Ajker Patrika

অক্সফোর্ডের টিকা নিয়ে যুক্তরাজ্যে ৩০ জনের রক্ত জমাট  

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১৪: ১৪
অক্সফোর্ডের টিকা নিয়ে যুক্তরাজ্যে ৩০ জনের রক্ত জমাট  

অ্যাস্ট্রাজেনেকার কভিড-১৯ ভ্যাকসিন নিয়ে ৩০ জনের শরীরে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থাগুলো এ কথা জানিয়েছে। যা আগের দেওয়া তথ্যের চেয়ে ২৫ জন বেশি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সি জানিয়েছে, ফাইজার–বায়োএনটেক–এর টিকা ব্যবহার করে এর আগে এমন কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

এর আগে বেশ কয়েকটি দেশ অক্সফোর্ডের টিকার বিষয়ে আপত্তি করে। শরীরে রক্ত জমাট বাঁধার কথা সর্বপ্রথম বলে ইউরোপীয় ইউনিয়ন। তবে তখন যুক্তরাজ্য জানিয়েছিল, এই ভ্যাকসিনে তাদের দেশে এই ধরনের কোনো সমস্যা হচ্ছে না।

যুক্তরাজ্যের মেডিসিন নিয়ন্ত্রক সংস্থা গত ১৮ মার্চ প্রথমবারের মতো স্বীকার করে, তাদের দেশে ১ কোটি ১০ লাখ মানুষ টিকা নিয়েছে। তাদের মধ্যে মাত্র পাঁচ জনের রক্তা জমাট বাঁধার মতো ঘটনা ঘটেছে।

তবে গতকাল বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা জানায়, টিকা নেওয়ার পর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে ২২ জনের। আর আট জনের শরীরে রক্ত জমাট বেঁধেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত