ শিশু

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ২২: ৪৬
পুতিনের মিত্রের বাড়িতে ইউক্রেনের নিখোঁজ শিশু

পুতিনের মিত্র হিসেবে পরিচিত এবং রাশিয়ার নেতৃস্থানীয় এক রাজনীতিবিদের বাড়িতে ইউক্রেন থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক শিশুকে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। তবে ইউক্রেনের শিশু দত্তক নেওয়ার বিষয়টিকে অস্বীকার করেছেন ওই রাজনীতিবিদ।

আজ বৃহস্পতিবার রুশ ও ইউক্রেনীয় নথির বরাতে বিবিসি জানিয়েছে, রাশিয়ান আইনপ্রণেতা সের্গেই মিরোনভ দুই বছর বয়সী একটি শিশুকে দত্তক নিয়েছেন। ১০ মাস বয়সে ওই শিশুটিকে ইউক্রেনের খেরসন শহরের একটি এতিমখানা থেকে নেওয়া হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ নথির তথ্য অনুযায়ী—শিশুটিকে ২০২২ সালে দত্তক নিয়েছিলেন এক নারী। পরে ওই নারীকেই বিয়ে করেছেন ৭০ বছর বয়সী সের্গেই মিরোনভ। তবে ইউক্রেনীয় শিশুকে দত্তক নেওয়ার বিষয়টি অস্বীকার করে মিরোনভ দাবি করেন, বদনাম করার জন্যই তাঁর বিরুদ্ধে ‘তথ্য আক্রমণ’ করা হচ্ছে।

মিরোনভ রাশিয়ার পার্লামেন্টে ক্রেমলিনপন্থী বিরোধী দলের নেতৃত্ব দেন। তিনি এর আগে রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের প্রধান হিসেবে এক দশক দায়িত্ব পালন করেছেন।

ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের একজন কট্টর সমর্থক মিরোনভ। চলমান যুদ্ধের বিষয়ে তিনি বলেছেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সম্পূর্ণ বিজয় অর্জন করবে।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মিরোনভের বাড়িতে যে শিশুটি অবস্থান করছে তার আসল নাম মার্গারিটা। রুশ বাহিনী ইউক্রেনের খেরসন শহরের নিয়ন্ত্রণ নেওয়ার সময় স্থানীয় একটি শিশু আশ্রয়কেন্দ্র থেকে নিখোঁজ হওয়া ৪৮ জনের একজন ছিল মার্গারিটা।

ধারণা করা হয়—২০২০ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চলমান যুদ্ধের মধ্যে রুশ বাহিনী ইউক্রেন থেকে প্রায় ২০ হাজার শিশুকে অপহরণ করে রাশিয়ায় নিয়ে গেছে।

চলতি বছরে শুরুর দিকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে) ইউক্রেনীয় শিশুদের রাশিয়া নিয়ন্ত্রিত ভূখণ্ডে অবৈধভাবে নিয়ে যাওয়ার অভিযোগে পুতিন এবং তার শিশু অধিকার কমিশনার মারিয়া লভোভা-বেলোয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে রুশ সরকার দাবি করেছে, যুদ্ধ থেকে শিশুদের সুরক্ষা দিতেই তারা এমনটি করেছে।

মার্গারিটা এবং অন্যান্য শিশুদের কী হয়েছিল তা খুঁজে বের করার জন্য ইউক্রেনের মানবাধিকার তদন্তকারী ভিক্টোরিয়া নোভিকোভার সঙ্গে কাজ করেছে বিবিসি। এ বিষয়ে নোভিকোভার সংগৃহীত প্রমাণাদি আইসিসির কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত