ইউক্রেনের রাজধানী কিয়েভে জার্মান কনস্যুলেটের একটি ভবনে আঘাত হেনেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। স্থানীয় সময় আজ সকালে কিয়েভসহ বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। তারই একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে জার্মান কনস্যুলেটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র যখন জার্মান কনস্যুলেটের ভবনটিতে আঘাত হানে তখন সেখানেই কেউই উপস্থিত ছিল না। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রাশিয়া–ইউক্রেন সংকট শুরুর পর থেকেই কনস্যুলেটটি বন্ধ রয়েছে। ওই কনস্যুলেটটি ভিসা সংক্রান্ত কাজে ব্যবহৃত হতো।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘কয়েক মাস ধরেই ভবনটিতে সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।’ ওই মুখপাত্র আরও জানান, মন্ত্রণালয় কিয়েভ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা করবে। একই সংবাদ সম্মেলনে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, জার্মানি খুব শিগগিরই ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে এবং আগামী বছর আরও তিনটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে। তবে ওই মুখপাত্র নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি।
এদিকে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জার্মানি ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা করেছে।
অপরদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার সেনাবাহিনীর ওপর ইউক্রেনীয় সৈন্যদের যেকোনো আক্রমণের ‘কড়া’ পাল্টা জবাব দেওয়া হবে। এবং সাম্প্রতিক সময়ে ইউক্রেনের রুশ বাহিনীর হামলা তীব্র করার মূল লক্ষ্য হলো দেশটির জ্বালানি অবকাঠামো। রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে এক বৈঠকে পুতিন এই কথা বলেন।
পুতিন তাঁর ভাষণে ইউক্রেনে রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র হামলা এবং হতাহতের বিষয়টি স্বীকার করে বলেন, ‘আজ (সোমবার) সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরামর্শে এবং সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পরিকল্পনা অনুসারে দূর পাল্লার ক্ষেপণাস্ত্রের সাহায্যে নির্ভুল লক্ষ্যমাত্রায় হামলা চালানো হয়েছে। এসব হামলা লক্ষ্যবস্তু ছিল, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, সামরিক কমান্ডের অবস্থান এবং যোগাযোগ ব্যবস্থা।’
ইউক্রেনের রাজধানী কিয়েভে জার্মান কনস্যুলেটের একটি ভবনে আঘাত হেনেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। স্থানীয় সময় আজ সকালে কিয়েভসহ বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। তারই একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে জার্মান কনস্যুলেটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র যখন জার্মান কনস্যুলেটের ভবনটিতে আঘাত হানে তখন সেখানেই কেউই উপস্থিত ছিল না। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রাশিয়া–ইউক্রেন সংকট শুরুর পর থেকেই কনস্যুলেটটি বন্ধ রয়েছে। ওই কনস্যুলেটটি ভিসা সংক্রান্ত কাজে ব্যবহৃত হতো।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘কয়েক মাস ধরেই ভবনটিতে সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।’ ওই মুখপাত্র আরও জানান, মন্ত্রণালয় কিয়েভ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা করবে। একই সংবাদ সম্মেলনে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, জার্মানি খুব শিগগিরই ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে এবং আগামী বছর আরও তিনটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে। তবে ওই মুখপাত্র নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি।
এদিকে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জার্মানি ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা করেছে।
অপরদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার সেনাবাহিনীর ওপর ইউক্রেনীয় সৈন্যদের যেকোনো আক্রমণের ‘কড়া’ পাল্টা জবাব দেওয়া হবে। এবং সাম্প্রতিক সময়ে ইউক্রেনের রুশ বাহিনীর হামলা তীব্র করার মূল লক্ষ্য হলো দেশটির জ্বালানি অবকাঠামো। রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে এক বৈঠকে পুতিন এই কথা বলেন।
পুতিন তাঁর ভাষণে ইউক্রেনে রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র হামলা এবং হতাহতের বিষয়টি স্বীকার করে বলেন, ‘আজ (সোমবার) সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরামর্শে এবং সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পরিকল্পনা অনুসারে দূর পাল্লার ক্ষেপণাস্ত্রের সাহায্যে নির্ভুল লক্ষ্যমাত্রায় হামলা চালানো হয়েছে। এসব হামলা লক্ষ্যবস্তু ছিল, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, সামরিক কমান্ডের অবস্থান এবং যোগাযোগ ব্যবস্থা।’
গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করতে ও পুরো গাজা দখলের পরিকল্পনায় সম্মতি দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে আজ সোমবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। নতুন পরিকল্পনায় গাজার ২১ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ দিকে সরিয়ে নেওয়ার কথাও বলা হয়েছ
১ ঘণ্টা আগেযুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, তথ্যচিত্র নির্মাণের অংশ হিসেবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলগুলোকে ক্রেমলিনে পুতিনের ব্যক্তিগত বাসভবনে ঢুকতে দেওয়া হয়েছিল। সেখানে তাঁর সাধারণ মানের রান্নাঘর এবং অতিথিদের জন্য পরিবেশন করা কেফির ও জ্যামের দৃশ্য তুলে ধরা হয়।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক নার্স দিবসকে (১২ মে) সামনে রেখে আরব আমিরাতের আবুধাবি-ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বুরজিল হোল্ডিংস তাদের নিরলস পরিশ্রমী নার্সদের অভিনব এক উপায়ে সম্মান জানিয়েছে। ‘ড্রাইভিং ফোর্স অ্যাওয়ার্ড’ নামে একটি অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি তাদের ১০ জন নার্সকে উপহার হিসেবে টয়োটা আরএভি-ফোর মডেলের ১০টি
২ ঘণ্টা আগেসম্প্রতি ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক খারাপ হয়েছে। খোদ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে এই কথা বলেছেন। তিনি বলেন, ‘আমরা আশঙ্কা করছি, ভারত পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো মুহূর্তে সামরিক পদক্ষেপ নিতে পারে।’ মুডিস এই বিষয়কে সূত্র ধরে বলেছে, চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের কূটনৈতি
৩ ঘণ্টা আগে