Ajker Patrika

খারকিভে রুশ-ইউক্রেন তুমুল যুদ্ধ চলছে

খারকিভে রুশ-ইউক্রেন তুমুল যুদ্ধ চলছে

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের আঞ্চলিক গভর্নর বলেছেন, খারকিভের রাস্তায় রুশ সেনাদের সঙ্গে প্রাণপণ লড়াই করেছে ইউক্রেন বাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার সকালে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে প্রবেশ করে রুশ সেনাবাহিনী। তারপর থেকেই ইউক্রেন বাহিনীর সঙ্গে তুমুল লড়াই শুরু হয়। 

গভর্নর ওলেহ সিনেগুবভ বলেন, ‘রুশ বাহিনীর যুদ্ধ যানবাহনগুলো শহরের কেন্দ্রসহ খারকিভে প্রবেশ করেছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী তাদেরকে শহরে প্রবেশে বাধা দিতে লড়াই করছে। আমরা সাধারণ মানুষকে বাইরে বের হতে নিষেধ করেছি।’ 

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন হেরাশচেঙ্কো একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে একটি রাস্তায় বেশ কয়েকটি হালকা সামরিক যান এবং একটি জ্বলন্ত ট্যাংক দেখা গেছে। 

রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, খারকিভের বিভিন্ন অংশে রুশ সৈন্য ও সাঁজোয়া যান দেখা গেছে এবং গুলির শব্দ শোনা গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত