Ajker Patrika

রাশিয়ায় তিনজনকে গুলিতে হত্যার পর আত্মহত্যা করলেন বৃদ্ধ

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১০: ৪৯
রাশিয়ায় তিনজনকে গুলিতে হত্যার পর আত্মহত্যা করলেন বৃদ্ধ

রাশিয়ার ক্রিমস্ক শহরে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে তিনজনকে হত্যা করেছেন। পরে ঘটনাস্থলে বন্দুকধারীর মরদেহ পাওয়া যায়। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরটিতে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রাথমিকভাবে জানা গেছে, ৬৬ বছর বয়সী এক বৃদ্ধ এই হামলা চালান। ব্যক্তিগত শত্রুতার কারণে দুই পরিচিত ব্যক্তিকে হত্যার পর আরও একজনকে গুলি করেন তিনি। আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার পর বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া ভিডিওতে দেখা যায়, ক্রিমস্কে শপিংমলের সামনের রাস্তায় হাঁটার সময় এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালাচ্ছেন। তবে ওই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি। এরই মধ্যে হামলার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

এর আগে গত ১৫ অক্টোবর ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরোড অঞ্চলে একটি রুশ সামরিক প্রশিক্ষণ গ্রাউন্ডে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত ও ১৫ জন আহত হন। এ ছাড়া ২৬ সেপ্টেম্বর দেশটির মধ্যাঞ্চলীয় ইজহেভস্ক শহরের একটি স্কুলে বন্দুক হামলা হয়। ওই ঘটনায় ৭ শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়। আহত হয় আরও বেশ কয়েকজন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মাটি খুঁড়ে মিলল নারীর গলাকাটা লাশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

মামলায় ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে

জঙ্গলে পড়ে ছিল হাত-পা ও চোখ বাঁধা অজ্ঞাতনামা লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত