Ajker Patrika

তহবিল তছরুপের অভিযোগে মারি লো পেনের বিরুদ্ধে তদন্ত

তহবিল তছরুপের অভিযোগে মারি লো পেনের বিরুদ্ধে তদন্ত

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান ইমানুয়েল মাখোঁর প্রতিদ্বন্দ্বী মারি লো পেনের বিরুদ্ধে তহবিল তছরুপের একটি অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। রোববার ফরাসি কৌঁসুলিরা জানিয়েছেন, মারি লো পেনের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অ্যান্টি-ফ্রড এজেন্সি (ওএলএএফ) আনীত একটি অভিযোগের তদন্ত করছেন। অ্যান্টি-ফ্রড অর্গানাইজেশন আনীত অভিযোগে বলা হয়েছে, মারি লো পেন ও তাঁর দলের সদস্যরা ইইউ তহবিলের কয়েক লাখ ডলার অপব্যবহার করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসের সরকারি কৌঁসুলি অফিস নিশ্চিত করেছে যে—তাঁরা গত ১১ মার্চ ইইউ এর জালিয়াতি বিরোধী সংস্থা ওএলএএফ থেকে প্রাপ্ত একটি অভিযোগপত্র তদন্ত করে দেখছেন। ওএলএএফের অভিযোগপত্রে দাবি করা হয়েছে, লো পেন তাঁর দলের সদস্যদের সঙ্গে মিলে জনসাধারণের জন্য বরাদ্দকৃত ১ লাখ ৪০ হাজার ইউরো অপব্যবহার করেছেন এবং মোট ৬ লাখ ১৭ হাজার ইউরো অন্যত্র স্থানান্তর করেছেন। তবে, ওই অভিযোগপত্রে কারও বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনা হয়নি। তবে কর্মীদের জন্য এবং দলীয় ইভেন্টে ব্যয়ের জন্য ইইউ তহবিল ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। 

তবে, লো পেনের দল ন্যাশনাল র‍্যালি পার্টির সভাপতি জর্ডান বারডেলা ইউরোপ ওয়ান রেডিওকে এ প্রসঙ্গে বলেছেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় হস্তক্ষেপ করার ও লো পেনের ক্ষতি করার যে প্রচেষ্টা ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় এজেন্সির (ওএলএএফ) অভিযোগের মাধ্যমে করা হচ্ছে তার মাধ্যমে ফরাসিদের বোকা বানানো সম্ভব হবে না।’ 

বারডেলা এ সময় বলেন, তাঁর দল এরই মধ্যে ওএলএএফ-এর বিরুদ্ধে দুটি আইনি অভিযোগ দায়ের করেছে এবং লো পেনের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় প্রয়োজনে তৃতীয় অভিযোগটিও দায়ের করবে। 

এদিকে, লো পেনের আইনজীবী রুডলফ বসেলুট জানিয়েছেন, তাঁর মক্কেল অভিযোগ অস্বীকার করেছেন। 

উল্লেখ্য, পার্লামেন্টারি অ্যাসিস্ট্যান্টদের বেতন দেওয়ার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের তহবিলের অপব্যবহারের অভিযোগে ২০১৭ সাল থেকেই লো পেন তদন্তের অধীনে রয়েছেন। তবে, ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে লো পেন ইমানুয়েল মাখোঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত